Skip to main content

Posts

Showing posts from March, 2019

গ্রাজ্যুয়েট হলে, ৫০০ শূন্যপদে এই চাকরীর অনলাইনে আবেদন করতে পারবেন

গ্রাজ্যুয়েট হলে, ৫০০ শূন্যপদে এই চাকরীর অনলাইনে আবেদন করতে পারবেন Today Bengali News :   আপনি যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হলেই IDBI ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নং 08/2019-20. মোট শূন্য পদ আছে -৫০০ টি। বয়সসীমা - ০১/০৩/২০১৯ তারিখ অনুযায়ী  ২১ থেকে ২৮ বছরের মধ্যে। এসসি /এসটি ও অনান্যরা নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন। আবেদন ফী - জেনারেল দের জন্যে  ৭০০/- টাকা এবং আপনি এসসি / এসটি ও প্রতিবন্ধী হলে ১৫০/- টাকা। আবেদন ফী জমা দিতে পারবেন অনলাইনে, ক্রেডিট/ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, মোবাইল ওয়ালেট ইত্যাদির মাধ্যমে। আবেদন এখনও শুরু হয়নি। খুব তাড়াতাড়ি অফিসিয়াল সাইটে লিঙ্ক দিয়ে দেবে।   আবেদন করা ও আবেদন ফী জমা দেওয়ার শেষ তারিখ ১৫/০৪/২০১৯।  এসসি /এসটি/ ওবিসি দের জন্যে প্রি এক্সামিনেশন ট্রেনিং ০৬- ১১/০৪/২০১৯ ।  অনলাইন টেস্টের সাম্ভব্য তারিখ ১৭/০৫/২০১৯. অফিসিয়াল নোটিস ক্লিক করুন। অনলাইনে আবেদন  : শীঘ্রই আপডেট হবে। অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন। অনলাইন মকটেস্ট দিন প্রতিদিন ক্লিক করুন।

ইঞ্জিনিয়ারিং এর কর্মসংস্থানে দেশের মধ্যে সবার শীর্ষে পশ্চিমবঙ্গ

 ইঞ্জিনিয়ারিং এর কর্মসংস্থানে দেশের মধ্যে সবার শীর্ষে পশ্চিমবঙ্গ Today Bengali News :  সর্ব ভারতীয় সমীক্ষায় এরকমই একটি তথ্য উঠে এল যে, ইঞ্জিনিয়ারিং দের কর্মসংস্থানে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ। এছাড়া বাংলার সাথে প্রথম স্থানে আছে আরও চারটি রাজ্য। বিহার - ঝাড়খন্ড, দিল্লি, হরিয়ানা।  রিপোর্ট অঅনুযায়ী দ্বিতীয় স্থানে আছে ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ। এবং সবার শেষে আছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাস্ট্র, তামিলনাড়ু। অ্যাসপায়ারিং মাইন্ডস নামের একটি এমপ্লয়েমেন্ট কনসালট্যান্সি কোম্পানি সারা দেশের মোট ৭৫০ টির বেশী শিক্ষা প্রতিষ্টানের উপর সমীক্ষা চালায়। প্রায় ১ লাখ ৭০ হাজার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার উপর সমীক্ষা চালিয়ে জানা গেছে, পড়ুয়াদের হাতে চাকরী তুলে দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবার আগে। এবং পশ্চিম বঙ্গের সাথে আছে বিহার, ঝাড়খন্ড, দিল্লি হরিয়ানা। আরও পড়ুন   :    প্রাথমিকের প্রশিক্ষন বন্ধ করার নির্দেশ দিল পর্ষদ, নোটিশ জারি কিভাবে এল এই সাফল্য?  কেউ মনে করছেন গত ৩ বছরে রাজ্যে বিনিয়োগের হার বেড়েছে। একটা স্বচ্ছতা ভাব এসেছে উচ্চশিক্ষায়। ছাত্র - ছাত্

রাজ্যের বিভিন্ন পরীক্ষার কবে, কখন ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্ট জেনে নিন

রাজ্যের বিভিন্ন পরীক্ষার কবে, কখন ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্ট জেনে নিন Today Bengali News : রাজ্যের বিভিন্ন সরকারি পরীক্ষার ইন্টারভিউ ও পার্সোনালিটি পরীক্ষার তারিখ দেওয়া হল নীচে। যারা প্রার্থী তারা অবশ্যই নীচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনার কললেটার ডাউনলোড করে নিন। ১. পশ্চিমবঙ্গ পুলিশ - ২০১৮ সালের কনস্টেবল পদে নিয়ােগের শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা হবে ১৮ মার্চ থেকে ১ এপ্রিল, ২০১৯ (বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বাের্ড)। ওয়েবসাইট : www.wbpolice.gov.in ২. পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি -  মেডিকেল অফিসার আয়ুশ (বিজ্ঞপ্তি নং SHFWS/2018/140। dt. 29.3.2018) পদের কাউন্সেলিং হবে ২৭, ২৮ ও ২৯ মার্চ, ২০১৯। ওয়েবসাইট www.wbhealth.gov.in। ৩. পাবলিক সার্ভিস কমিশন — অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন হিষ্টি। (বিজ্ঞপ্তি নং 19[1(XIV)]/2017) পদের ইন্টারভিউ হবে ২৫ - ২৯ মার্চ, ১ ও ২ এপ্রিল, ২০১৯। ওয়েবসাইট http:// www.pscwbapplication.in, http://www.pscwbonline.gov.in ৪। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন -  ফুড সেফটি অফিসার। (বিজ্ঞপ্তি নং 12 &21 of 2018) পদের ইন্টারভিউ হবে ৮

অবশেষে ২৯ দিনের মাথায়, অনশন তুলে নিল SSC প্রার্থীরা -Today Bengali News

অবশেষে ২৯ দিনের মাথায়, অনশন তুলে নিল SSC প্রার্থীরা   Today Bengali News :   অবশেষে ২৯ দিনের মাথায় মুখ্য মন্ত্রীর হস্তক্ষেপে অনশন প্রত্যাহার করল চাকুরী প্রার্থীরা। ৫ কমিটির সদস্যের সাথে আজ বৈঠকে, খুশি প্রার্থীরা এবং বিকাশ ভবনে বৈঠকের শেষে, তারা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সাময়িক প্রত্যাহার। জুন মাস পর্যন্ত এই অনশন স্থগিত থাকবে। তারপর সরকার যদি তাদের দাবি না রাখে, আবার অনশন শুরু হবে। প্রসঙ্গত গত বুধবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন,  জুনের প্রথম সপ্তাহের মধ্যেই এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। এবং সাথে ৫ সদস্যের কমিটি ও গঠন করে দেওয়া হয়েছে। আজ কমিটির সাথে বৈঠক হয় অনশনরত প্রার্থীদের। এবং এই বৈঠকে প্রার্থীরা খুশি,  সেটা জানিয়েছে। বৈঠকে প্রার্থীদের সব দাবী পেশ করা হয়। ১ সপ্তাহের মধ্যে সেই সমস্ত দাবী খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর। এবং তারপর আবার আবার আলোচনায় বসা হবে বলে জানানো হয়েছে। এবং নিয়োগে  স্বচ্ছতা আনা হবে সেই আশ্বাস ও দেওয়া হয়েছে।  

শূন্যপদ আপডেট করলেও, সব ওয়েটিং এর চাকরী সম্ভব নয়!

শূন্যপদ আপডেট করলেও, সব ওয়েটিং এর চাকরী সম্ভব নয়!  Today Bengali News :  অবশেষে গতকাল মুখ্যমন্ত্রী অনশন মঞ্চে গিয়ে SSC প্রার্থীদের সাথে দেখা করলেন। তিনি গতকাল নির্বাচনী ইস্তেহার প্রকাশের পরেই মেয়ো রোডে যান। অনশন কারী প্রার্থীদের সাথে কথাও বলেন। তিনি সহমর্মিতার সাথে জানান, আপনারা একটু অপেক্ষা করুন। আমি কথা দিচ্ছি, জুন মাসের প্রথম সপ্তাহে মধ্যেই সব ঠিক হয়ে যাবে। কারন, এই মুহুর্তে এ'ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারব না, কারন সেটি তবে নির্বাচনী আর্দশ আচরন বিধি ভঙ্গ হবে।তখন আপনারও ফাঁসবেন, আমিও ফাঁসবো। এদিন তিনি ৫ সদস্যের কমিটির কথা বলেন। যারা এই ব্যাপার টি দেখাশোনা করবেন। প্রার্থীরা তাদের দাবি দাওয়া পেশ করেছে ৫ সদস্যের কমিটির কাছে। এছাড়া তারা, মেরিট লিস্টে নতুন করে ঢোকা কয়েকজন প্রার্থীর কথা তুলে ধরে, তাদের চাকরী বাতিলের প্রস্তাব দিয়েছে। তাদের আরও দাবি কোনো বিষয়ের জন্যে ২ শূন্য পদে ৮০ জন কে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে আবার,  কোন বিষয়ে ওয়েটিং লিস্টে রাখা প্রার্থীদের সংখ্যা কম। ১: ১.৪ অনুপাত মানা হয় নি।  যদিও SSC এর চেয়ার এর ব্যাখ্যায় বলেছেন, একই নাম্বার থাকার ফলে, কোনো বিষয় ৮০ জন

ভারতের ৮০ শতাংশ ইঞ্জিনিয়র চাকরীর যোগ্য নয়! বলছে রিপোর্ট

ভারতের ৮০ শতাংশ ইঞ্জিনিয়র চাকরীর যোগ্য নয়!  বলছে রিপোর্ট Today Bengali News : প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে রা ভারতে ইঞ্জিনিয়র ডিগ্রি নিয়ে পাশ করে বেরোচ্ছে। কিন্তু সবাই কি চাকরীর যোগ্য? 'বার্ষিক কর্মসংস্থান সমীক্ষা'  রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়ে, দেশের ৮০ শতাংশ ইঞ্জিনিয়র চাকরীর যোগ্য নয়। তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, যার জন্যে তারা বড় বড় কোম্পানী তে চাকরী পাবে। সমীক্ষাকারী বিশেষজ্ঞ দের মতে, ৮০ শতাংশ প্রার্থীর মধ্যে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা, কথা বলার ভঙ্গিমা, দক্ষতার দিক থেকে অনেকটাই দুর্বল। ফলে তারা বিভিন্ন শিল্প ক্ষেত্রে চাকরী পাচ্ছে না এবং সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ও পারছে না। সমীক্ষাকারী শিক্ষক দের মতে, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে, এই চিত্র বদলানো যাবে না। উচ্চ শিক্ষা ব্যবস্থায় বিরাট বড় একটি পরিবর্তন দরকার। এবং সেই সাথে স্কুল স্তর থেকে ছাত্র-ছাত্রী দের দক্ষতা বাড়ানোর উপর জোর দিতে হবে।

প্রাথমিকের প্রশিক্ষন বন্ধ করার নির্দেশ দিল পর্ষদ, নোটিশ জারি

প্রাথমিকের প্রশিক্ষন বন্ধ করার নির্দেশ দিল পর্ষদ, নোটিশ জারি Today Bengali News : একদিকে SSC নিয়োগের স্বচ্ছতা নিয়ে, রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন গত ২৫ দিন ধরে অনশনরত ৪০০ জন পরীক্ষার্থীরা এবং বিশিষ্ট জন। এবার শিক্ষা পর্ষদের অন্য একটি নির্দেশে ক্ষোভ শুরু হল প্রাথমিক শিক্ষক দের মধ্যে। এতদিন প্রশিক্ষন হীন প্রাথমিক স্কুলের শিক্ষকদের রাজ্য সরকার দূরশিক্ষা পদ্ধতি তে ডিএলএড প্রশিক্ষন, সেটি বন্ধের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে, প্রশিক্ষন হীন শিক্ষক দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পর্ষদ সূত্রের খবর, ২০০৫ সালের পর থেকে নিয়োগ হওয়া যে সমস্ত শিক্ষক রা প্রশিক্ষন হীন ছিল, তাদের দূর শিক্ষার মাধ্যমে NCTE নিয়ামানুযায়ী প্রশিক্ষনের ব্যবস্থা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু NCTE নিয়ামানুযায়ী ৩১ মার্চ প্রশিক্ষনের সময়সীমা শেষ হচ্ছে ফলে, পর্ষদ নোটিস দিয়েছে, প্রশিক্ষনহীন কর্মরত শিক্ষক - শিক্ষিকা দের প্রশিক্ষনের সমসীমা শেষ হল। প্রসঙ্গত, গত কয়েকবছর ধরে, ধাপে ধাপে এই প্রশিক্ষন চলছে। কিন্তু এখনও অনের প্রাথমিক স্কুলের শিক্ষক রা প্রশিক্ষন নিতে পারেন নি। এর মধ্যেই এরকম নোটিসে,

SSC ইস্যুতে জট কাটতে চলেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, সমস্ত রিপোর্ট চাইলেন তিনি

SSC ইস্যুতে জট কাটতে চলেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, সমস্ত রিপোর্ট চাইলেন তিনি Today Bengali News : অবশেষে ২৬ দিনের মাথায় SSC বিষয়ে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তিনি আজ শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়ক সমস্ত রিপোর্ট জানতে চেয়েছেন। এবং তার দপ্তরে সে গুলি যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিতে বলেছেন। ইতি মধ্যে স্কুল শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিক রা বৈঠকে বসেছেন। এবং এই SSC অনশন প্রসঙ্গে তাদের কি বক্তব্য সেটিও রিপোর্টে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত,  SSC চাকরীর দাবিতে টানা ২৬ দিন ধরে অনশন করে চলেছে প্রার্থীরা।  এর মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অবশেষে আজ মুখ্যমন্ত্রী তথা, মুখ্যমন্ত্রীর দপ্তর রিপোর্ট চেয়েছে শিক্ষা দপ্তরের কাছে। এই খবর অনশন কারীদের খুশির খবর একটা। কারন মুখ্যমন্ত্রী রাজ্যের অবিভাবক। এই খবর শোনার পর, অনশনকারী দের পক্ষ থেকে ইনশান আলী বলেন, ' তিনিই আমাদের অবিভাবক, তিনিই দেখবেন আমাদের। যত তাড়াতাড়ি সম্ভব বিষয় টি মেটালে খুশি হব।'

SSC ইস্যুতে ' রাজ্যের ভূমিকা নিষ্ঠুর ও বেদনাদায়ক ' বললেন সৌমিত্র চট্টোপাধ্যায়

SSC ইস্যুতে ' রাজ্যের ভূমিকা নিষ্ঠুর ও বেদনাদায়ক ' বললেন সৌমিত্র চট্টোপাধ্যায় Today Bengali News : আজ ২৫ দিন পড়ল অনশনের।  পুলিশ,  সেনা বাহিনীর আইনি হুমকি কে উপেক্ষা করে অনশন চালিয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা। এবার SSC ইস্যুতে পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।  তিনি এদিন বলেন,  চাকরী প্রার্থীদের প্রতি রাজ্য সরকারের মনোভাব নির্দয় ও বেদনা দায়ক। অনশনরত পরীক্ষার্থীদের প্রতি রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। তিনি সরকারের প্রতি ক্ষোভপ্রকাশ করে অনুরোধ করেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধান করা হোক। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়ও পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তি রা। মন্দাক্রান্তা সেন, কবি শঙ্খ ঘোষ প্রমুখ ব্যক্তিত্ব। এছাড়া শনিবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির গ্রাজুয়েট শিক্ষক দের বৃহত্তর অ্যাশোসিয়েসান অনশন কারী পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান। আগের দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ৫ সদস্যের কমিটি তৈরী করে ১৫ দিনের মধ্যে সমস্ত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। এবং এবার থেকে প্রতি বছর SSC নি

এই নিয়োগের আবেদনের আর এক দিন আছে, মাধ্যমিক পাশেরা আবেদন করুন এখুনি

এই নিয়োগের আবেদনের আর এক দিন  আছে, মাধ্যমিক পাশেরা আবেদন করুন এখুনি  Today Bengali News :   আর মাত্র এক দিন বাকি আছে অনলাইন আবেদনের।   তার আগে যারা এখনও পিএসসি ক্লার্কশিপ নিয়োগের অনলাইন আবেদন করেন নি, তারা এখুনি আবেদন করুন। ২৫ মার্চ অর্থাৎ আগামীকাল রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন চলবে ২৬ শে মার্চ অবধি। মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা এর আবেদন করতে পারবেন। এবং আপনার কম্পিউটার নলেজ ও টাইপিং নলেজ থাকতে হবে। মিনিটে ২০ টি ইংরাজী শব্দ এবং বাংলায় মিনিটে ১০ শব্দ লেখার স্পিড থাকতে হবে। আবেদন ফী আছে ১১০/- টাকা ( সাথে ব্যাঙ্ক চার্জ)।  এসসি / এসটি দের ফী লাগবে না। এই নিয়োগের পরীক্ষা হবে দুটি ধাপে। পার্ট ১ পরীক্ষা হবে ১০০ নম্বরের অবজেক্টটিভ টাইপের। সময় ৯০ মিনিট। এই পারীক্ষায় থাকবে - জেনারেল নলেজ - ৪০ নম্বর। ইংরাজী - ৩০ নম্বর। গনিত - ৩০ নম্বর। পার্ট ২ পরীক্ষা হবে ডেস্ক্রাইব টাইপ। ইংরাজী বিষয় ও বাংলা বিষয় থেকে প্রশ্ন থাকবে। ইংরাজী বিষয় থেকে রিপোর্ট, সামারি/প্রেসি,  ট্রান্সলেসান থাকবে। এবং বাংলা বিষয় থেকে উপরের ইরাজী বিষয়ের মত একই বিষয় থাকবে। মাধ্যমিক মানের প্

SSC শিক্ষক নিয়োগে একাধিক পরিবর্তন হতে পারে, ইঙ্গিত শিক্ষা দপ্তরের

SSC শিক্ষক নিয়োগে একাধিক পরিবর্তন হতে পারে, ইঙ্গিত শিক্ষা দপ্তরের Today Bengali News :  প্রার্থীদের টানা ২৩ দিনের ধর্নায় নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর। তাই তারা চাইছে, School Service Commission শিক্ষক নিয়োগের সরলীকরন করতে। এবং প্রতিবছর যাতে এই পরীক্ষা নেওয়া যায় তার ব্যবস্থা করতে। শিক্ষা দপ্তরের অফিসার দের সাথে এদিন বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়।  সূত্রে বলা হয়েছে, পরীক্ষা যাতে প্রতি বছর করা যায়, সে বিষয়ে আইনজ্ঞের পরামর্শ নেবে শিক্ষা দপ্তর। এছাড়ও তিনি বলেন, চাকরি প্রার্থীদের দাবি খতিয়ে দেখার জন্যে পাঁচ সদস্যের একটি কমিটি গড়া হবে। প্রসঙ্গত তৃনমূল সরকার আসার পর থেকে SSC পরীক্ষা হয়েছে মাত্র দু'বার। এবং কোর্টে বার বার কেস হওয়ায়, তার ফল প্রকাশ হতেও অনেক দেরী হয়েছে। এখনও পর্যন্ত আপার প্রাইমারীর নিয়োগ হয়নি। এরফলে স্কুলে শূন্যপদ বেড়ে যাচ্ছে এবং পঠন পাঠনের অসুবিধা তৈরী হচ্ছে। তাই শিক্ষা দপ্তর চাইছে, যত শূন্য পদ প্রতি বছরে তৈরী হবে, তার পরীক্ষা নেওয়ার। এবং এই SSC শিক্ষক নিয়োগের যে প্রসেস সেটিকে সরলীকরন করতে। অর্থাৎ একজন প্রার্থীকে চাকরী পেতে যতগুলি ধাপ পেরোতে হয়, সেই ধাপ কমিয়ে আনতে। এ

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস Today Bengali News :  'স্টেশন মাস্টার' শব্দটি শুনলেই একটি সাদা পোষাকের মানুষ আর প্লাটফর্মের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ছাত্র- ছাত্রী রা অনেক দিন থেকেই অপেক্ষা করে আছে, কবে স্টেশন মাস্টার পদের ভ্যাকান্সি বের হবে! NTPC 2019 নিয়োগের মাধ্যমে স্টেশন মাস্টার পোস্টে অনেক শূন্যপদে নিয়োগ হবে। এবার জেনে নেই, এই স্টেশন মাস্টার পদের কাজ কি, স্যালারি, প্রমোশন, কাজের সময়, ছুটি কেমন পাওয়া যায়, সব কিছু ডিটেইলস। আগে পোস্ট টি ছিল ASM অর্থাৎ অ্যাসিস্টান্ট স্টেশন মাস্টার। এবছর, রেল বোর্ড সেটি পরিবর্তন করে SM. অর্থাৎ স্টেশন মাস্টার করে দিয়েছে। এক লাইনে যদি স্টেশন মাস্টারের দায়িত্ব  বলতে হয়,  তাহলে কোনো একটি নির্দিষ্ট স্টেশনের সমস্ত দায়িত্ব তার কাঁধে থাকে। প্লার্টফর্মের ট্রেন পাসিং, সিগন্যালিং  তার মূল দায়িত্ব হলেও, যাত্রীদের সুরক্ষা, কোনো ঝামেলা হলে স্টেশনে, অসুস্থতা বিষয়ক সমস্যা, আরও স্টেশনের অনান্য যাবতীয় বিষয়ের সমস্ত বিষয়ের জন্যে তাকে জবাবদিহি দিতে হয়।  অনেক ছোটো স্টেশন আছে, সেখানে স্টেশন মাস্টার কে মাঝে মাঝে, পা

হোয়াটসঅ্যাপের দারুন একটি ফিচার যুক্ত হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে, দেখে নিন

হোয়াটসঅ্যাপের দারুন একটি ফিচার যুক্ত হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে, দেখে নিন Today Bengali News :  নতুন নতুন ফিচারের জন্যে,  সমস্ত মেসেজিং অ্যাপ কে পিছনে ফেলে ইউজার দের কাছে দারুন ভাবে জনপ্রিয়তা পেয়েছে হোয়াটসঅ্যাপ [Whatsapp]। এবার হোয়াটসঅ্যাপের কিছু জনপ্রিয় ফিচার যুক্ত হতে চলেছে ফেসবুক ম্যাসেঞ্জারে। কিছু দিন আগে মেসেঞ্জারে যুক্ত হয়েছিল, ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার ফিচার। যেটি আগে মেসেঞ্জারে ছিল না। আবার এই নতুন আপডেটে মেসেঞ্জারে যুক্ত হল হোয়াটসঅ্যাপের দারুন একটি ফিচার।  ' কোট এবং রিপ্লাই' ফিচার।  এটি আবার কি? আপনি হোয়াটসঅ্যাপে দেখে থাকবেন, আপনার বন্ধুর পাঠানো কোনো একটি নির্দিষ্ট মেসেজের রিপ্লাই আপনি দিতে পারেন। এর ফলে সে বুঝতে পারে, যে তার এই বক্তব্যের জন্যে এই রিপ্লাই' এসেছে। এই সুবিধা মেসেঞ্জারে পাওয়া যেত না এতদিন। দুই ইউজার এত তাড়াতাড়ি রিপ্লাই করত, তার জন্যে বোঝায় যেত না, কোনো মেসেজের কি রিপ্লাই আসছে। ফলে কাপলদের মধ্যে ঝামেলার শেষ ছিল না!  এবার থেকে হোয়াটসঅ্যাপ এর এই দুর্দান্ত ফিচার টি মেসেঞ্জারে পাবেন। কোনো নির্দিষ্টি মেসেজ কে সিলেক্ট করে, তার রিপ্লাই দিতে পারব

এবার গুগল পে দিয়ে ট্রেনের টিকিট বুক করতে পারবেন, কিভাবে করবেন?

এবার গুগল পে দিয়ে ট্রেনের টিকিট বুক করতে পারবেন, কিভাবে করবেন? Today Bengali News : গুগল পে ( Google Pay)  এনে দিল নতুন সুবিধা। যারা মোবাইল ওয়ালেট হিসেবে Google Pay ব্যবহার করেন, তারা এবার থেকে ট্রেনের টিকিট ও কাটতে পারবেন। Google Pay হল UPI বেসড পেমেন্ট সার্ভিস। এই সুবিধা আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস সব গ্রাহক রাই পাবেন। Google Pay হোম স্ক্রিনে 'Trains' ট্যাবে ক্লিক করে আপনি যেকোনো এক্সপ্রেস বা মেল ট্রেনের টিকিট কাটতে পারবেন। কিভাবে টিকিট কাটবেন?  ১। প্রথমে গুগল পে ওপেন করে 'Trains' সিলেক্ট করুন। ২। 'New Ticket' অপসান টি বাছুন। ৩। কোথা থেকে কোথায় যাবেন এবং, কত তারিখে যাবেন সেটি বসিয়ে  সার্চ করুন। আপনার লিস্ট দেখিয়ে দেবে। ৪। যে ট্রেন বুক করবেন তার 'Check Ability' অপসান প্রেস করে দেখে নিন। ৫। কোন ক্লাসের টিকিট নেবেন সেটি সিলেক্ট করুন। ৬। তারপর সব তথ্য একবার সঠিক বসিয়েছেন কিনা, সেটি দেখে নিয়ে 'OK ' বাটন প্রেস করুন। ৭। এবার আপনাকে IRCTC ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। আপনার যদি IRCTC তে অ্যাকাউন্ট না করা থাকে, তাহলে নতুন করে সাইন আপ

রাজ্য বিদ্যুৎ দপ্তরে চাকরীর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করুন

রাজ্য বিদ্যুৎ দপ্তরে চাকরীর বিজ্ঞপ্তি,  অনলাইনে আবেদন করুন Today Bengali News : রাজ্য বিদ্যুৎ দপ্তর [ West Bengal Electricity] টেকনিসিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের  জন্যে বিজ্ঞপ্তি বের করল। মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেনসন / ইলেক্ট্রোনিক্স পোস্টে নিয়োগ হবে। মোট শূন্যপদ - ৬০ টি। যোগ্যতা -  মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেনসন / ইলেক্ট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং যদি ঐ বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকে, তবে ডিপ্লোমা পদ গুলির জন্যে আবেদন করতে পারবেন। বয়সসীমা - ০১/০৩/২০১৯ তারিখ হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে ডিপ্লোমাদের ক্ষেত্রে। এবং গ্রাজ্যুয়েট দের বেলায় ১৮ থেকে ২৫ বছর। ইঞ্জিনিয়ারিং এ পাওয়া নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ তে ডাকা হবে প্রার্থীদের। তারপর হবে মেডিকেল পরীক্ষা। প্রার্থীদের অনলাইনে বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ ০১/০৪/২০১৯ পর্যন্ত। অফিসিয়াল নোটিস ডাউনলোড :  ক্লিক করুন অনলাইনে আবেদন করুন :  https://www.wbpdcl.co.in/tender-app/Appr

লন্ডনে গ্রেফতার হলেন নীরব মোদী, বেল মিলল না - জেলে থাকার নির্দেশ

লন্ডনে গ্রেফতার হলেন নীরব মোদী, বেল মিলল না - জেলে থাকার নির্দেশ Today Bengali News : যেমন কথা, তেমন কাজ! এক দিনের মধ্যে লন্ডন পুলিশ গ্রেপ্তার করল নীরব মোদীকে । তাকে ওয়েস্ট মিনিস্টার কোর্টে আজ পেশ করা হয়। 'বেল' পাওয়ার জন্যে আবেদন করেন নীরব মোদী। কিন্তু বেল খারিজ করে দেয় লন্ডন ওয়েস্ট মিনিস্টার কোর্ট। এবং পরবর্তী শুনানি হবে ২৯ শে মার্চ। আর এই তারিখ পর্যন্ত তাকে লন্ডন পুলিশ হেফাজতে রাখা হবে। প্রসঙ্গত, নীরব মোদী গত বছর পাঞ্জাব ন্যাশেন্যাল ব্যাঙ্ক থেকে ১৩০০০ কোটি টাকা নিয়ে লন্ডনে পালিয়ে যায়। তারপর সেখানে হীরের ব্যাবসা শুরু করে। গত সপ্তাহেন নীরব মোদী কে লন্ডনের রাস্তায় দেখা যায় হাসি মুখে। এর পরেই ভারতের আলোচনায়, নড়ে চড়ে বসে ব্রিটেন সরকার। লন্ডন আদালত তাড়াতাড়ি নির্দেশ দেয় তাকে গ্রেপ্তারের। অবশেষে আজ গ্রেপ্তার হয় নীরব মোদী। প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন  -  https://fb.com/tbnewsupdate শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে। আরও পড়ুন   :   এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম আরও পড়ুন   :   শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ

আজ গুগল খুলে দেখুন ফুলের ছবি, কি সেলিব্রেট করছে গুগল? জেনে নিন

আজ গুগল খুলে দেখুন ফুলের ছবি, কি সেলিব্রেট করছে গুগল? জেনে নিন Today Bengali News : চলো হারিয়ে যাই লাল পলাশের বনে। আগুন রাঙা পলাশ পথ বেয়ে হেঁটে যাব তুমি আর আমি। দুপাশে লাল শিমুলের আদরের আহ্বান। হলুদ বিকেল এসে ঘিরে ধরে আমাদের। ঔই পলাশ রাঙা সূর্য টি মাঠের ওপারে অস্ত যায়। একটি কোকিল ডেকে ওঠে- জানিয়ে দেয় বসন্ত এসে গেছে। আর এই বসন্তের আগমনী বার্তা কে সেলিব্রেট করছে গুগল। আজ গুগল খুললেই তার হোম পেজে দেখতে পাবেন পৃথিবী পৃষ্টের উপর এই ফুলের অ্যানিমেটেড চিত্র। এটি হল স্প্রিং ইক্যুইনক্স ( Spring Equinox Doodle) বা মহাবিষুব।  বসন্তের প্রথম দিন কে স্প্রিং ইক্যুইনক্স বলে ডাকা হয়। এ'দিন পৃথিবীর দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। ইক্যুইনক্স ( Equinox Google Doodle 2019) শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। 'ইক্যুই' অর্থাৎ সমান এবং 'নক্স' অর্থাৎ রাত্রি।  ঋতু পরিবর্তনের চিহ্ন হিসেবে এই শব্দটি ব্যবহার করা হয়। বছরে ২ টি দিন পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয়। একটি হল ২০ শে মার্চ যেদি মহাবিষুব নামে পরিচিত। এবং আরেকটি ২৩ শে সেপ্টেম্বর যেটি জল বিষুব নামে পরিচিত। প্রতিদিন নিউজ এলার্ট পেতে

এই ভুল গুলো গুলো করলে, আপনি রেল গ্রুপ ডি পরীক্ষার টাকা ফেরত পাবেন না

  এই ভুল গুলো গুলো করলে, আপনি রেল গ্রুপ ডি পরীক্ষার টাকা ফেরত পাবেন না Today Bengali News :  রেলওয়ে গ্রুপ ডি ( Railway Group D 2018)  ২০১৮ সালে যে পরীক্ষা হয়েছিল,  তার পরীক্ষা ফী ফেরত দেওয়ার প্রসেস খুব তাড়াতাড়ি শুরু হবে। এ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। সেখানে বলা হয়েছে আপনার আবার ব্যাঙ্ক ডিটেইলস সঠিক করে দেওয়া যাবে।  ব্যাঙ্ক অ্যকাউন্ট আপডেট করার লিঙ্ক প্রকাশ হবে ২২/০৩/২০১৯ থেকে ২৮/০৩/২০১৯ এর মধ্যে। এর ভেতর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে হবে। পরীক্ষার ফী ফেরত পেতে গেলে এই ভুল গুলো থেকে সাবধান : ১। ভুল অ্যাকাউন্ট নাম্বার দেবেন না। ২। ভুল IFSC কোড দেবেন না। সঠিক IFSC কোড টি লিখবেন। ৩। ব্যাঙ্কের নাম ও ব্রাঞ্চের নাম সঠিক লিখবেন। ৪। কাস্টোমার আইডি সঠিক ভাবে দেবেন। ৫। সমস্ত ডিটেইলস ব্যাঙ্কের সঠিক ভাবে সাবমিট করতে হবে। মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আর কিন্তু সেটা ঠিক করা যাবে না। তাই প্রার্থীদের বলব, অবশ্যই সঠিক ভাবে সমস্ত তথ্য ইনপুট করবেন। আপনার ভুলের জন্যে যদি টাকা না ফেরত যায় আপনার ব্যাঙ্কে, তার জন্যে কিন্তু RRB দায়ী থাকবে না। অফিসিয়াল ন

গনিতের অধ্যাপক হয়ে ক্লাসে শেখাচ্ছেন ভালোবাসার ফর্মুলা- বরখাস্ত অধ্যাপক

গনিতের অধ্যাপক হয়ে ক্লাসে শেখাচ্ছেন ভালোবাসার ফর্মুলা- বরখাস্ত অধ্যাপক Today Bengali News : পড়াতে এসেছিলেন গনিত, কিন্তু গনিত পালটে হয়ে গেল 'প্রেমের ফর্মুলা'।  ঘটনাটি ঘটল, হরিয়ানার কারনালের একটি মহিলা কলেজে। তিনি ক্লাসে এসে গনিত শেখানোর পরিবর্তে  ছাত্রীদের প্রেমের ফর্মুলা শেখাচ্ছিলেন। তিনি শেখাচ্ছিলেন ' ঘনিষ্টতা - আকর্ষন ' = বন্ধুত্ব,  আবার, 'ঘনিষ্টতা + আকর্ষন ' = প্রেম এবং  আকর্ষন - ঘনিষ্টতা = ক্রাশ। শুধু তাই নয়, তিনি এটিও বোঝাচ্ছিলেন স্বামী - স্ত্রীর মধ্যে আস্তে আস্তে শারিরীক সম্পর্ক কমে গিয়ে, সেটা বন্ধুত্বে পরিনত হয়। আর এখানেই ঘটল বিপত্তি। ক্লাসের এক ছাত্রী পুরোটাই ভিডিও করে পাঠিয়ে দিলেন কলেজের প্রিন্সিপলের কাছে। এবং পর মুহুর্তেই ভিডিও টি সোশাল মিডিয়াতে আপলোড করতেই ভাইরাল হয়ে যায়। চরন সিংহ নামের ওই অধ্যাপক লিখিত ভাবে ছাত্রীদের কাছে ক্ষমা চাইলেও কলেজ কতৃপক্ষ তাকে বরখাস্ত করে। প্রসঙ্গত গনিতের ঐ অধ্যাপক ৬ মাসের জন্যে ঐ মহিলা কলেজে ডেপুটেশনে পড়াতে এসেছিলেন। ভিডিও টি দেখুন :

IPL 2019 এর সম্পুর্ন ম্যাচ তালিকা, সময় দেখে নিন - Today Bengali News

IPL 2019 এর সম্পুর্ন ম্যাচ তালিকা,  সময় দেখে নিন - Today Bengali News Today Bengali News : আপনি কি IPL 2019 এর সমস্ত ম্যাচ সিডিউল খুঁজছেন? তাহলে এই পোস্ট টি আপনার জন্য। আইপিএল ফ্যানদের জন্যে খুশির খবর।  আজ IPL 2019 এর সম্পুর্ন ম্যাচ তালিকা প্রকাশ করল BCCI. ম্যাচ শুরু হচ্ছে ২৩ শে মার্চ ২০১৯, ( শনিবার) রাত ৮ থেকে। প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাই বনাম বেঙ্গালুরু।এবং দ্বিতীয় ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজারস হায়দ্রাবাদ। Today Bengali News আপনাদের কে দিচ্ছে IPL 2019 এর সম্পুর্ন ম্যাচ সিডিউল। ম্যাচতালিকা লিস্ট নীচের লিঙ্কে দেওয়া হল। নীচের লিঙ্কে ক্লিক করে ফোনে ডাউনলোড করে নিন। IPL 2019 সিডিউল ডাউনলোড ক্লিক করুন।   প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে। আরও পড়ুন   :  এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম আরও পড়ুন   :  শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ

প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা রমেন রায় চৌধূরী

প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা রমেন রায় চৌধূরী টু'ডে বেঙ্গলি নিউজ : ক্যান্সারের কাছে হার মেনে,  শেষ পর্যন্ত চলে গেলেন টলিউডের জনপ্রিয় এক অভিনেতা রমেন রায় চৌধূরী। ৭৫ বছরের এই অভিনেতা বেশ কিছু সময় ধরে ক্যানসার রোগে ভুগছিলেন। শেষ পর্যন্ত গত মঙ্গল বার ভোর রাতে নিজের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ক্যানসার ছাড়া তার কিডনির সমস্যাও ছিল। তার মৃত্যুতে টলিউড শোকস্তব্দ। অনেক বড় বড় টলিউডের পরিচালকের সাথে কাজ করেছেন তিনি। এছাড়া সর্বদা নাটকে অভিনয় করতে ভালোবাসতেন। টেলিভিশনের ছোট পর্দায় ও ছিলেন সমান ভাবে জনপ্রিয়। প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে। আরও পড়ুন   :  এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম আরও পড়ুন   :  শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ

পাক আকাশে বন্ধ ভারতের বিমান, ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া

পাক আকাশে বন্ধ ভারতের বিমান, ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া টু'ডে বেঙ্গলি নিউজ : বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের আকাশ দিয়ে ভারতের বিমান যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। আর তার ফলেই এয়ার ইন্ডিয়ার দূরগামী বিমান গুলি ক্ষতির সম্মুখে পড়েছে, বিশেষ করে যে গুলো পশ্চিমা দেশ নিউইয়র্ক, চিকাগো, ওয়াশিংটন যাওয়ার জন্যে দূরগামী বিমান। পাক আকাশের ভারতের বিমান বন্ধ হওয়ার ফলে, এয়ার ইন্ডিয়ার বিমান গুলো কে এখন গুজরাটের আকাশ দিয়ে বেরিয়ে, আরব সাগরের উপর দিয়ে ঘুরে পশ্চিমা দেশ গুলিতে যেতে হচ্ছে।এতটা পথ যেতে মাঝে একজায়গায় স্টপজের প্রয়োজন হয়। জ্বালানি পরিবর্তনের জন্যে। এর ফলে ভিয়েনা তে নেমে জ্বালানি পালটাতে হচ্ছে। এবং প্রতিবারের জন্যে তার খরচ হচ্ছে ৫০ লক্ষ টাকা। এ'পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমান ৬০ কোটি টাকা। প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে। আরও পড়ুন   :  ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর আরও পড়ুন   :  'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী আর

Breaking News - নীরব মোদীকে গ্রেপ্তারের নির্দেশ দিল লন্ডন

Breaking News - নীরব মোদীকে গ্রেপ্তারের নির্দেশ দিল লন্ডন টু'ডে বেঙ্গলি নিউজ : সম্প্রতি দামি পোষাকে লন্ডনের রাস্তায় দেখা গিয়েছিল নীর মোদি কে। অবশেষে নীরব মোদীকে গ্রেপ্তারের নির্দেশ দিল লন্ডন আদালত। সূত্রের খবর  তার নামে অ্যারেন্ট ওয়ারেন্ট বের করে লন্ডন আদালত। সূত্রে বলা হয়েছে, নীরব মোদী সহ আরও ৪৮ জন কয়েক দিনের মধ্যে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে। গ্রেফতার করে তাকে ওয়েস্টমিনিস্টার কোর্টে তোলা হতে পারে।  প্রসঙ্গত,  নীরব মোদী এবং কাকা ১৩০০০ কোটি টাকা ব্যাঙ্ক স্ক্যাম করে ইংল্যান্ডে পালিয়ে যায়। তারপর অনেক চেষ্টা করেও তাকে দেশে ফেরানো যাইনি। কিছুদিন আগে লন্ডনের রাস্তায় তাকে দামী শুট- বুট পরে ঘুরতে দেখা যায়। সেই ঘটনা নজরে আসতে নড়ে চড়ে বসে ভারতের হাই কমিশন। অত:পর লন্ডন থেকে ইতিবাচক সংবাদ আসে আজই। তার নামে গ্রেফতারি পরোয়না জারি করেছে ব্রিটিশ সরকার। প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে। আরও পড়ুন   :  ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর আরও পড়ুন   :  'ক্ষমতায় এলে মহিলাদে

অনশনরত SSC চাকরী প্রার্থীদের পাশে এবার কবি শঙ্খ ঘোষ, বিশিষ্টরা

অনশনরত SSC চাকরী প্রার্থীদের পাশে এবার কবি শঙ্খ ঘোষ, বিশিষ্টরা  টু'ডে বেঙ্গলি নিউজ : গত ১৮ দিন ধরে রোদ-বৃষ্টিতে ভিজে অনশন করে যাচ্ছেন, SSC প্রার্থীরা। তাদের দাবি 'শূন্যপদ আপডেট' না করার কারনে, তাদের চাকরী হচ্ছে না। এবার অনশনকারী প্রার্থীদের পাশে দাঁড়ালেন শঙ্খ ঘোষ, মিরাতুন নাহার প্রমুখরা। অনশনকারী দের তরফ থেকে কবি শঙ্খ ঘোষের সাথে দেখা করা হয়। তিনি তাদের কথা শুনে কেঁদে ফেলেন। তিনি আশ্বাস দেন, তাদের কথা সরকারের কাছে তুলে ধরবেন।SSC যুব ছাত্র অধিকার মঞ্চের প্যাডে লিখেছেন, 'রোদ ঝড় বৃষ্টিতে জনা পঞ্চাশেক ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। শহরের কেন্দ্রস্থলে সবারই চোখের সামনে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, তার জন্যে রাজ্য বাসী হিসেবে লজ্জা হওয়া উচিত।' আরেকটি খোলা চিঠিতে মীরাতুন নাহার জানান, চাকরী প্রার্থীদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রায় ৪০০ জন প্রার্থীরা অনশন করছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, কাউন্সিলিং চলছে। ধাপে ধাপে সবটাই হবে। এবং এটিও বলেছেন ওয়েটিং লিস্টে থাকা সবাই চাকরী নাও পেতে পারে। প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate শ

ক্রাইস্টচার্চ মৃতদের শ্রদ্ধা জানাতে 'হাকা' ড্যান্স করল নিউজিল্যান্ড বাসীরা (ভিডিও)

ক্রাইস্টচার্চ মৃতদের শ্রদ্ধা জানাতে 'হাকা' ড্যান্স করল নিউজিল্যান্ড বাসীরা (ভিডিও) টু'ডে বেঙ্গলি নিউজ : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাবাদীর হামলায় মৃত দের শ্রদ্ধা জানাল নিউজিল্যান্ড বাসী। নিউজিল্যান্ডের 'মাওরি' উপজাতির জনপ্রিয় ট্রাডিশনাল ডান্স 'হাকা' (Haka) পারফর্ম করল নিউজিল্যান্ডের বাচ্চা থেকে সব বয়েসিরা রাস্তায় রাস্তায় ফুলের মালা রেখে তারা 'হাকা' ড্যান্স পরিবেশন করল সবাই। ইতি মধ্যে সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল। নীচে সেই ভিডিও দেওয়া হল। প্রসঙ্গত ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল। এটি নিউজিল্যান্ডের ইতিহাসে একটি কালোতম দিন। যে দেশে সারা বছরে, ৩৫ টি খুনের ঘটনা ঘটে, সেই দেশে এই বারেই ৪৯ টি খুনে, সারা দেশের মানুষ হতবম্বিত। মৃত দের প্রতি তাই শ্রদ্ধা জানাতে ভোলেনি, নিউজিল্যান্ড বাসী। Incredibly emotional display of the famous #NewZealand Haka performed to honor the victims of the #NewZealandMosqueAttack pic.twitter.com/v66ACLq7Fx — Safwan Choudhry (@SafwanChoudhry) March 17, 2019 A Haka by

প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর সম্পর্কে ৯ টি তথ্য, যা অবাক করবে আপনাকে

প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর সম্পর্কে ৯ টি তথ্য, যা অবাক করবে আপনাকে টু'ডে বেঙ্গলি নিউজ : প্রয়াত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।  গতকাল তার বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৩ বছর। অনেক দিন ধরে তিনি ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে ১৮ ই মার্চ ২০১৯ তারিখে রাস্ট্রীয় শোক দিবস ঘোষনা করা হয়েছে। বিজেপি লিডার মনোহর পারিক্কর ২০১৭ সালের ১৪, মার্চ তিনি শেষ বারের মত গোয়ার মুখ্যমন্ত্রী পদে আসীন হন। এর আগে তিনি ২০০০-২০০২, ২০০২- ২০০৫, এবং ২০১২-২০১৪ এই পদ সামলেছিলেন। এবার জেনে নেই মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু তথ্য - ১। তিনি গোয়ার মাপুসা গ্রামের  সাধরন মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেছিলেন, ১৩ ডিসেম্বর ১৯৫৫ সালে। ২। মনোহর পারিক্কর ভারতের প্রথম মুখ্যমন্ত্রী যিনি  আইআইটি ইঞ্জিনিয়ারিং  পাশ করেছিলেন। ৩। মনোহর পারিক্কর তার রাজনীতি জীবন কলেজ লাইফ থেকে শুরু করেছিলেন RSS দলে যোগদানের মাধ্যমে। এর পর তিনি বিজেপি দলে যোগদান করেন। ১৯৯৪ সালে প্রথম গোয়া থেকে ভোটে লড়েছিলেন। ৫। ২০১৪ সালের পর তিনি মুখ্য মন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা চিন্ময় রায়

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা চিন্ময় রায় টু'ডে বেঙ্গলি নিউজ : প্রয়াত হলেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা চিন্ময় রায়। গতকাল রাত ১০.১৫ মিনিট তার সল্টলেকের শ্রাবনী বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে পরিবার সূত্র। মৃত্যু কালে তার বয়েস হয়েছিল ৭৯ বছর। ১৯৪০ সালে জন্মগ্রহন করেন এই অভিনেতা। বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় তার জন্ম।  বাংলা সিনেমা জগতে ষাটের দশকে অসাধরন কমেডিয়াম অভিনেতা হয়ে ওঠেন তিনি। তপন সিংহ পরিচালিত 'গল্পে হলেও সত্যি' সিনেমায় তার অসাধরন অভিনয় এখনও সমস্ত বাঙালির মনে। এছাড়া তিনি 'বসন্ত বিলাপ',  ধন্যি মেয়ে,  চার মূর্তি, ঠগিনী, ননী গোপালের বিয়ে' -র মত আরও অনেক সিনেমায় অসাধরন প্রতিভার পরিচয় দিয়েছেন। প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে। আরও পড়ুন   :  ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর আরও পড়ুন   :  'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী আরও পড়ুন   :  কোনো ইন্টারভিউ, লিখিত

ভারতের মহাকাশ গভেষনাগারে, রাজ্যের এই দুই খুদে পড়ুয়া

ভারতের মহাকাশ গভেষনাগারে, রাজ্যের এই দুই খুদে পড়ুয়া টু'ডে বেঙ্গলি নিউজ : একজন রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সোহম মন্ডল ও দ্বিতীয় জন সিউড়ি বেনীমাধব ইনস্টিটিউশনের আতেনন্দ্রীয় আচর্য। প্রথম জনের ভাবনা ছিল, আদিবাসী সমাজে নাচ, গানবাজনা ক্লান্তি দূর করার উৎস। আর দ্বিতীয় জন দেখিয়েছে বাড়ি তৈরী করার সময় কিভাবে, পরিবেশ রক্ষা করা যায়। আর এই চিন্তাভাবনার জন্যেই ভারতের মহাকাশ গভেষনার বিজ্ঞানী রা ( ইসরো) দুজন কেই আমন্ত্রন করলেন বেঙ্গালুরুর মহাকাশ গভেষনা কেন্দ্রে। আগামী গরমের ছুটি তে এই নবম শ্রেনীর দু'ই ছাত্র কে আমন্ত্রন জানিয়েছে মহাকাশ গভেষনার বিজ্ঞানী রা। দু'সপ্তাহ দু'জন থাকবেন বিজ্ঞানীদের সাথে এবং তাদের ভাবনা নিয়ে আরও পর্যালোচনা করবেন বিজ্ঞানী রা। আরও পড়ুন   :  ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর ইতিমধ্যেই নবান্ন মারফত সেই আমন্ত্রন পত্র ছাত্র দু'জনের বাড়িতে পৌঁছে দিয়েছে। ছাত্রদের এই আমন্ত্রনে জেলার শিশু বিজ্ঞান কংগ্রেস খুশি,  খুশির হাওয়া দু'জনের স্কুলে। স্কুল কতৃপক্ষ জানিয়েছেন, ইসরোতে তাদের দু'ই কৃতি ছাত্র কে পাঠাতে যাবতীয়

বিজেপি কে থামাতে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা TMC কেই ভোট দিতে চায়

বিজেপি কে থামাতে পশ্চিমবঙ্গে  সংখ্যালঘুরা TMC কেই ভোট দিতে চায় টু'ডে বেঙ্গলি নিউজ : সাম্প্রদায়িক দাঙ্গা নিষিদ্ধ করার ব্যার্থতার অভিযোগ থাকার সত্বেও পশ্চিম বঙ্গের সংখ্যা লঘুরা বিজেপি কে থামাকে তৃনমূল কংগ্রেস কে ভোট দেবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন লোকসভা আসনে সংখ্যা লঘুরা বিশেষ করে মুসলিম না ক্ষমতায় থাকা তৃনমূল কংগ্রেস কেই 'বিশ্বাস যোগ্য' শক্তি বলে মনে করছে, সিপিআইএম ও কংগ্রেস জোটের থেকেও। বঙ্গবন্ধু মৈত্রী যুব ফেডারেশনের সাধরন সম্পাদক মহম্মদ কামারুজ্জামান বলেন, ' রাজ্য সরকার কে বিভিন্ন দাঙ্গা সহ বিভিন্ন বিষয় নিয়ে রাগ করার সত্বেও, সংখ্যা লঘুরা, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৃনমূল কংগ্রেস কে ভোট দেবে। ' আরও পড়ুন   :  দারুন ফিচার আনল ফেসবুক তিনিও আরও বলেন,  ' বাংলায় তৃনমূল কংগ্রেস সবথেকে ক্ষমতাধর শক্তি, যেটি একমাত্র বিজেপির সাথে লড়াই করতে পারে। ' রেড রোডে প্রতিবছর ঈদের সময় নওমাজ পড়া, ইমাম কাজী ফজলুর রহমান বলেন,  ' আমরা সংখ্যালঘুদের প্রতি তাদের নিজ নিজ এলাকায় শক্তিশালী ধর্ম নিরপেক্ষ দলের পক্ষে ভোট দেওয়ার জন্যে আবেদন করব। কেবল মাত্র ধর্ম

পিএসসি এর এই সব চাকরী গুলোর আবেদন চলছে, এখুনি দেখুন

পিএসসি এর এই সব চাকরী গুলোর আবেদন চলছে,  এখুনি দেখুন টু'ডে বেঙ্গলি নিউজ : রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের [ WBPSC]  ৫ টি চাকরীর পরীক্ষার আবেদন চলছে অনলাইনে। এখনও আপনি আবেদন করতে পারবেন। তাই দেরি না করে দেখে নিন কোন কোন চাকরীর অনলাইনে আবেদন চলছে - ১। ICDS সুপারভাইজার : এই পদে শুধু  মহিলা রা আবেদন করতে পারবেন। গ্রাজ্যুয়েট যোগ্যতা থাকতে হবে। আবেদন করতে ক্লিক করুন। অফিসিয়াল নোটিস ক্লিক করুন। ২। অ্যাসিস্টান্ট টুরিস্ট অফিসার যারা ট্যুরিজম ম্যানেজমেন্ট / ট্রাভেল / নিয়ে স্নাতক বা পোস্ট গ্রাজুয়েট করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন। অফিসিয়াল নোটিস ক্লিক করুন। আরও পড়ুন :  এবার ফেসবুকে গেম খেলুন, দারুন ফিচার আনল ফেসবুক ৩। ওয়েস্ট বেঙ্গল জুডিক্যাল সার্ভিস : যারা ল' নিয়ে ডিগ্রি পাশ করেছেন, তারা এই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন। অফিসিয়াল নোটিস ক্লিক করুন। ৪। অ্যাসিস্টান্ট ম্যানেজার,  খাদ্য দপ্তর : মেকানিক্যাল বা, অটোমোবাইল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন। অফিসিয়াল নোটিস ক্

হোয়াটসঅ্যাপে আসছে আবার নতুন ফিচার! এখুনি জেনে নিন

হোয়াটসঅ্যাপে আসছে আবার নতুন ফিচার! এখুনি জেনে নিন টু'ডে বেঙ্গলি নিউজ : হোয়াটসঅ্যাপে আসতে চলেছে, নতুন একটি ফিচার। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করলে, ফোনের ডিফল্ট ব্রাউজারে সেই লিঙ্ক খুলে যেত। এখন থেকে সেটি আর হবে না। এবার থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে, নিজস্ব ব্রাউজার। আরও পড়ুন :  ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর Whatsapp Beta Info ওয়েবসাইটে বলা হয়েছে, মেসেজে কোনো লিঙ্ক থাকলে সেটি এবার থেকে ওপেন হবে হোয়াটসঅ্যাপের নিজস্ব ব্রাউজারে। তবে এই ব্রাউজারের সার্চ হিস্ট্রি Whatsapp বা Facebook সংরক্ষন করে রাখবে না। API এর মাধ্যমে এই ব্রাউজার সুরক্ষিত থাকবে। তবে এখনও পর্যন্ত এই ফিচার হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে পরিক্ষাধীনে আছে। এবং খুব তাড়াতাড়ি সেটি, সমস্ত Whatsapp সার্ভিসের নতুন আপডেটে যুক্ত হয়ে যাবে। এরকম আপডেট প্রতিদিন পেতে ফেসবুকে যুক্ত হন -  https://fb.com/tbnewsupdate বি:দ্র: তথ্যটি ভ নীচের হোয়াটসঅ্যাপে গিয়ে বন্ধুদের শেয়ার করে সচেতন করুন। অনান্য সোশাল টেক নিউজ : আরও পড়ুন :  হোয়াটসঅ্যাপ বাংলা ভাষায় ব্যবহার করবেন

এবার ফেসবুকে গেম খেলুন, দারুন ফিচার আনল ফেসবুক

এবার ফেসবুকে গেম খেলুন, দারুন ফিচার আনল ফেসবুক টু'ডে বেঙ্গলি নিউজ : ফেসবুক [Facebook]অফিসিয়াল ভাবে  যুক্ত হতে চলেছে গেমিং [Gaming] ট্যাব। এবার থেকে ফেসবুকে বন্ধুরা মিলে গেম খেলতে পারবেন। কিছুদিন আগে ফেসবুক ভিডিও ট্যাব যুক্ত করেছে। এবার একই ভাবে গেমিং লাভারদের জন্যে নতুন ফিচার। এক রিপোর্টে বলা হয়েছে, গেমিং ট্যাবে ক্লিক করলে, ফিরে নানা ধরনের গেম পাওয়া যাবে। এই গেম নিজেও খেলা যাবে এবং বন্ধুদের সাথে যুক্ত হয়েও খেলা যাবে। এছাড়া বিশ্বের বড় বড় গেমিং গ্রুপের আপডেট পাওয়া যাবে এই ফিডে। এরকম আপডেট প্রতিদিন পেতে ফেসবুকে যুক্ত হন -  https://fb.com/tbnewsupdate বি:দ্র: তথ্যটি ভ নীচের হোয়াটসঅ্যাপে গিয়ে বন্ধুদের শেয়ার করে সচেতন করুন। অনান্য সোশাল টেক নিউজ : আরও পড়ুন :  হোয়াটসঅ্যাপ বাংলা ভাষায় ব্যবহার করবেন কি করে? আরও পড়ুন :  এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম আরও পড়ুন :  শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ আরও পড়ুন :  সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার

নয় মিনিটে ৬ টি শিশুর জন্ম দিলেন এই মহিলা

নয় মিনিটে ৬ টি শিশুর জন্ম দিলেন এই মহিলা টু'ডে বেঙ্গলি নিউজ : আমারিকার টেক্সাস শহরের উমেন'স হসপিটলে এক মহিলা ৬ টি শিশুর জন্ম দিল ৯ মিনিটের মধ্যে। হলপিটল এর তথ্য অনুযায়ী,  মহিলা প্রথমে ২ সেট যমজ ছেলে প্রসব করে, তারপর ১ সেট যমজ মেয়ে প্রসব করে ৪.৫০ am থেকে ৪.৫৯ am এর মধ্যে লোকাল টাইম অনুযায়ী।  শিশুদের মা থেলমা চাইকা, ভালো আছেন। এবং বাচ্চা গুলি কে হসপিটলের স্পেশাল অ্যাডভান্স কেয়ার ইউনিটে রাখা হয়েছে। থেলমা তার দুই কন্যার নাম রেখেছে, জিনা এবং জুরিয়েল। প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে। আরও পড়ুন   :  ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর আরও পড়ুন   :  'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী আরও পড়ুন   :  কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন

ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর

ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর টু'ডে বেঙ্গলি নিউজ : কার্ড জালিয়াতি রুখতে নয়া সিস্টেম আনল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দেশের প্রায় ১৬,৫০০  SBI এর ATM থেকে ইয়োনো ( Yono) অ্যাপের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। 'কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল' দেশে এই প্রথম বার। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, যেসব ATM এ এই সুবিধা পাওয়া যাবে, সেগুলিকে ইয়োনো ক্যাশ পয়েন্ট বলে চিহ্নিত করা হবে। এই অ্যাপ আপনার ফোনে ইনস্টল করতে হবে, এবং সেখানে একটি ৬ নম্বরের পিন কোড সেট করতে হবে। যখনি আপনি ATM এ টাকা তুলতে যাবেন, এই ৬ সংখ্যার পিন কোড টাইপ করতে হবে। তখন আপনার ব্যাঙ্কে দেওয়া মোবাইল নম্বরে একটি রেফারেন্স কোড আসবে। সেই কোড টি টাইপ করলেই আপনি টাকা তুলতে পারবেন। তবে এই রেফারেন্স কোড পাওয়ার ৩০ মিনিটের মধ্যে আপনার টাকা তুলতে হবে। আরও পড়ুন :  হোয়াটসঅ্যাপে নয়া পদ্ধতিতে টাকা চুরি ! গ্রাহকদের সাবধান করল SBI সূত্রের খবর, কলকাতার পার্কস্ট্রিট এলাকার কিছু SBI এটিএম এ এই সুবিধা পাওয়া যাবে। এবং ধীরে ধীরে সব ATM গুলিকে আপডেট করা হবে।  পরিসংখ্যনের হিসেবে এখনো পর্যন্ত ১৮ মিলিয়র ডাউ

কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন

কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন টু'ডে বেঙ্গলি নিউজ : কোনো লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই সরাসরি নিয়োগ হবে খাদ্য সুরক্ষা দপ্তরে। ফুড সেফটি এবং স্টান্ডার্ড অথরিটি( Food Safety and Standards Authority Of India)  অব ইন্ডিয়া একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বের করেছে। সেখানে বিভিন্ন পদে সরাসরি নিয়োগ হবে। আরও পড়ুন   :  ৪০১৪ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এই  নিয়োগে নতুন রা ও অভিজ্ঞতা সম্পর্ন প্রার্থীরা সবাই আবেদন করতে পারবেন। কোনো যোগ্যতা বলা নেই। সরাসরি নিয়োগ হবে। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বাই, চেন্নাই, গুয়াহাটি তে এই খাদ্য সুরক্ষা দপ্তরে নিয়োগ হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে নিন : ক্লিক করুন অফিসিয়াল সাইট : www.fssai.gov.in শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে। আরও পড়ুন   :  NTPC 2019 এর ফর্ম ফিলআপ করেছেন বা করবেন ? এখুনি এই নতুন নোটিস দেখুন

কবে মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক?

কবে মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক?  Credit : বিবেক ওবেরয়ের টু'ডে বেঙ্গলি নিউজ : লোকসভার ভোটের মধ্যে মুক্তি পাচ্ছে ওমাঙ্গ কুমার পরিচালিত নরেন্দ্র মোদীর বায়োপিক 'পিএম নরেন্দ্র মোদী'। বলিউড ট্রেড অ্যানালিসিস তারন আদর্শ জানিয়েছেন, বায়োপিক টি মুক্তি পাবে ১২ এপ্রিল। ২০১৯। এই নিয়ে তিনি টুইটারে একটি পোস্ট ও করেন। সেখানে লিখেছেন, ' পিএম নরেন্দ্র মোদী মুক্তি পাচ্ছে ১২ এপ্রিল ২০১৯। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। পরিচালনা ওমুঙ্গ কুমার। এবছর জানুয়ারী তে শুটিং শুরু হয়েছিল এবং সিনেমার শুটিং হয়েছে গুজরাট, মহারাস্ট্র, উত্তরাখন্ডে।   ' টুইটারে এই ঘোষনা করতেই বিবেক ওবেরয়ের নাম টুইটার ট্রেন্ড লিস্টে চলে আসে। প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে। আরও পড়ুন   :  ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর আরও পড়ুন   :  'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী

"নরেন্দ্র মোদী মেডিক্যালি ফিট আছে কিনা! তাই হামলা করা " জইশ-ই-মহম্মদ

"নরেন্দ্র মোদী মেডিক্যালি ফিট আছে কিনা! তাই হামলা করা " জইশ-ই-মহম্মদ টু'ডে বেঙ্গলি নিউজ : আজ জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের একটি সাপ্তাহিক মুখপাত্র 'আল কুলাম' এ একটি আর্টিকেল প্রকাশ হয়েছে, সেখানে জইশ-ই-মহম্মদ সংগঠন থেকে বলা হয়েছে, নরেন্দ্র মোদী মেডিক্যালি ফিট আছে,  কিনা সেটি দেখতেই এই হামলা করা হয়েছে। মাসুদ আজাহার, যিনি এই জইশ -ই- মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান, তিনি একটি কলামে লিখেছেন, তার অসুস্থতা সম্পর্কে মিথ্যে খবর ছড়ানো হয়েছে এবং জইশ-ই-মহম্মদ সংগঠনের কিছু সদস্যের মৃত্যুর ভুয়ো সংবাদ ছড়ানো হচ্ছে। 'ভারতের এয়ার স্ট্রাইকে কিছু ঘটেনি। আমরা সবাই বেঁচে আছি এবং ভালো আছি' মাসুদ আজাহার তার কলামে লেখেন। তবে সত্যিই কি, সে ঐ পত্রিকা তে লিখেছে! না, অন্য কেউ লিখেছে, সে বিষয়ে এখনও ধোঁয়াশা আছে। এছাড়া সে আরও লিখেছে , ' আমি সম্পুর্ণ সুস্থ্য। তার কিডনি এবং লিভার স্বাভাবিক। ১৭ বছর  ধরে তিনি কোনোদিন হসপিটলে ছিলেন না এবং তাকে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হয়নি'। সে আরও লিখেছে, জন্মু ও কাশ্মীরে স্বাধীনতার জন্যে এরকম আক্রমন আরও হবে এবং সেটি আরও চারিদিকে বিস্তারিত হব

মৃত্যুর হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম

মৃত্যুর হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম টু'ডে বেঙ্গলি নিউজ : অল্পের জন্যে বন্দুকবাজের গুলি থেকে রক্ষা পেল বাংলাদেশ টিম। আজ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এর মসজিদে ঢুকে বন্দুকবাজ রা গুলি চালায়। সূত্র অনুযায়ী,  ২ জন বন্দুকবাজ মসজিদে ঢুকে ৫০ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে অনেকেই মারা যায় বলে খবর। এরপর তারা বাইরে বেরিয়ে এসে রাস্তায় মুসলিম দের উপর আক্রমন করে।শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশ টিম ম্যানেজারের কথায়, তারা আজ শুক্রবারে ওই বাসে করে বেশীর ভাগ ক্রিকেটার নওমাজ পড়তে যাচ্ছিলেন ওই মসজিদে। মসজিদ থেকে প্রায় ৫০ গজ দুরে তাদের বাস যখন যায়, তখন দেখেন, চারিদিকে মানুষ ছুটোছুটি করছে, রক্ত পড়ে আছে রাস্তায়। তার কথায়, যদি আর ৩-৪ মিনিট আগে ওই মসজিদে ঢুকে যেতেন, তাহলে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। এই ঘটনায় ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচ বাতিল করা হয়েছে। এবং সম্ভবত বাংলাদেশ টিম দেশে ফিরবে। এই ঘটনায় একজন কে গ্রেপ্তার করেছে নিউজিল্যান্ড পুলিশ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, এবং বলেন,  নিউজিল্যান্ডের ইতিহাসে এটি একটি কালো