Skip to main content

Posts

Showing posts from April, 2019

Avengers : Endgame স্পয়লার বলে দেওয়ায়, ব্যক্তিকে হলের বাইরে মারধর

Avengers : Endgame    স্পয়লার বলে দেওয়ায়, ব্যক্তিকে হলের বাইরে মারধর Today Bengali News : গত শুক্রবার মুক্তি পেয়েছে বহুপ্রতীক্ষিত ছবি মার্ভেল স্টুডিওর Avengers : Endgame.  আর মুক্তি পেতেই সমস্ত রেকর্ড তছনছ করে দিয়েছে। রিলিজের আগেই ১ মিলিয়নের বেশী অ্যাডভ্যান্স টিকিট ববুকিং করে ভারতেই ইতিহাস তৈরী করেছে Avengers : Endgame। দর্শক দের সাথে সাথে সমালোচক রাও প্রসংশায় ভরিয়ে দিয়েছে।  সিনেমার পরিলাচক থেকে অভিনেতা রা, সোশাল মিডায়াতে ক্যাম্পেন করে মুভির স্পয়লার না দেওয়া অনুরোধ জানিয়েছে। কিন্তু মজার ঘটনা ঘটেছে হংকং এর একটি থিয়েটারে। দ্য ডেউলি মেল'র এর রিপোর্ট অনুসারে হংকং এর একটি থিয়েটারে এক ব্যক্তি সিনেমা দেখে বাইরে এসে স্পয়লার, ক্লাইম্যাক্স বলে দিচ্ছিল। তখন ছবিতে দেখা যায় এক ব্যক্তি তাকে মারধর করছে। টুইটে সেই ছবি প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়।  নীচে সেই ছবি দেওয়া হল।  শেয়ার করুন পোস্ট টি, সিনেমা প্রেমীদের। Man beaten up for revealing Avenger: Endgame spoilers 😂 pic.twitter.com/VElGEPPZ1F — Jαωαdヾ♡ (@JawadOfficial0) April 27, 2019

'একটাও অংকের ক্লাস হয়নি, কি করে পরীক্ষা দেব আমরা?' দাড়িভিট স্কুলে অংক পরীক্ষা বয়কট

'একটাও অংকের ক্লাস হয়নি, কি করে পরীক্ষা দেব আমরা?' দাড়িভিট স্কুলে অংক পরীক্ষা বয়কট Today Bengali News : ছাত্র - পুলিশ সংর্ঘষ, ছাত্র মৃত্যুর পর ও শিক্ষক নিয়োগের কোনো সমাধান হয় নি দাড়িভিট স্কুলে। তাই শিক্ষক নিয়োগের দাবিতে ফের দাড়িভিট স্কুলে নবম শ্রেনীর ছাত্র-ছাত্রী রা অংক পরীক্ষা বয়কট করল। এদিন নবম শ্রেনীর অঙ্ক পরীক্ষা ছিল। ১২৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার শুরুতেই বিক্ষোভ দেখাতে শুরু করে। পরীক্ষা হল থেকে প্রশ্নপত্র ছিঁড়ে বাইরে এসে গেটের কাছে বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, ছাত্র-ছাত্রী দের পরীক্ষার বয়কট করার পরই, শিক্ষাদপ্তর ও প্রশাশন কে জানায় স্কুল কতৃপক্ষ। কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হয় নি। ছাত্র- ছাত্রীদের দাবি, নতুন সেশনের শুরুতে অংক শিক্ষক না থাকার কারনে, তাদের কোনো অংক ক্লাস হয়নি। কিভাবে পরীক্ষা দেবে তারা? স্কুলে ১২০০০ ছাত্র-ছাত্রী অথচ, ১৪ জন স্থায়ী ও ৫ জন প্যারা টিচার। ছাত্র- পুলিশ সংর্ঘষের পর থেকে স্কুলে বিজ্ঞান ও অংকের ক্লাস হয় একটিও হয়নি। স্কুল কতৃপক্ষ, থেকে প্রাক্তন ছাত্র বা আসে পাশের যারা বিজ্ঞান নিয়ে স্নাতক বা কলেছে পড়ছে, তাদের সাহয্য নিতে চাইছে। আরও পড়ুন   :

ভোটের আগেই অনুব্রত কে নজর বন্দি করল নির্বাচন কমিশন

ভোটের আগেই অনুব্রত কে নজর বন্দি করল নির্বাচন কমিশন Today Bengali News : আজ সারা দেশ জুড়ে চতুর্থ দফার লোকসভা ভোট [Lokhshava Vote] শুরু। আমাদের রাজ্যেও বীরভূমের দু'টি কেন্দ্রে ভোট রয়েছে। তার ঠিক আগেই অনুব্রত মন্ডল কে নজরবন্দি করল নির্বাচন কমিশন। তার ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন[Election Commission]। বিতর্কিত নেতা অনুব্রত মন্ডল বার বার তার বিতর্কতি মন্তব্যের দ্বারা শিরোনামে এসেছে। তার নামে নানা সময়ে আপত্তিকর অভিযোহ এসেছে নির্বাচন কমিশনে। গত বিধান সভায় তার উপর নজরদারি রাখলেও তেমন সুবিধে করতে পারেনি কমিশন। কিন্তু এবারে বীরভূমে ভোটের আগে কড়া নজরে রেখেছে তাকে কমিশন। মোবাইল ব্যকহারে নিষেধাজ্ঞাও জারি করেছে। 

রাজ্যের তিনটি বুথে ফের ভোট ২৯ শে এপ্রিল - Today Bengali News

রাজ্যের তিনটি বুথে ফের ভোট ২৯ শে এপ্রিল - Today Bengali News Today Bengali News : বাতিল হল রাজ্যের তিনটি বুথের ভোট এবং ফের ২৯ শে এপ্রিল ভোট নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার রায়গঞ্জের তিনটি বুথের ফের ভোট করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রায়গঞ্জের ইসলামপুর ও গোয়ালপোখরের তিনটি বুথে ২৯ এপ্রিল অর্থাৎ সোমবার ভোট নেওয়া হবে। এর মধ্যে আছে ইসলামপুরের দু'টি বুথ। 

বোর্ড পরীক্ষায় রেজাল্ট ভাল হয়নি, এক সপ্তাহে ১৯ জন পড়ুয়া আত্মঘাতী

বোর্ড পরীক্ষায় রেজাল্ট  ভাল হয়নি, এক সপ্তাহে  ১৯  জন পড়ুয়া আত্মঘাতী Today Bengali News : সবে মাত্র  এক সপ্তাহ হয়েছে, তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট [ Telegana Board Result]  অর্থাৎ আমরা যাকে মাধ্যমিক পরীক্ষা বলি, তার  রেজাল্ট বেরিয়েছে। আর এই এক সপ্তাহের মধ্যে পর পর ১৯ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে। জানাগেছে, কেউ আশানুরুপ ফল করতে পারেনি পরীক্ষায়, বা কেউ ফেল করে আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। এর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে অনেকেই। পড়ুয়াদের এরকম মানসিকতায় ভীত হয়ে পড়েছে তাদের পরিবার এবং তেলেঙ্গনা বোর্ড ও উদ্বিগ্ন। গত ১৮ এপ্রিল তেলেঙ্গানা বোর্ডের ফল প্রকাশ হয়। মানবধিকার কমিশন মনে করছে, খুব তাড়াহুড়ো করে ফল প্রকাশ করেছে বোর্ড, এমনি সঠিক ভাবে খাতার মূল্যায়ন করা হয় নি। তাই অনেকে হতাশা থেকে মৃত্যুর পথ বেছে নিয়েছে। আর যারা মৃত্যুর পথ বেছে নেয় নি, তারা চরম অবসাদে চলে গেছে। আরও পড়ুন   :  জাল মার্কশিট বিক্রি করে ৫০ কোটি সম্পত্তির মালিক, ২০ টি ফ্ল্যাট সহ বিলাসবহুল গাড়ি অন্যদিকে মনে করা হচ্ছে, পড়ুয়া রা বর্তমান সময়ের এই ইঁদুর দৌড়ে, পিছিয়ে পড়ার ফলেই অবসাদে চলে যাচ্ছে। এবং অভিভাবকের সঠিক সহয়তা প

Jio কে টেক্কা দিতে ২৫ গুন বেশী ডেটা দিচ্ছে BSNL, নতুন ধামাকা

  Jio কে টেক্কা দিতে ২৫ গুন বেশী ডেটা দিচ্ছে BSNL, নতুন ধামাকা Today Bengali News : Jio কে টেক্কা দিতে নতুন ধামাকা নিয়ে এর ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এ। আগের প্লান গুলোর থেকে এবার ২৫ গুন বেশি ডেটা দেবে BSNL. BSNL এর ৩৫ টাকা, ও ৫৩ টাকা প্লানে আগে ইউজার রা পেত ২০০ MB ও ২৫০ MB ডেটা। এবার সেগুলো ডেটা ২৫ গুন বেশি পাওয়া যাবে। ৩৫ টাকায় পাওয়া যাবে ৫ জিবি ডেটা এবং তার বৈধতা ৫ দিন। তবে এই প্লানের সাথে কল ও এসএমএস এর সুবিধা পাবেনা। বিভিন্ন সিমের নতুন অফার সংক্রান্ত সমস্ত নিউজ পেতে আমাদের ফেসবুকে যুক্ত হতে  ক্লিক করুন। আর ৫৩ টাকায় পাওয়া যাবে ৮ জিবি ডেটা যার বৈধতা থাকবে ১৪ দিন। এছাড়া Jio এর ৩৯৯/- টাকার প্লান কে টেক্কা দিতে BSNL এনেছে ৩৯৫/- টাকার প্লান। যেখানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন ও আনলিমিটেড ভয়েস কল, SMS পাবেন। এবং  দিল্লি ও মুম্বাই সার্কেল ছাড়া সব জায়গায় রোমিং সুবিধা পাবেন। আর এর ভ্যালিডিটি থাকবে ৭১ দিন। প্রসঙ্গত, Jio এর ৩৯৯/- টাকা প্লানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও ভয়েস কলের সুবিধা পাওয়া যায় যারা বৈধতা ৮৪ দিন। বি:দ্র :   পোস্ট টি শেয়ার করুন বন্ধুদের।

দরকার জীববিজ্ঞান শিক্ষক, সেখানে পাঠালেন ইতিহাস শিক্ষক, সংশোধন SSC এর

দরকার জীববিজ্ঞান শিক্ষক, সেখানে পাঠালেন ইতিহাস শিক্ষক, সংশোধন SSC এর Today Bengali News : গত ২২ শে ও ২৩ শে এপ্রিল, দু'দিনেই প্রায় ৯৫ জন শিক্ষক কে সংশোধিত নিয়োগপত্র দিল স্কুল সার্ভিস কমিশন ( SSC)।  একথা জানিয়েছেন, School Service Commission এর চেয়ারম্যান সৌমিত্র সরকার। সমস্যা টি শুরু হয় দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগের পর।  যে স্কুলে ইতিহাসের শিক্ষক পাঠান, সেখানে গিয়ে দেখেন আসলে জীবন বিজ্ঞানের শূন্যপদ আছে। কোনো স্কুলে নিযুক্ত শিক্ষক যোগ দিতে গিয়ে তার, শূন্যপদে আগে থেকে অন্য প্রার্থী নিয়োগ হয়ে বসে আছে। পরিসংখ্যন বলছে, এরকম প্রার্থীর সংখ্যা ৫০০ এর কাছাকাছি। এর ফলে প্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারও সিনিওরিটি কমে যাচ্ছে, এছাড়া আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ঘটনা সামনে আসার পরেই তড়িঘড়ি হস্তক্ষেপ করতে থাকে School Service Commission. কিন্তু কেন এমন ঘটল?  এখানে একজন দোষ চাপায় অন্যজনের ঘাড়ে। দপ্তর দায়ী করে শূন্যপদের তালিকা পাঠায় ডিআই অফিস, তারাই ভুল তথ্য দিয়েছে। আবার ডিআই অফিস দায়ী করে স্কুল গুলি তাদের কাছে ভুল তথ্য পাঠিয়েছে। কিন্তু স্কুল গুলির দাবি, তারা সঠিক তথ্যই পাঠিয়েছিল ডি

ভারতে TikTok ব্যান হওয়ায়, প্রতিদিন বিপুল ক্ষতি কোম্পানীর, কত জানেন?

ভারতে TikTok ব্যান হওয়ায়, প্রতিদিন বিপুল  ক্ষতি কোম্পানীর,  কত জানেন? Today Bengali News : মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে ভারতে TikTok বন্ধ হওয়ায় প্রতিদিন বিপুল পরিমান ক্ষতির সন্মুখে পড়ল TikTok কোম্পানী Beijing Bytedance Technology Co. কোম্পানী জানিয়েছে, ভারতে TikTok বন্ধ হওয়ায় তাদের প্রতিদিন ৫ লক্ষ মার্কিন ডলার ( প্রায় ৩.৫ কোটি) টাকা ক্ষতি হচ্ছে এবং এই সিদ্ধান্তে গোটা দেশে ২৫০ কর্মচারীর চাকরি হীন হতে চলেছে। বর্তমান সময়ে TikTok এক জনপ্রিয়  শর্ট ভিডিও শেয়ারিং প্লার্টফর্ম।  যেখানে ইউজার রা স্পেশাল এফেক্টস এর মাধ্যমে ভিডিও তৈরী করে।  এবং সেখান থেকে টাকা ও ইনকাম করা যায়। সারা ভারতে ৩০ কোটি TikTok ইউজার এবং সারা বিশ্বে ১০০ কোটি মানুষ TikTok App ডাউনলোড করেছে। গত সপ্তাহে আদালতে নির্দিশে Google তাদের Play Store থেকে এবং Amazon তাদের App Store থেকে TikTok অ্যাপ টি সরিয়ে দেয়। এই ঘটনার পর থেকেই, TikTok এর জনপ্রিয়তা কমতে শুরু করে এবং প্রতিদিন ১০ লাখ ইউজার TikTok ব্যবহার বন্ধ করতে শুরু করেছে। ফলে বিপুল পরিমান ক্ষতির সন্মুখে TikTok ডেভেলপার কোম্পানী। তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে

পরীক্ষায় ভাষা পরিবর্তনের সুযোগ দিল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ( RRB)

পরীক্ষায় ভাষা পরিবর্তনের সুযোগ দিল, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ( RRB) Today Bengali News :   RRB অফিসিয়াল নোটিসের মাধ্যমে জানিয়েছে, যারা CEN 03/2019 বিজ্ঞপ্তি পদের জন্যে অর্থাৎ মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটিগরির বিভিন্ন পোস্টের জন্যে আবেদন করেছিলেন, তারা তাদের পরীক্ষার ভাষা পরিবর্তন করতে পারবে। যারা ফর্ম ফিলাপের সময় তাদের পরীক্ষার ভাষা সিলেক্ট [ Railway Recruitment] করেন নি, বা যারা পরীক্ষার ভাষা পরিবর্তন করতে চান তারা আজ সকাল ১০ টা থেকে  01/05/2019 তারিখের রাত ১২ টার  মধ্যে তাদের পরীক্ষার  ভাষা মোডিফায়েড করতে পারবে। এর পর আর কোনোও সুযোগ দেওয়া হবে না। ভাষা পরিবর্তন করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।  পোস্ট টি আপনার বন্ধুদের সাথে নীচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন। ভাষা পরিবর্তনের লিঙ্ক :  https://kolkata.rrbonlinereg.in/changelanguage.html আরও পড়ুন   :  অষ্টমশ্রেনী ও মাধ্যমিক যোগ্যতায় রাজ্যে নতুন চাকরীর বিজ্ঞপ্তি আরও পড়ুন   :  ১০৭২ শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন আরও পড়ুন   :  ৮৯০৪ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন করুন অনলাইনে আরও পড়ুন   :  মাধ্

এবার মমতার 'বায়োপিকের' ট্রেলার দেখানোর উপর নিষেধাজ্ঞা, কমিশনের

এবার মমতার 'বায়োপিকের' ট্রেলার দেখানোর উপর নিষেধাজ্ঞা, কমিশনের Today Bengali News : 'PM Modi' এর পর এবার  'বাঘিনী',  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের [Mamata Banerjee] জীবন কাহিনীর উপর নির্মিত এই ছবির ট্রেলার প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ছবিটির ট্রেলার রিলেজের সাথে সাথে BJP পার্টির তরফ থেকে বার বার অভিযোগ আসছিল নির্বাচন কমিশনের কাছে। ছবিটির মুক্তি মে মাসের ৩ তারিখে। তার আগে বিভিন্ন সোশাল মিডিয়া সাইট গুলোতে ট্রেলার প্রদর্শনী করা হচ্ছিল। কিন্তু সেগুলি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 'বাঘিনী' ছবিটির মূখ্য ভূমিকায় ছিলেন রুমা চক্রবর্তী। গত ১১ এপ্রিল এই ছবির ট্রলার মুক্তি পেতেই, বিরোধী রা সরব হয়ে ওঠে। কিছুদিন আগেই, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। এবার মমতা ব্যানার্জীর বায়োপিকের উপর ও কোপ পড়ল নির্বাচন কমিশনের। 

অষ্টমশ্রেনী ও মাধ্যমিক যোগ্যতায় রাজ্যে নতুন চাকরীর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু

অষ্টমশ্রেনী ও মাধ্যমিক যোগ্যতায় রাজ্যে নতুন চাকরীর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু Today Bengali News : ডিস্ট্রিক জর্জ কোর্ট [ District Judge Court Job] , দার্জিলিং বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছে। বিজ্ঞপ্তি নং - 103/E.  চাকরী হবে LDC ( লোয়ার ডিভিশন ক্লার্ক),  প্রসেস সার্ভার, নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু পদে। মোট শূন্যপদ - ৫৪ টি।  ( LDC - ৩১ টি, প্রসেস সার্ভার - ৫ টি, গ্রুপ ডি - ১৮ টি) বয়সীমা - ০১/০১/২০১৯ তারিখ অনুসারে ১৮ থেকে ৪০ বছর। এসসি / এসটি ও অনান্যরা নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন। আবেদন ফী - LDC পদের জন্যে ৪০০/- টাকা। এসসি /এসটি দের ২৫০ টাকা। এবং প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদ গুলোর জন্যে ৩০০ টাকা।  এসসি /এসটি দের জন্যে ২০০/- টাকা। আবেদন ফী জমা দিতে পারবেন অনলাইনে, Credit / Debit Card, নেট ব্যাঙ্কিং, UPI পেমেন্ট,  Mobile Wallet এর মাধ্যমে। লেটেস্ট জব এলার্ট সহ দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন  ক্লিক করুন। যোগ্যতা : LDC পদের জন্যে আপনার যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ এবং সাথে কম্পিউটার নলেজ। প্রসেস সার্ভার পদের জন্যে মাধ্যমিক পাশ

জাল মার্কশিট বিক্রি করে ৫০ কোটি সম্পত্তির মালিক, ২০ টি ফ্ল্যাট সহ বিলাসবহুল গাড়ি

জাল মার্কশিট বিক্রি করে ৫০ কোটি সম্পত্তির মালিক, ২০ টি ফ্ল্যাট সহ বিলাসবহুল গাড়ি Lucknow University Today Bengali News :  প্রতিটি জাল মার্কশিট পিছু,  ১ থেকে ৩ লাখ টাকা করে নিতেন। আর তাতেই মাত্র ৮ বছরে ৫০ কোটি টাকার সম্পত্তির মালিক উত্তর প্রদেশের কিরোধান প্রসাদ নামে এক ব্যক্তি। লখনও বিশ্ববিধ্যালয়ের [ Lucknow University ]  জাল সার্টিফেকেট বিক্রি করত সে। তদন্তকারী অফিসার রা, জানায় ঐ ব্যক্তির ৩৭ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬৮ লক্ষ টাকা জমা আছে। ২০ টি ফ্ল্যাট আছে, সারা উত্তরপ্রদেশ জুড়ে। এছাড়া আছে ১২ টি বিলাসবহুল বাড়ি। ২০১২ সালে লখনও এর কল্যানপুরে ছোট্ট একটি বাড়ি ছিল তার। তারপর এক এক করে ২০ টি ফ্ল্যার্ট কেনে। ২০০৩ সালে লখনও বিশ্ববিদ্যালয়ে লোয়ায় ডিভিশন ক্লার্কের চাকরী করত সে। এবং তখনই জাল মার্কশিট দেওয়ার জন্যে ৩ বছরের জেল ও চাকরী চলে যায় তার। এরপর জেল থেকে ফিরে আরও বড় চক্র খুলে বসে সে।  মোটা টাকা নিয়ে জাল মার্কশিট দেওয়ার,  জাল ছড়িয়ে ফেলে উত্তরপ্রদেশে। 

বিজেপি তে আনুষ্টনিক ভাবে যোগ দিলেন অভিনেতা সানি দেওল - Breaking News

বিজেপি তে আনুষ্টনিক ভাবে যোগ দিলেন অভিনেতা সানি দেওল - Breaking News Today Bengali News  Breaking News : কিছু দিন আগের ভারতেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গাম্ভীর যোগ দিয়েছিলেন বিজেপি তে। আর আজ আনুষ্টনিক ভাবে BJP তে যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল। দিল্লিতে কিছুক্ষন আগেই আনুষ্টনিক ভাবে তার গলায় BJP এর উত্তরীয় তুলে দেওয়া হয়। তার এই যোগদানের অনুষ্টানে উপস্থিত ছিলেন বড় বড় বিজেপি নেতা। প্রসঙ্গত,  সানি দেওলের বাবা, অভিনেতা ধর্মেন্দ্র বিজেপির সাংসদ ছিলেন।  তার এই বিজেপি তে যোগ দান কে ' হাতে কাজ নেই, তাই রাজনীতি তে' বলে কটাক্ষ করেছে বিরোধী দলের কর্মীরা। আরও পড়ুন   :  'দিদি, সন্ত্রাসবাদীদের সাথে ইলু ইলু করছেন' তোপ অমিত শাহের

'দিদি, সন্ত্রাসবাদীদের সাথে ইলু ইলু করছেন' তোপ অমিত শাহের- Today Bengali News

'দিদি, সন্ত্রাসবাদীদের সাথে ইলু ইলু করছেন' তোপ অমিত শাহের Today Bengali News : পুলওয়ামার জঙ্গি হামলা কে প্রসঙ্গ করে এদিন শ্যামপুকুরের জনসভা থেকে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের [ Mamata Banerjee] বিরুদ্ধে তোপ দাগলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। পুলওয়মার জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর, ১৩ দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত। কিন্তু এই এয়ার স্ট্রাইক নিয়ে বিরোধী দল গুলি বার বার প্রশ্ন তুলেছে, এবং সঠিক প্রমান চেয়েছে। Today Bengali News এদিন জনসভা থেকে সেই প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, ' আপনারাই বলুন, বালাকোট এয়ার স্ট্রাইক যোগ্য জবাব কিনা! বিজেপি জঙ্গিদের যোগ্য জবাব ই দেয়। আর বিরোধি দল গুলি জঙ্গি দের সাথে আলোচনায় বসতে চায়। আপনাদের দিদি জঙ্গি দের সাথে 'ইলু ইলু' করছেন। " এদিন প্রায় আধ ঘন্টা ধরে তিনি বক্তব্য দেন। তিনি বলেন, একসময় বাংলা সবাই কে দিশা দেখাত, এখন সেই বাংলা মাফিফারাজ ও সিন্ডিকেট রাজে ভরে গেছে। এছাড়া NRC প্রসঙ্গে তিনি বলেন, NRC শুধু বাংলা তে হবে না, সারা দেশে হবে। এবং এটি নিয়ে ভীতির কোনো কারন ও নেই।

দু'হাত নেই, তবুও হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হল ১০ বছরের মেয়ে

দু'হাত নেই, তবুও হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হল ১০ বছরের মেয়ে  Photo Credit: Twitter Today Bengali News : কথায় আছে মনের জেদ থাকলে, প্রতিবন্ধকতাকেও হার মানানো যায়। এর ভুরি ভুরি উদাহরন সারা বিশ্ব জুড়ে আছে। সে ছবি আঁকতেও পারে,  মাটির পুতুল ও তৈরী করতে পারে, দুটি ভাষায় লিখতেও পারে।  আর কব্জি থেকে দুটি হাত না থাকার পরেও, ১০ বছরের মেয়েটি সেগুলি সম্ভব করেছে। USA এর মেরিল্যান্ড ফ্রেডেরিকের সেন্ট জনস রিজিওন্যাল ক্যাথলিক স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী সারা হিনসেলে,  ২০১৯ টানা হাতের লেখা প্রতিযোগিতায় নিকোলাস ম্যাক্সিম পুরস্কার বিজয়ী হল। প্রতি বছর দু'জন ছাত্র-ছাত্রী কে এই পুরস্কার দেওয়া হয়, মূলত টানা হাতের লেখা ও স্ক্রিপ্ট লেখার জন্য। সারা জানিয়েছে, তার এভাবে লিখতে কোনো অসুবিধায় হয় না। বরং তার খুব সহজ মনে হয়। হাত না থাকলেও দু'বাহুর মধ্যে পেনসিল চেপে লিখে যায় সারা। তার নজর থাকে অক্ষরের দিকে ও শব্দের দিকে। " আমি পারব না - এই শব্দটি ওকে বলতে শুনি নি, যা অন্যের কাছে অসম্ভব, অন্য কেউ হয়তো চেষ্টাও করবে না, সেটি ও হাসি মুখে করে দেয়। ওর অভিধানে 'না' শব্দটি নেই।"

IPL এর ফাইনালের মাঠ পরিবর্তন, ১২ মে IPL ফাইনাল হবে কোন স্টেডিয়ামে?

IPL এর ফাইনালের মাঠ পরিবর্তন,  ১২ মে IPL ফাইনাল হবে কোন স্টেডিয়ামে?  Today Bengali News : আজ সোমবার BCCI ঘোষনা করল, IPL এর কোয়ালিফায়ার, এলিমেনেটর, ও ফাইনালের দিন ও ভেন্যু। এবারের IPL এর ফাইনাল হচ্ছে ১২ ই মে ২০১৯ তারিখে, হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশেনাল স্টেডিয়ামে। প্রথমে চেন্নাই এ IPL এর ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের,  I, J ও K স্ট্যান্ড ব্যবহারের অনুমতি পায়নি BCCI. প্রথম কোয়ালিফায়ার হবে ৭ ই মে  চেন্নাইেতে। দ্বিতীয় কোয়ালিফায়ার হায়দ্রাবাদের হওয়ার কথা থাকলেও লোকসভা নির্বাচরের কারনে নিরাপত্তার অভাবে সেখানে হবে না । এলিমেনেশন পর্ব ও  দ্বিতীয় কোয়ালিফায়ার হবে বিশাখাপত্তনমে যথাক্রমে ৮ ই মে ও   ১০ ই মে। 

'চৌকিদার চোর হ্যায়', সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রাহুল গান্ধী - Today Bengali News

'চৌকিদার চোর হ্যায়',  সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রাহুল গান্ধী  - Today Bengali News Today Bengali News : জনসভা থেকে সরাসরি প্রধান মন্ত্রীকে চোর বলে আক্রমন করেছিলেন রাহুল গান্ধী [ Rahul Gandhi]। গত বছর ডিসেম্বরে   'রাফালে' প্রসঙ্গে ' চৌকিদার চোর হ্যায়' বলে আক্রমন করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবং তার পরই সেই কথা, কংগ্রেস সমর্থকদের মুখে মুখে হয়ে যায়। সুপ্রিম কোর্টে, 'রাফালে' কান্ডের রায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়। এবং তার পরই রাহুল গান্ধী বলেন, ' আমি প্রথমেই বলেছিলাম, চৌকিদার চোর হ্যায়, এবার সুপ্রিম কোর্ট ও মেনে নিল চৌকিদার চোর'। এই মন্তব্যর পরই আদালত অবমাননার জন্যে তার বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। সুপ্রিম কোর্ট ও স্পর্ষ্ট জানায়, 'তারা কোথাও চৌকিদার চোর হ্যায় লিখি নি'।  যার ফলেই রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হয় সুপ্রিম কোর্টে। ক্ষমা চেয়ে তিনি বলেন, ' আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।'

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস টু'ডে বেঙ্গলি নিউজ : SSC MTS ( মাল্টি টাস্কিং স্টাফ) নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজই। মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে এই নিয়োগের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই জানতে চান, SSC MTS এর কাজ কী? স্যালারি কত? প্রোমোশন আছে কি নেই! কত সময় ডিউটি করতে হয়? ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। আজ সবকিছু নিন্ম লিখিত পোস্টে আলোচনা করা হল - প্রথমেই বলে রাখি, SSC MTS গ্রুপ ডি লেবেলের চাকরী কিন্তু তার মানে এই নয়, আপনাকে রেলের গ্রুপ ডি দের মত কাজ করতে হবে। এর চাকরীর পোস্টিং যেকোনো স্টেটে  অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে রাজ্যে সিলেক্ট করবেন, সেই রাজ্যেই চাকরী হবে। ট্রান্সফার হলে, ঐ রাজ্যের মধ্যেই কোনো অফিসে ট্রান্সফার করা হয়, অন্য রাজ্যে ট্রান্সফার করে পাঠানো হয় না। SSC MTS চাকরীর নির্দিষ্ট কোনো কাজ নেই। যে ডিপার্টমেন্টে আপনার চাকরী হবে সেখানে আপনার পদ অনুযায়ী যে কাজ থাকবে, সেই কাজই আপনাকে দেওয়া হবে। মূলত যারা কম্পিউটার জানে, তাদের কম্পিউটার রিলেটেড কাজ দেওয়া হয়, আর অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টে

কিভাবে বুঝবেন WhatsApp এ আপনাকে কেউ ব্লক করেছে? ৫ টি উপায়

কিভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ ব্লক করেছে? ৫ টি উপায়  Today Bengali News : আপনার প্রিয় বন্ধু বা, বয়ফ্রেন্ড অথবা, গার্লফ্রেন্ড আপনাকে হোয়াটসঅ্যাপে [ WhatsApp] আপনাকে ব্লক করেছে ?  বুঝতে পারছেন না? আজ ৫ টি উপায় জেনে নিন, তাহলে নিজেই বুঝতে পারবেন, কেউ আপনাকে ব্লক করেছে কিনা! এমনিতেই হোয়াটসঅ্যাপে [ WhatsApp Tricks]  আপনাকে কেউ ব্লক করলে, সেই নোটিফিকেশন আপনাকে দেয় না হোয়াটসঅ্যাপ [ WhatsApp Latest] ।  কিন্তু তার পরেও আপনি বুঝতে পারবেন, যে আপনি ব্লক হয়েছেন কিনা! প্রথম : আপনার মনে হচ্ছে, যে আপনাকে ব্লক করছে, তাকে মেসেজ পাঠিয়ে দেখুন, যদি ডাবল টিক মার্ক আসে, তাহলে বুঝবেন আপনাকে সে ব্লক করে নি। আর যদি সিঙ্গেল টিক মার্ক দেখায় অনেক সময় ধরে,  তাহলে মনে করবেন, আপনাকে ব্লক ও করতে পারে। তবে অনেক সময় নেটওয়ার্কের কারনে মেসেজ ডেলিভারি না হলে, সিঙ্গেল টিক মার্ক হয়ে থাকে। দ্বিতীয়  যদি আপনাকে কেউ ব্লক করে, তাহলে দেখবেন WhatsApp এ তার ডিসপ্লে ছবি, স্টেটাস, তথ্য কিছু আপনি দেখতে পাবেন না। তবে অনেক সময়, এটি প্রাইভেসি সেটিং এ গিয়েও হাইড ( লুকানো) করেও  রাখা যায়। তৃতীয় : আরও একটি জিনিষ

৬৯ পোস্ট ভ্যাকান্সি কমিয়ে দিল NTPC ২০১৯ নিয়োগ থেকে রেলওয়ে বোর্ড

৬৯ পোস্ট ভ্যাকান্সি কমিয়ে দিল NTPC ২০১৯ নিয়োগ থেকে রেলওয়ে বোর্ড টু'ডে বেঙ্গলি নিউজ : NTPC CEN 01/2019 নিয়োগের এলাহাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে, বারানসী ডিভিশনের DLW অথার্ৎ ডিজেল লোকোমটিভ ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে ৬৯ ভ্যাকান্সি  কমিয়ে দিল রেলওয়ে বোর্ড। এক বিজ্ঞপ্তিতে নোটিস দিয়ে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড [ RRB]। প্রসঙ্গত এর আগেও ১২ এপ্রিল এক নোটিসে বারানসী থেকে মিনিস্ট্রিয়াল আইসোলেটেড পদ থেকে ২ টি ভ্যাকান্সি কমিয়ে দেওয়ার অফিসিয়াল নোটিস দিয়েছিল RRB এলাহাবাদ পোস্ট। প্রার্থীদের জানানো হয়েছে, যারা এলাহাবাদ RRB এর ডিজেল লোকোমেটিভ ওয়ার্কসের অধীনে আবেদন করেছিলেন তারা তাদের আবেদন পত্র ৩০ শে এপ্রিলের মধ্যে সংশোধন করতে পারবে।   আরও পড়ুন   :  ১০৭২ শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন আরও পড়ুন   :  ৮৯০৪ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন করুন অনলাইনে আরও পড়ুন   :  মাধ্যমিক পাশে ১০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি আসছে এপ্রিলেই, বয়সসীমা, ডিটেইলস

মাদ্রাসা শিক্ষক নিয়োগের নতুন রায় - Today Bengali News

  মাদ্রাসা শিক্ষক নিয়োগের নতুন রায় - Today Bengali News Today Bengali News : রাজ্যের মাদ্রাসা স্কুল গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন রায় দিল কলকাতা হাইকোর্ট। ২০১৩ সাল পর্যন্ত যেসব মাদ্রাসা তাদের শূন্যপদের খবর মাদ্রাসা কমিশন [ Madrasa Service Commission ] কে জানিয়েছিল, শুধু মাত্র তারাই ২০১৪ সালে তৈরী প্যানেল থেকে শিক্ষক পাবে। পরবর্তী সময় এর পর থেকে তৈরী হওয়া শূন্যপদের জন্যে কোনো শিক্ষক পাবে না মাদ্রাসা গুলি। তার জন্যে নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, মাদ্রাসা কমিশন কে। গতকাল শুক্রবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপসন্ন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এরফলে ২০১৫ সাল থেকে তৈরী হওয়া শূন্যপদে, নতুন নিয়োগ [ Teacher Recruitment] হওয়া কঠিন হয়ে পড়ল। তারজন্যে কমিশন কে নতুন বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করতে হবে নইলে সুপ্রিম কোর্টের থেকে ছাড়পত্র আনতে হবে। Today Bengali News  প্রসঙ্গত ২০১৪ সালে যে প্যানেল তৈরী করেছিল কমিশন,সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তাদের দাবি ছিল, সংখ্যালঘু প্রতিষ্টান হিসেবে তারা নিজেদের পছন্দ মত শিক্ষক নিয়োগ করবে। বিষয়টি শে

পোষা সিংহের খাঁচায় হাত, তারপর কি ভয়ঙ্কর ঘটনা ঘটল দেখুন ( ভাইরাল ভিডিও)

পোষা সিংহের খাঁচায় হাত, তারপর কি ভয়ঙ্কর ঘটনা ঘটল দেখুন ( ভাইরাল ভিডিও) Today Bengali News :  যখন কোনো মানুষের ব্যাক্তিগত জায়গার মধ্যে অন্য কেউ প্রবেশ করে, তখন সে স্বাভাবিক বোধ করে না। এটি শুধু মানুষের ক্ষেত্রে নয় যেকোনো পশুদের ক্ষেত্রে বিবেচ্য। নিজের পোষা সিংহের খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে ছিলেন ৫০ বছরের একটি লোক। লোকটির নাম পিটার। তারপর ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ঘটে দক্ষিন আফ্রিকায়।একটি টুইটার অ্যাকাউন্ট সেই ভিডিও [ Viral Video] আপলোড করতেই, মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যে ভিডিও টি পোস্ট করে সে, ক্যাপসনে লিখেছে, ' They Naver Learn'। পোস্ট টি শেয়ার করুন নীচের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে। They never learn pic.twitter.com/KDtWPRYrCr — African (@ali_naka) April 10, 2019 ভাইরাল ভিডিও টি শোনা যাচ্ছে পিটার বলছে, " যদি তুমি আমাকে কামড়াও, তাহলে আমিও তোমাকে কামড়ে দেব। ' আর তার ঠিক পরেই সিংহ টি তাকে আক্রমন করে। তবে শেষ পযর্ন্ত পিটার নিজের হাত ছাড়িয়ে নেয়। 

অষ্টম শ্রেনী, মাধ্যমিক পাশ হলেই, এই চাকরীর আবেদন করুন

  অষ্টম শ্রেনী, মাধ্যমিক পাশ হলেই, এই চাকরীর আবেদন করুন Today Bengali News : ডিস্ট্রিক কোর্ট নদীয়া জেলা [Nadia District Court Job] ,  বিভিন্ন পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরী হবে, ইংরাজী স্টেনোগ্রাফার ( গ্রেড ৩),  লোয়ার ডিভিশন ক্লার্ক [LDC Job], প্রসেস সার্ভার, সুইপার, নাইট গার্ড, ফরাস [ Group D Post] ইত্যাদি পদে। মোট শূন্যপদ - ৫৯ টি। বয়সসীমা - ১৮ থেকে ৩৭ বছর ( ০১/০১/২০১৯ তারিখ অনুসারে)। এসসি /এসটি ও অনান্য নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন। স্টেনো গ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক,  পদের জন্যে  যোগ্যতা লাগবে স্বীকৃত মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ এবং স্বীকৃত কম্পিউটার সার্টিফিকেট। স্টেনো পদের ক্ষেত্রে শর্টহ্যান্ডে স্পীড 80 w.p.m এবং টাইপিং স্পীড লাগবে 30 w.p.m । লেটেস্ট জব এলার্ট সহ দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন  ক্লিক করুন। আর, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট ও টাইপিং নলেজ থাকলেই হবে। প্রসেস সার্ভার এবং 'গ্রুপ ডি' পদ গুলির ক্ষেত্রে অষ্টমশ্রেনী পাশ হতে হবে। প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রঅধিকার প

হাওড়া - নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস বড় দুর্ঘটনা, ১২ টি কোচ লাইনের বাইরে

হাওড়া - নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস বড় দুর্ঘটনা,  ১২ টি কোচ লাইনের বাইরে Today Bengali News : হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস [ Howrah - New Delhi Poorva Express]  কানপুরের কাছাকাছি রুমা গ্রামের কাছে একটি বড় ট্রেন দুর্ঘটনার সম্মুখে পড়ে। হাওড়া থেকে দিল্লিতে আসার পথে এক্সপ্রেসের ১২ টি কোচ লাইনচ্যুত  হয়েছে। ট্রেন দুর্ঘটনা রাত ১ টার সময়  ঘটনা ঘটে, যখন বেশিরভাগ যাত্রী গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন ছিলেন। তবে, এই ট্রেন দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে এখনো পযর্ন্ত খবর। এই দুর্ঘটনায় 50 থেকে 60 যাত্রী আহত হয়েছে। আহতদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ কী, তা এখনো পরিষ্কার করা হয়নি। রেলওয়ের মন্ত্রণালয় কর্তৃক জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, একটি  ত্রাণ ট্রেন প্রায় 900 স্টাফ সহ কানপুর ছেড়ে চলে গেছে দুর্ঘটনাস্থলে। আহতদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। পূর্বা এক্সপ্রেস, যেটি রামা গ্রামের কাছে দুর্ঘটনায় পড়ে কানপুর থেকে 15 কিলোমিটার দূরে। রিপোর্ট করা হচ্ছে যে 12 টি কোচের  মধ্যে 4 টি পুরোপুরি বিপরীত ছিল। কদাচিৎ যাত্রীদের এই বিভাগ থেকে বহিষ্কৃত করা হয়। এই চার কোচ যাত্রী

Jio কে টেক্কা দিতে ভোডাফোনের নতুন ধামাকা অফার!

Jio কে টেক্কা দিতে ভোডাফোনের নতুন ধামাকা অফার!  Today Bengali News: উপভোক্তার পরিপ্রেক্ষিতে ভোডাফোন-আইডিয়া [Vodafone- Idea Offer] দেশের সর্ববৃহত টেলিকম কোম্পানীর একটি নতুন প্রিপেইড রিচার্জ [Prepaid Recharge] পরিকল্পনা চালু করেছে। এই পরিকল্পনাতে, ব্যবহারকারীরা 1 বছরের বৈধতা সহ সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। রিলায়েন্স জিও এর বার্ষিক পরিকল্পনার চেয়ে কম দামে ভোডাফোনের এই পরিকল্পনাটি পাওয়া যাবে। এরআগে এয়ারটেল ও বার্ষিক পরিকল্পনা লঞ্চ করেছিল, যা সীমাহীন ভয়েস বৈধতা সঙ্গে কলিং 1-বছরের  জন্য ব্যবহারকারীদের সীমা ছিল।  এই পরিকল্পনা ব্যবহারকারীদের সাথে এই দীর্ঘ বৈধতা ভোডাফোন-আইডিয়া ন্যূনতম রিচার্জ প্যাকগুলি পরিত্রাণ পেতে পারেন। ভোডাফোন [Vodafone] 999 রুপিতে তার বার্ষিক পরিকল্পনা চালু করেছে। এই পরিকল্পনাতে, ব্যবহারকারীগণ সীমাহীন ভয়েস কলিং এবং এক বছরের বৈধতা পাবেন। এর পাশাপাশি, ব্যবহারকারীরা এই পরিকল্পনাতে জাতীয় রোমিংয়ের সীমাহীন ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানে উপলব্ধ অন্যান্য সুবিধার মধ্যে  ব্যবহারকারীরা ১২ জিবি 3G বা 4 জি ডাটা উপকার লাভ করবেন। ভোডাফোন-আইডিয়া এই

'বাঘিনী কি মমতার বায়োপিক!' রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

'বাঘিনী কি মমতার বায়োপিক!'  রিপোর্ট চাইল নির্বাচন কমিশন Today Bengali News :  মে মাসে মুক্তি পেতে চলা 'বাঘিনী' [ Bhagini Movie] কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বায়োপিক'! এবার নির্বাচন কমিশনের [ Election Commission] কাছে রিপোর্ট পেশ করল বিজেপি। সম্প্রতি প্রকাশ পাওয়া 'বাঘিনী' সিনেমার ট্রেলার দেখে মনে হবে, এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক। বিজেপির রিপোর্টে বলা হয়েছে, সিনেমার বিষয় বস্তু খতিয়ে দেখা হোক। এবং ভোট শেষ না হওয়ার আগে, সিনেমা টি যাতে রিলিজ না হতে পারে, সেই ব্যবস্থা করা হোক। ছবির ট্রেলার নজরে আসতে, এবং বিজেপির রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর কে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রসঙ্গত কিছু দিন আগে, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক রিলিজ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।  এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নতুন করে বিতর্ক হল। 

অষ্টমশ্রেনী থেকে গ্রাজুয়েট যোগ্যতায় রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ

অষ্টমশ্রেনী থেকে গ্রাজুয়েট যোগ্যতায় রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ Today Bengali News : দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরী [Job]  হবে জিডিএ, LDC / LDA, স্টোরকিপার, জুনিয়র অ্যাসিস্টান্ট, মেডিকেল টেকনোলোজিস্ট( ল্যাবরেটরি), UDC/UDA, স্টেনো গ্রাফার/ স্টেনো টাইপিস্ট, জুনিয়র পিওন, ডোম/ ডিসেকশন হল অ্যাটেন্ডার, ড্রাইভার, পিএ, অ্যাসিস্টান্ট লাইব্রেরিয়ান, সিনিয়র অ্যাসিস্টান্ট,  হেড ক্লার্ক পদে। মোট শূন্যপদ - ১৭৫ টি। বয়সসীমা - ১৮ থেকে ৪০ বছর। এসসি/ এসটি ও অনান্যরা নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন। আবেদন ফী - ৫০০/- টাকা। এসসি/ এসটি, ওবিসি ও প্রতিবন্ধীদের জন্যে ২৫০ টাকা। আবেদন ফী জমা দিতে হবে অনলাইনে। লেটেস্ট জব এলার্ট সহ দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন  ক্লিক করুন। প্রতিটি পোস্টের বিভিন্ন যোগ্যতা আছে। অষ্টম শ্রেনী যোগ্যতা থেকে শুরু করে গ্রাজুয়েট যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী যোগ্যতা জানতে, নীচ থেকে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে নেবেন। আবেদন করতে পারবেন অনলাইনে [ Online

নোট বন্দির পর ৫০ লক্ষ পুরুষ চাকরী হারিয়েছে, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

নোট বন্দির পর ৫০ লক্ষ পুরুষ চাকরী হারিয়েছে, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য Today Bengali News : লোকসভা ভোটের [ Lokshava Election] মধ্যেই নতুন করে, অস্বস্তি তে পড়ল কেন্দ্র সরকার তথা ভারতীয় জনতা পার্টি। এর আগে একটি ফাঁস হওয়া সরকারি রিপোর্টে অস্বস্তি  পড়ে গিয়েছিল কেন্দ্র সরকার। সেখানে বলা হয়েছিল, গত ৪৫ বছরের মধ্যে দেশের কর্মসংস্থানের [ Employment ]  হার সব থেকে খারাপ অবস্থা।  আর এটা সাধরন মানুষ ও বুঝতে পেরেছে। কিন্তু আশ্চর্যজন ভাবে, কর্মসংস্থানের সরকারি রিপোর্ট কেন্দ্র সরকার প্রকাশ করে নি। তবে নতুন আরও একটি চাঞ্চল্যকর রিপোর্ট সেই অস্বস্তি তে দ্বিগুন বাড়িয়ে দিল। বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ' দ্য সেন্টার ফর সাসটেনেবল এমপ্লয়মেন্ট' সম্প্রতি একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে নোট বন্দির পর থেকে গত দু'বছরে ৫০ লাখ পুরুষ কাজ হারিয়েছে। মহিলাদের এই সমীক্ষার ভেতর ধরা হয় নি। যদি তা হত তাহলে, এই সংখ্যা আরও বাড়ত। বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক আনন্দ শ্রীবাস্তব, রোসা আব্রাহাম ও অমিত ভোঁসলে এই সমীক্ষায় অংশগ্রহন করেন। প্রসঙ্গত, ২০১৬ সালে নভেম্বরের পর থেকেই চা

১০৭২ শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন

১০৭২ শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন Today Bengali News :  কেন্দ্র সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সে ( BSF) হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। চাকরী [ Job ]  হবে, রেডিও অপারেটর ও রেডিও মেকানিক পদে। চাকরীর ডিটেইলস [ Job Details]  নিন্মলিখিত - শূন্যপদ -  ১০৭২ টি ( রেডিও অপারেটর - ৩০০, রেডিও মেকানিক - ৭৭২)।  যোগ্যতা - স্বীকৃত মাধ্যমিক পাশ ও নির্দিষ্ট ট্রেডে ITI  অথবা, উচ্চমাধ্যমিক পাশ ( ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথস) বয়সসীমা - ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। SC/ST  ও অনান্যরা নির্দিষ্ট নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন। আবেদন ফী - ১০০ টাকা। এসসি/এসটি ও অনান্যদের ফী লাগবে না। আবেদন ফী জমা দিতে পারবেন Credit / Debit Card,  ইন্টারনেট ব্যাঙ্কিং, ভীম অ্যাপের মাধ্যমে। লেটেস্ট জব এলার্ট সহ দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন  ক্লিক করুন। কিছু গুরুত্বপূর্ন সাম্ভব্য তারিখ নিন্মলিখিত : অনলাইন আবেদন শুরু - ১৪/০৫/২০১৯ আবেদনের শেষ তারিখ - ১২/০৬/২০১৯ স্ক্রিন টেস্ট পরীক্ষা - ২৮/০৭/২০১৯ PSC,  PET & ডকুমেনসন - ০৯/১০/২০১৯ ডেস্ক্রাইব লিখিত পরীক্ষা - ২৪/১১/২

PSC এর নামে ভুয়ো ওয়েবসাইট গুগলে, সাবধান করল পাবলিক সার্ভিস কমিশন

PSC এর নামে ভুয়ো ওয়েবসাইট গুগলে, সাবধান করল পাবলিক সার্ভিস কমিশন Today Bengali News : একটি গুরুত্বপূর্ন নোটিস দিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ( WB PSC)। গুগল ও সোশাল মিডিয়া তে PSC অফিসিয়াল ওয়েবসাইটের মত হুবহু একই দেখতে ওয়েবসাইট টি। আপনারা নিজেরাও দেখলে অবাক হয়ে যাবেন। এবং সেখানে সম্পুর্ন ভাবে বিভ্রান্তি মূলক ভুয়ো বিজ্ঞাপন দেওয়া। যেগুলি দেখলে আপনিও মনে করবেন এটি পাবলিক সার্ভিস কমিশনের নোটিস।  ভুয়ো ওয়েবসাইট টির লিঙ্ক নীচে দেওয়া হল। PSC থেকে জানানো হয়েছে, ওই ভুয়ো ওয়েবসাইট দেখে বিভ্রান্ত হবেন না। PSC এর দু'টি অফিসিয়াল ওয়েবসাইট আছে। একটি http://pscwbapplication.in এবং আরেকটি হল https://www.pscwbonline.gov.in ।  এই দুটি ওয়েবসাইট ছাড়া আর অন্যকোনো ওয়েবসাইট সমস্ত পরীক্ষার্থীদের ভিজিট করতে বারন করা হয়েছে। বি:দ্র : সবাইকে সচেতন করতে এই পোস্ট টি এখুনি নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে সমস্ত বন্ধু দের শেয়ার করুন। ভুয়ো ওয়েবসাইট টির লিঙ্ক : https://pscwbbapplication.in

এবার থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশর্ট নিতে পারবেন না, নতুন ফিচার

এবার থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশর্ট নিতে পারবেন না, নতুন ফিচার   Today Bengali News : খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার যুক্ত হতে চলেছে। Whatsapp BetaInfo থেকে যে নিউজ টি প্রকাশ করা হয়েছে, সেটি এরকম - Whatsapp এ স্ক্রিনশর্ট ব্লক সিস্টেম ফিচার যুক্ত করা হবে। হোয়াটসঅ্যাপ বেটা ভার্সানে তার কাজ চলেছে। একটি নতুন অপসান দেওয়া হবে 'Privacy' সেকশনে এবং সেটি যদি কেউ এনাবেল ( Enable) অর্থাৎ অন করে রাখে, তাহলে তাদের মধ্যে কথা-বার্তা ও চ্যাটের স্ক্রিনশর্ট নিতে পারবে না। Whatsapp থেকে জানানো হয়েছে, ইউজার রা তাদের ব্যাক্তিগত কথা চ্যাটে শেয়ার করে থাকে, বা অনেক কন্ট্রোভার্সি আলোচনা হয়ে থাকে। যেগুলি পরে কেউ স্ক্রিনশর্ট করে অন্য কাউকে দেখিয়ে থাকে বা সোশাল মিডিয়াতে পোস্ট করে থাকে। এটি সম্পুর্ন Whatsapp er প্রাইভেসি পলিসি কে লঙ্ঘন করে। তাই এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত করা হচ্ছে। এই মুহুর্তে Whatsapp Beta ভার্সান ব্যবহার কারী রা এই ফিচার পাচ্ছেন এবং খুব শীঘ্রই এটি সমস্ত ইউজার জন্যে যুক্ত করা হবে। আরও পড়ুন   :  ভোটার তালিকায় নিজের নাম আছে তো? এখুনি নিজেই অনলাইনে দেখে

ভাইরাল হল বক্সার মেরিকমের গান ( ভিডিও)

ভাইরাল হল বক্সার মেরিকমের গান ( ভিডিও) Today Bengali News : ভারতের 'সোনার মেয়ে ' বক্সার মেরি কম তার ভক্ত দের অবাক করে দিয়েছিল গত বছর,  যখন একটা প্রোগ্রামে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান, 'ageeb dastan hai yeh' গেয়ে ছিলেন। কিন্তু এবার তো তার ভক্ত রা রীতিমত চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। Goa Feast 2019,  তিন দিনের বাৎসরিক অনুষ্টানে জনপ্রিয় আমেরিকান রক ব্যান্ড  'Non Blondes' এর জনপ্রিয় গান ' What's Up' গেয়ে শুনালেন। সাথে সাথেই সেই ভিডিও ভাইরাল হয়ে গেল সোসাল মিডিয়া টুইটার ও অনান্য প্লার্টফর্মে । ভিডিওটি দেখুন নীচে- What's going on? Listen to this lady sing.. She may seem unfamiliar cos she's ungloved! Hint! She packs a mean punch! pic.twitter.com/IleBeOVj5i — Raghu Raman (@captraman) April 13, 2019

২১৬ শিক্ষক নিয়োগের জন্যে আবেদন ১১১৪ জনের, উচ্চপ্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

২১৬ শিক্ষক নিয়োগের জন্যে আবেদন  ১১১৪ জনের, উচ্চপ্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে Today Bengali News : স্কুল সার্ভিস কমিশনের [ School Service Commission ]  মাধ্যমে সাঁওতালি স্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে সহকারি শিক্ষক [ Assistant Teacher Recruitment]  নিয়োগের যে আবেদন নেওয়া হয়েছিল, তার ২১৬ পদের জন্যে মোট আবেদন জমা পড়ল ১১৪৪ টি। এর মধ্যে মাধ্যমিক স্তরে আবেদন ৯৭৪ এবং উচ্চমাধ্যমিক স্তরে ১৭০ টি আবেদন জমা পড়েছে। আরও পড়ুন   :  ৮৯০৪ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন করুন অনলাইনে প্রসঙ্গত, মাধ্যমিক [ Madhyamik] স্তরে শূন্যপদের  সংখ্যা আছে ১৬০ এবং উচ্চমাধ্যমিক [ Higher Secondary] স্তরে সংখ্যা আছে ৫৬ টি। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের সাঁওতালি স্কুলের উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে। এটি আলাদা ভাবেই করা হল, কারন এখানে টেট পরীক্ষা দিতে হবে। নির্বাচন চলার কারনে বিজ্ঞপ্তি বের করা যাবে না, তাই নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

আকাশ ছোঁয়া! ভারতরের সবথেকে উঁচু বিল্ডিং হল কলকাতায়, কোথায় জানেন?

আকাশ ছোঁয়া! ভারতরের সবথেকে উঁচু বিল্ডিং হল কলকাতায়, কোথায় জানেন? Today Bengali News : ভারতের সবথেকে উঁচু বিল্ডিং' এখন কলকাতায়। ২৬৮ মিটার উচ্চতার এই বিল্ডিং দেশের মধ্যে সবথেকে বেশী উচ্চতার বিল্ডিং [The  Longest Building in India] হিসেবে নির্বাচিত হয়েছে। ' ৪২ চৌরঙ্গী'  জে এন রোডের পাশেই নির্মিত ৬৫ ফ্লোরের এই বিল্ডিং যেটি দক্ষিন মুম্বাইয়ের [ Mumbai] এতদিনের উচ্চতম বিল্ডিং কে পিছনে ফেলে দিয়েছে। টাটা সেন্টার ও জীবন সুধার মাঝে  এই দীর্ঘকায় বিল্ডিং' টি অবস্থিত, যেটি ২০০৮ সালে নির্মানের প্রস্তাব করা হয়। হুগলী নদীর পিছনে, ময়দানের পাশেই আকাশ ছোঁয়া এই বিল্ডিং। এই বিল্ডিং' টি তৈরী করেছে মানি গ্রুপ [ Money Group], সত্তভ গ্রুপ, ডায়মন্ড গ্রুপ [Diamond Group]এবং অ্যালকোভ রিয়েলিটি। আরও পড়ুন   :  Jio দিচ্ছে প্রতিদিন ২ জিবি করে ডেটা ফ্রী, আপনি কি পেলেন? এর পর কলকাতার দ্বিতীয় উচ্চতম বিল্ডিং টি হল 'Urbana' যেটি ই এম বাইপাশের কাছে অবস্থিত। এর উচ্চতা ১৬৭.৬ মিটার। বি:দ্র: শেয়ার করুন নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে। 

সাবধান! অনলাইন শপিং এ ২.৫ লাখ টাকা চুরি গেল এক ব্যাবসায়ীর, কিভাবে?

সাবধান! অনলাইন শপিং এ ২.৫ লাখ টাকা চুরি গেল এক ব্যাবসায়ীর, কিভাবে? Today Bengali News : বর্তমান সময়ে আমরা অনলাইন শপিং [ Online Shoping]  করতে ভালোবাসি। কোনো জিনিষ প্রয়োজন হলেই, ঘরে বসে অর্ডার করে দিই। কিন্তু সাবধান! সঠিক, বিশ্বাসযোগ্য ই-কমার্স সাইট ছাড়া শপিং না করলে, আপনার ব্যাঙ্কের টাকা উড়ে যেতে পারে। সম্প্রতি দিল্লীর এক ব্যাবসায়ীর সাথে ২.৫ লাখ টাকার অনলাইন প্রতরনা হয়েছে। প্রতারিত ব্যক্তি নিজের অফিসের জন্যে ফার্নিচার দেখছিলেন একটি ই-কমার্স [ E-Commerce] ওয়েবসাইটে। একটি ফার্নিচার পছন্দ হলে তিনি ডাইরেক্ট যোগাযোগ করেন ওই ফার্নিচার সেলারের সাথে। 'সেলার' তার কাছে একজন প্রাক্তন ডিফেন্স কর্মী হিসেবে পরিচয় দেয়। এবং ফার্নিচার টি যতেষ্ট কম দামে তাকে বিক্রি করার কথা বলে। ডিল পাকা কথা হওয়ার পর ব্যবসায়ীর ফোনে একটি মেসেজ আসে,  ' Add UPI Money' এবং 'Successful Money Transfer' সাথে ওই ই-কর্মাস সাইটের লিঙ্ক। আরও পড়ুন   :  Jio দিচ্ছে প্রতিদিন ২ জিবি করে ডেটা ফ্রী, আপনি কি পেলেন? ব্যবসায়ী ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই, তার ফোনের সমস্ত ডিটেইলস, যেমন, ব্যাঙ্ক ট্রান

দ্বিতীয় দফার রাজ্যে ৮০ শতাংশ বুথে থাকবে, কেন্দ্রীয় বাহিনী

দ্বিতীয় দফার রাজ্যে ৮০ শতাংশ বুথে থাকবে, কেন্দ্রীয় বাহিনী Today Bengali News : ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী চাই, সেই নিয়ে বার বার সরব হয়েছে, বিরোধীরা থেকে ভোট কর্মীরা। প্রথম দফায় ৫১ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবং প্রথমে ঠিক হয়েছিল দ্বিতীয় দফায় রাজ্যের তিনটি লোকসভা [ Loksabha Election 2019] বুথে ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেবে নির্বাচন কমিশন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে হয়, ৮০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফার ভোটে। দ্বিতীয় দফায় আছে তিনটি লোকসভা কেন্দ্র। প্রায় ৫৩৯০ টি বুথের ৮০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাই রাজ্যে আসতে চলেছে, ১৯৪ কোম্পানীর কেন্দ্রীয় বাহিনী। সেই সাথে সব বুথে থাকবে সিসিটিভি, ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি[Videography], মাইক্রো অবজারভার।

Jio দিচ্ছে প্রতিদিন ২ জিবি করে ডেটা ফ্রী, আপনি কি পেলেন?

 Jio দিচ্ছে প্রতিদিন ২ জিবি করে ডেটা ফ্রী,  আপনি কি পেলেন? Today Bengali News : Jio  আবার নিয়ে এল সেলিব্রেশন প্যাক। ১৮ এপ্রিল পর্যন্ত  প্রতিদিন পাবেন ২ জিবি করে ডেটা সম্পুর্ন ফ্রী তে। গত বছর থেকে Jio তার ইউজার দের জন্যে নিয়ে এসেছিল 'Jio Celebration' প্যাক। এবছর ও গত কয়েক মাসে 'Jio Celebration' প্যাক চালু হয়েছিল।এপ্রিল মাসে ও আবার Jio নিয়ে এল সেলিব্রেশন প্যাক। তবে এই ডেটার অফার  Jio সবার জন্যেই অ্যাক্টিভেট করে না। যাদের নাম্বার সিলেক্ট হয়, তাদের অটোমেটিক এই Jio Celebration Pack অ্যাক্টিভেট হয়ে যায়। কিভাবে জানবেন, আপনি  Jio Celebration প্যাক পেয়েছেন কিন? আপনার ফোনে My Jio অ্যাপে যান। বামদিকের উপরের কোনায় মেনু অপশনে ক্লিক করুন। 'My Plan ' অপশনে ক্লিক করুন। বিভিন্ন সিমের নতুন অফার সংক্রান্ত সমস্ত নিউজ পেতে আমাদের ফেসবুকে যুক্ত হতে ক্লিক করুন। এবার এখানে দেখতে পাবেন, আপনার Jio Sim এ সেলিব্রেশন প্যাক অ্যাক্টিভেট হয়েছে কিনা। যদি অ্যাক্টিভেট হয়, তাহলে ওখানে দেখতে পাবেন Jio Celebration Pack লেখা আছে। আর যদি না হয়, তাহলে ওই লেখা পাবেন না। শুধু আপ

জেনে নিন, ভোটের পরেই কবে কোন কোন চাকরীর পরীক্ষা আছে

জেনে নিন, ভোটের পরেই কবে কোন কোন চাকরীর পরীক্ষা আছে Today Bengali News : ভোট শেষ হলেই গুরুত্বপূর্ন কিছু চাকরীর পরীক্ষা [ Job Examination] অনুষ্টিত হবে। তাই ভোট বলেই, পরীক্ষার প্রস্তুতি থেকে বিরতি নেওয়ার কোনো কারন নেই। ভোটের ফল প্রকাশ পর যে সব গুরুত্বপূর্ন পরীক্ষা [ Job Exam Date] অনুষ্টিত হবে, তার তালিকা নীচে দেওয়া হল - SBI Clerk পরীক্ষা ২০১৯-২০ ( প্রিলি)- ০৮, ০৯, ১৫, & ১৬ /০৬/২০১৯ LIC অ্যাসিস্টান্ট অ্যাডমিস্ট্রেটিভ অফিসার ( মেন পরীক্ষা) - ২৮/০৬/২০১৯ SSC CHSL পরীক্ষা ( পেপার ১) -  ১ থেকে ২৬ / ০৭/২০১৯। SSC CGL পরীক্ষা ( টায়ার ১)  - ০৪ থেকে ১৯/০৬/২০১৯। UPSC সিভিল সার্ভিস ২০১৯ ( প্রিলিম) - ০২/০৬/২০১৯। UPSC ফরেস্ট সার্ভিস ২০১৯ ( প্রিলিম) - ০২/০৬/২০১৯। UGC NET পরীক্ষা ২০১৯ - ১৬/০৬/২০১৯। সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন' এর বিভিন্ন পদের পরীক্ষা - ২৮ থেকে ৩০/০৫/২০১৯ আরও পড়ুন   :   ৮৯০৪ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন করুন অনলাইনে  

UPSC মার্কশিট আউট! টপ ৩ প্রার্থী কত নাম্বার পেল?

UPSC মার্কশিট আউট! টপ ৩ প্রার্থী কত নাম্বার পেল? Today Bengali News : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ( UPSC), সফল প্রার্থীদের মার্কশিক প্রকাশ করল।  প্রার্থীরা তাদের স্কোর দেখতে পাবে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in সাইটে গিয়ে । প্রকাশিত মার্কশিট অনুসারে প্রথম স্থান অধিকারী কনিষ্ক কাটরিয়া পেয়েছে ১১২১ নম্বর। এবং দ্বিতীয় অক্ষত জেইন পেয়েছে ১০৮০ নম্বর। এবং তৃতীয় স্থান অধিকারী জুনেদ আহমদ পেয়েছে ১০৭৭ নম্বর। প্রথম স্থান অধিকারী কনিষ্ক কাটরিয়া,  বোম্বে IIT College থেকে ইঞ্জিনিয়ারিং পাশ। SC ক্যাটিগরির এই প্রার্থীর অপশনাল ছিল ম্যাথমেটিক্স। আরও পড়ুন   :  ৮৯০৪ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, আবেদন করুন অনলাইনে আজ থেকে  

দলীয় প্রচার কাজের জন্য ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছেন বহু শিক্ষক

দলীয় প্রচার কাজের জন্য ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছেন বহু শিক্ষক Today Bengali News : প্রতি বুথে কেন্দ্রীয় সরকারের দাবিতে একদিকে পথে নেমেছে ভোট [Election] কর্মী, ও তাদের পরিবার পরিজন রা। নিরপত্তা সুনিশ্চিত করতে না পারলে, তারা ভোট গ্রহন করাতে যাবেন না। আবার তেমনি দলীয় প্রচার কাজ করা জন্যে, ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছেন রাজ্যের অনেক শিক্ষক। আরও পড়ুন   :  ফেসবুক মার্ক জুকারবার্গের নিরাপত্তার জন্যে কত খরচ করে? জানলে অবাক হবেন গত পঞ্চায়েত ভোটে শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর পর, এবার লোকসভা ভোটটে [Lokshava Election] শুরু থেকেই শিক্ষক দের আন্দোলন দেখা গেছে। 'হতে চাই না, রাজকুমার' এই স্লোগান শোনা গেছে কাকদ্বীপ থেকে কোচবিহার। কিন্তু রবিবার বাঁকুড়ার একটি তালিকা প্রকাশ্যে আসতে জানা যায়, দলীয় প্রচা  কাজ করার জন্যে ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছে অনেক জন শিক্ষক। তালিকায় দেখা গেছে ২৫০ বেশী শিক্ষক ভোটের ডিউটি থেকে ছাড় পেয়েছে। এর মধ্যে শাসক দলেরই শিক্ষক বেশী। এছাড়া ফরোয়ার্ড ব্লক ও সিপিআইএম এর দলীয় শিক্ষক ও আছেন। 

TikTok অবশেষে ভারতের ৬ মিলিয়ন ভিডিও সরিয়ে দিল

TikTok অবশেষে ভারতের ৬ মিলিয়ন ভিডিও সরিয়ে দিল Today Bengali News : কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করা জন্যে TikTok অবশেষে ভারতে তৈরী ৬ মিলিয়ন ভিডিও সরিয়ে দিল। জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম Tiktok এক বিবৃতি তে বলেছে, ' TikTok চেষ্টা করছে মিলিয়ন সংখ্যক ইউজারদের মধ্যে, সুরক্ষা ও কমফোর্ট জোন তৈরী করার, তাদের সঠিক সরঞ্জাম দিয়ে ক্ষমতায়ন তৈরী করা।' TikTok সম্প্রতি আরও একটি পরিবর্তন এনেছে তাদের গাইডলাইনে। 'age- gate' ফিচার অর্থাৎ ১৩ বছরের নীচের কেউ TikTok প্লার্টফর্মে অ্যাকাউন্ট করতে পারবে না। যেহেতু TikTok একটি গ্লোবাল কমিউনিটি, তাই তাদের কাছে ইউজার দের সুরক্ষা আগে প্রাধন্য পাবে। প্রসঙ্গত TikTok লঞ্চ করেছ, ভারতে ১০ টি আঞ্চলিক ভাষায় সেফটি সেন্টার। আরও পড়ুন   :  ফেসবুক মার্ক জুকারবার্গের নিরাপত্তার জন্যে কত খরচ করে? জানলে অবাক হবেন আরও পড়ুন   :  হোয়াটসঅ্যাপের দারুন একটি ফিচার যুক্ত হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে, দেখে নিন

আকাশে উড়ল বিশ্বের সর্ববৃহৎ বিমান, ওজন জানেন?

আকাশে উড়ল বিশ্বের সর্ববৃহৎ বিমান, ওজন জানেন? Today Bengali News : আকাশে উড়ল বিশ্বের সবথেকে বড় বিমান [ World's Largest Flight]। শনিবার ক্যালিফোর্নিয়ার মোজাভে থেকে প্রথমবার আকাশে উড়ল Stratolaunch কোম্পানীর নির্মাতা এই বিমান টি। আরও পড়ুন   :  আজকের সেরা হেডলাইন গুলি 14.042019 বিমানের দু'টি কাঠামোর সাথে আছে, ৬ টি ইঞ্জিন। ডানার  দৈর্ঘ্য ৩৮৫ ফুট। আর ওজন শুনলে তো অবাকই হবেন! বৃহৎ এর বিমানটির ওজন হল ৩,২৬,৮০০ কেজি। মাইক্রোসফ্টের ( Microsoft) সহকারি প্রতিষ্টতা পল অ্যালেন ২০১১ সালে Stratolaunch কোম্পানী প্রতিষ্টা করেন। এই কোম্পানী মূলত রকেট বানায়। সংস্থার দাবি, ওজন যত হোক না কেন, বিমান টি ৩৫ হাজার ফুট উঁচু দিয়ে উড়তে সক্ষম।   দিনের সেরা খবর পেতে ফেসবুকে যুক্ত হন  ক্লিক করুন।