Skip to main content

Posts

Showing posts from June, 2020

বয়কট : চীনের সাথে ৪১৭ কোটি টাকার চুক্তি বাতিল ভারতীয় রেলের

Breaking News : লাদাখে ভারতীয় সেনার উপর নির্লজ্জ আগ্রসনের প্রতিবাদে সারা দেশ জুড়ে চীনা সামগ্রী বয়কটের ডাক উঠেছে। সেই বয়কটে সামিল হল ভারতীয় রেল। রেল সূত্রের খবর, চীনা সংস্থার সাথে ভারতের ৪১৭ কোটি টাকার একটি চুক্তি বাতিল করে দেওয়া হল। ভারতের কানপুর থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত একটি ফ্রেট করিডোরে সিগনালিং ও টেলিকমের দায়িত্ব ছিল চীনা সংস্থার উপর। সেই চুক্তি বাতিল করল ফ্রেট করিডোর কর্পোরশন। প্রায় ৪১৭ কোটি টাকার চুক্তি ছিল এটি। প্রসঙ্গত এর আগে BSNL এর  4G Internet Service এ চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।  রোজ গুরুত্বপূর্ন নিউজ পান, আমাদের ফেসবুক পেজে ও টেলিগ্রামে -

৪ জি পরিষেবায়, উন্নতিতে চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধ : কেন্দ্র সরকার

৪ জি পরিষেবায়, উন্নতিতে চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধ : কেন্দ্র সরকার Breaking News : ভারত - চীন সীমান্ত সমস্যার প্রভাব এসে পড়ল দেশের টেলিকম সংস্থায়। সরকারি সংস্থা BSNL এর 4G Internet পরিষেবায় উন্নতি তে কোনো রকম চাইনিজ সরঞ্জাম ব্যবহার করা যাবে না, পরিষ্কার জানিয়ে দিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি টেলিকম সংস্থার সাথে সাথে এবার বেসরকারি সংস্থাগুলির জন্য ( Vodafone, Airtel 4G Internet)  নির্দেশিকা জারি করার বিষয় ভেবে দেখছে কেন্দ্র সরকার। বর্তমানে Airtel, Vodafone তাদের 4G Internet Service এর জন্যে চীনের হুয়াই সংস্থার সাথে কাজ করে।  রোজ গুরুত্বপূর্ন নিউজ পান, আমাদের ফেসবুক পেজে ও টেলিগ্রামে - ফেসবুক পেজে যুক্ত হন :  ক্লিক করুন টেলিগ্রামে যুক্ত হন :  ক্লিক করুন  

কলকাতা, উত্তর ২৪ পরগনার কোন কোন এলাকা কোভিড এফেক্টেড, সতর্ক হন

কলকাতা, উত্তর ২৪ পরগনার কোন কোন এলাকা কোভিড এফেক্টেড, সতর্ক হন Breaking News : রাজ্যে কোরোনা সক্রমন ও কোভিড আক্রান্তের সংখ্যা দ্রুত তর বাড়ছে। এবং আরেকদিকে ধীরে ধীরে আনলক হচ্ছে রাজ্য। ফল আক্রন্ত হওয়ার সংখ্যা আরও বাড়ছে রোজ। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার কোনো কোন এরিয়া তে কোভিড এফেক্টেড এলাকা বলে চিহ্নিত করা হয়েছে, সেগুলি আপনারদের কাছে শেয়ার করল 'Today Bengali News'. কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার যে সমস্ত এলাকা থেকে নিজেকে দুরে রাখবেন, তার লোকেশন সহ ঠিকানা নীচের লিস্টে দেওয়া হল। কলকাতা - ক্লিক করুন। উত্তর ২৪ পরগনা - ক্লিক করুন রোজ গুরুত্বপূর্ন নিউজ পান, আমাদের ফেসবুক পেজে ও টেলিগ্রামে - ফেসবুক পেজে যুক্ত হন :  ক্লিক করুন টেলিগ্রামে যুক্ত হন :  ক্লিক করুন  

কোভিড রোগীদের চিকিৎসা করালে, পরীক্ষায় ১০ শতাংশ নম্বর বেশী পাবে পড়ুয়া রা

কোভিড রোগীদের চিকিৎসা করালে, পরীক্ষায় ১০ শতাংশ নম্বর বেশী পাবে পড়ুয়া রা Breaking News : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া ঘোষনা ডাক্তারি পড়ুয়া দের জন্যে। বর্তমান সময়ে দ্রুত গতি তে কোভিড আক্রান্তদের সংখ্যা বেড়ে চলেছে। তাই বুধবার নবান্ন থেকে মুখ্য মন্ত্রী ঘোষনা করলেন, যেসমস্ত ডাক্তারী পড়ুয়ারা কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা করাবেন, তাদের পরীক্ষায় ১০ শতাংশ করে অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এছাড়া তিনি আরও বলেন, সমস্ত ডাক্তারি ছাত্র ও জুনিয়র ডাক্তার দের ' কোভিড ওয়ারিয়ার্স' সার্টিফিকেট দেবে রাজ্য সরকার। আর যে সব ডাক্তার রা বেশী কোভিড আক্রান্ত এরিয়াতে কাজ করছেন, তাদের জন্যে ইনসেন্টিভসের ব্যবস্থা করেছেন। রোজ গুরুত্বপূর্ন নিউজ পান, আমাদের ফেসবুক পেজে ও টেলিগ্রামে - ফেসবুক পেজে যুক্ত হন : ক্লিক করুন টেলিগ্রামে যুক্ত হন : ক্লিক করুন