Breaking News : লাদাখে ভারতীয় সেনার উপর নির্লজ্জ আগ্রসনের প্রতিবাদে সারা দেশ জুড়ে চীনা সামগ্রী বয়কটের ডাক উঠেছে। সেই বয়কটে সামিল হল ভারতীয় রেল। রেল সূত্রের খবর, চীনা সংস্থার সাথে ভারতের ৪১৭ কোটি টাকার একটি চুক্তি বাতিল করে দেওয়া হল। ভারতের কানপুর থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত একটি ফ্রেট করিডোরে সিগনালিং ও টেলিকমের দায়িত্ব ছিল চীনা সংস্থার উপর। সেই চুক্তি বাতিল করল ফ্রেট করিডোর কর্পোরশন। প্রায় ৪১৭ কোটি টাকার চুক্তি ছিল এটি। প্রসঙ্গত এর আগে BSNL এর 4G Internet Service এ চীনা সরঞ্জাম ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। রোজ গুরুত্বপূর্ন নিউজ পান, আমাদের ফেসবুক পেজে ও টেলিগ্রামে -
No. #1 Bengali Short News Portal