Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বিশ্ব রেকর্ড করলেন বীর কমান্ড্যার অভিনন্দন

Admin - March 03, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ
বিশ্ব রেকর্ড করলেন বীর কমান্ড্যার অভিনন্দন




টু'ডে বেঙ্গলি নিউজ : মার্কিন যুক্তরাস্ট্রের আধুনিক প্রযুক্তিতে তৈরী F - 16 বিমান। আর সেই বিমান কে ধ্বংশ করেছেন ভারতের বীর পাইলট অভিনন্দন বর্তমান। তিনিই প্রথম পাইলট,  যিনি মিগ বিমান নিয়ে কোনো F - 16 এর মত উন্নত প্রযুক্তির বিমান কে ধ্বংশ করলেন। এরকম নজির বিশ্বে নেই।

আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি 

বায়ুসেনার দেওয়া রিপোর্টে,  মঙ্গলবার পাকিস্তানের বিমান ভারতে প্রবেশ করলে,  ভারতীয় বায়ুসেনার ৮ টি বিমান পথ আটকায়। এবং পাকিস্তানের F - 16 বিমানের পিছু নেন কমান্ড্যার অভিনন্দন। মিগ বিমান থেকেই তিনি রাশিয়ান ভিম্পেল আর - ৭৩ মিসাইল মারেন পাকিস্তানের F- 16 এর দিকে। আর তাতেই পাকিস্তানের F- 16 বিমান ধ্বংশ হয়ে যায়।

এরকম দক্ষ পাইলট কে কুর্নিশ জানাচ্ছে ভারতের বায়ুসেনা ও সারা বিশ্ব।

আরও পড়ুন : মিগ যুদ্ধ বিমান ধ্বংসের আগে শেষ রেডিও মেসেজে কি বলেছিলেন অভিনন্দন