আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতা ২০২৪, বয়স কত লাগে?
আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতা ২০২৪ , আপার প্রাইমারি শিক্ষক পদের বয়স, সেগুলি নিয়ে এই নিবন্ধে আলোচনা করা হলো।
বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ [ Upper Primary Recruitment 2024] করা হয়। রাজ্যের বহু পরীক্ষার্থী এই চাকরির জন্য অপেক্ষা করে থাকেন এবং আমি জানি অনেকেই গুগলে সার্চ করেন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতা কি? চিন্তা করবেন না আপনার প্রশ্নের সঠিক উত্তর নিয়ে এই আর্টিকেল এ আলোচনা করা হলো।
এই নিবন্ধ থেকে আপনি যে বিষয়গুলি জানতে পারবেন সেগুলি হল আপার প্রাইমারি শিক্ষক মানে কি, আপার প্রাইমারি চাকরির শিক্ষাগত যোগ্যতা [ Upper Primary Teacher Eligibility] , ও তার বয়স। তাই সমস্ত চাকরিপ্রার্থীদের অনুরোধ করবো পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। চলুন তাহলে শুরু করি -
আপার প্রাইমারি শিক্ষক মানে কি ?
রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণী অবধি যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়ে থাকে তাদেরকে আপার প্রাইমারি শিক্ষক বলে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে থাকে।
আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতা [ Eligibility Criteria of Upper Primary Teacher]
বন্ধুরা, এই নিচের উল্লেখিত যেকোনো একটি যোগ্যতা থাকলে আপনি আপার প্রাইমারি চাকরির পরীক্ষায় বসতে পারবেন-
- গ্রাজুয়েট পাস + ২ বছরের ডি.এল.এড কোর্স পাস। অথবা,
- যেকোনো বিষয়ে ৫০ শতাংশ নাম্বার সহ গ্রাজুয়েট পাশ হতে হবে ( SC বা ST পরীক্ষার্থী হলে ৪৫ শতাংশ নাম্বার) + বি.এড/ এলিমেন্টারি এডুকেশন ইন ডিপ্লোমা / বি.এল.এড/ডি.এড ( স্পেশাল এডুকেশন ) অথবা,
- ৫০ শতাংশ নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ( SC বা ST পরীক্ষার্থী হলে ৪৫ শতাংশ নাম্বার)+ ৪ বছরের বি.এল.এড কোর্স পাস।
আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের বয়স [ Upper Primary Recruitment Age Limit]
নিচে দেওয়া প্রদত্ত বয়স সীমার পরীক্ষার্থীরাই শুধুমাত্র রাজ্যের আপার প্রাইমারি শিক্ষক পদের পরীক্ষায় আবেদন করতে পারবেন -
জেনারেল প্রার্থী: ২১ বছর থেকে ৪০ বছর
SC/ST প্রার্থী: ২১ বছর থেকে ৪৫ বছর।
OBC প্রার্থী: ২১ বছর থেকে ৪৩ বছর।
প্রতিবন্ধী প্রার্থী: ২১ বছর থেকে ৪৮ বছর।
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - ক্লিক করুন
উপসংহার
বন্ধুরা, তাহলে আপনারা খুব সহজেই বুঝে গেলেন যে রাজ্যের আপার প্রাইমারি শিক্ষক হতে হলে কি যোগ্যতা লাগবে এবং সেই সাথে আপনার বয়স সীমা কত হতে হবে। স্কুল সার্ভিস নিয়োগের মাধ্যমে নতুন আপার প্রাইমারি নিয়োগের notification বের হলে, তার সব ডিটেইলস দ্রুত এই ব্লগে পেয়ে যাবেন।