Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক যোগ্যতা, বয়স, নতুন স্যালারি

Admin - January 11, 2024 - Education, Job Qualification, WBPSC

পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক যোগ্যতা ২০২৪, বয়স, নতুন স্যালারি সম্পর্কে বিস্তারিত এই নিবন্ধে আলোচনা করা হলো।

অনেক চাকুরী প্রার্থীরা রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশন এর কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষা ২০২৪ [ KPS Exam 2024] এর  জন্য অপেক্ষা করে আছেন। রাজ্যের কৃষি দপ্তরে একটি গুরুত্বপূর্ণ পোস্ট হলো কৃষি প্রযুক্তি সহায়ক। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই পরীক্ষার নিয়োগ হয়ে থাকে। 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা নতুন কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষা দেবেন বলে মনে করছেন তাদেরকে প্রথমেই এই পরীক্ষার যোগ্যতা বয়সসীমা ও স্যালারি সম্পর্কে জেনে রাখা উচিত।  কৃষি প্রযুক্তি সহায়ক পদে চাকরি [ WBPSC Krishi Prajukti Sahayak Job 2024] পেলে আপনি রাজ্য সরকারের একজন পার্মানেন্ট কর্মী হিসেবে বিবেচিত হবেন এবং নতুন পে কমিশন হিসেবে স্যালারি পেয়ে থাকবেন। 

পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক যোগ্যতা

পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক ২০২৪ পরীক্ষার [ WBPSC Krishi Prajukti Sahayak Exam 2024] অফিসিয়াল নোটিশ এখনো যদিও প্রকাশ হয়নি কিন্তু যারা এই পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন তারা এই নিবন্ধটি মনোযোগ সহকারে পড়বেন কারণ এখানে এই পরীক্ষা দিতে গেলে আপনার শিক্ষাগত মেধা কি থাকতে হবে সেটি জানতে পারবেন- 

আরও পড়ুন:

ক্লিক করুন রেলওয়ে RPF কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের যোগ্যতা, বয়স

ক্লিক করুন  রেলের গুডস গার্ড পদের যোগ্যতা, বয়স, নতুন স্যালারি

ক্লিক করুন  আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতা ২০২৪, বয়স 

ক্লিক করুন পিএসসি শিক্ষক নিয়োগের যোগ্যতা ২০২৪, বয়স, স্যালারি

চলুন জেনে নিন পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক পদের যোগ্যতা, বয়সসীমা ও বর্তমান স্যালারি - 

পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক কিভাবে হবেন? 

WBPSC এর মাধ্যমে কৃষি প্রযুক্তি সহায়ক পদে।  নিয়োগ হয়ে থাকে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশন অফিশিয়াল নোটিশ প্রকাশ করে থাকে কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য। অফিসিয়াল নোটিশ প্রকাশ হওয়ার পর আপনাকে আবেদন করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া মেনে কৃষি প্রযুক্তি সহায়ক পদের ফাইনাল প্যানেল লিস্ট প্রকাশ হয়ে থাকে। 

পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক যোগ্যতা ২০২৪ [ WBPSC Krishi Prayukti Sahayak Qualification 2024]

সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। 

পিএসসি কৃষি প্রযুক্তি সহায়ক বয়সসীমা ২০২৪ [ WBPSC KPS Age Limit 2024 ]

নিম্নে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বয়স সীমা গুলি আলোচনা করা হলো- 

  • জেনারেল প্রার্থী: ১৮ থেকে ৪০ বছর।
  • ওবিসি প্রার্থী: ১৮ থেকে ৪৩ বছর।
  • তপশিলি জাতি /উপজাতি প্রার্থী: ১৮ থেকে ৪৫ বছর।
  • প্রতিবন্ধী প্রার্থী: সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। 

কৃষি প্রযুক্তি সহায়ক পদের বেতন ২০২৪ [ WBPSC Krishi Prayukti Sahayak Salary]

রাজ্য সরকারি ষষ্ঠ পে কমিশনার হিসেবে নিচে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বেতন আলোচিত হলো - 

  • বেতন লেভেল: ০৭ 
  • বেসিক পে: ২৪,৭০০/- 
  • মোট স্যালারি: ৩০,৬৩৪/- ( Approx) 

👉পোস্ট টি তথ্যপূর্ণ মনে হলে নিচে হোয়াটসঅ্যাপ বটেন এ ক্লিক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

প্রতিদিন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - ক্লিক করুন