Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

WBPSC অ্যাসিসটেন্ট মাস্টার/মিস্ট্রেস পদের যোগ্যতা, বয়সসীমা ও বর্তমান স্যালারি

Admin - January 11, 2024 - Education, Job Qualification, WBPSC

WBPSC এর অ্যাসিসটেন্ট মাস্টার/মিস্ট্রেস পদের যোগ্যতা, বয়সসীমা ও বর্তমান স্যালারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের প্রতিবেদনে। 

যেই সকল বন্ধুরা শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিতে চান, যারা আগামীতে শিক্ষকতা করতে আগ্রহী তারা এই নিবন্ধটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক পেশা। অনেক বন্ধুরাই অদূর ভবিষ্যতে শিক্ষক/ শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন। আপনারা অনেকেই জানেন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা পদে নিয়োগ মূলত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হয়ে থাকে। তবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও কিন্তু অনান্য আরও কিছু রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে যার মাধ্যমে শিক্ষক/শিক্ষিকা পদে নিয়োগ হয়ে থাকে। তেমনই একটি পদ হলো পিএসসির অ্যাসিসটেন্ট মাস্টার/মিস্ট্রেস পদটি। WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই পদে নিয়োগ হয়ে থাকে। এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও নতুন পে কমিশন অনুসারে বর্তমানে এই পদের মাসিক বেতন কত কি দেওয়া হয়ে থাকে সেই নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো। 

WBPSC অ্যাসিসটেন্ট মাস্টার/মিস্ট্রেস পদের যোগ্যতা ২০২৪

অন্যান্য বছরের ন্যায় এবছরও যারা শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন তাদের জন্য আগে থেকেই কোথায় কোথায় চাকরির সুযোগ রয়েছে, কোথায় কোন পদে চাকরি হয়ে থাকে এবং সেই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা,স্যালারি ইত্যাদি বিষয় গুলো জেনে রাখা বাঞ্ছনীয়। কারণ অনেক সময় আমাদের নিয়োগ সংক্রান্ত বিষয় গুলো ভালো ভাবে না জানা থাকার দরুন অনেক ভালো ভালো চাকরি হাতছাড়া হয়ে যায় ‌। আবেদন করা হয়না। এই ব্লগে আপনারা সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির যোগ্যতা, বয়সসীমা,স্যালারি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আরও পড়ুন:

ক্লিক করুন রেলওয়ে RPF কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের যোগ্যতা, বয়স

ক্লিক করুন  রেলের গুডস গার্ড পদের যোগ্যতা, বয়স, নতুন স্যালারি

ক্লিক করুন  আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতা ২০২৪, বয়স 

ক্লিক করুন  কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগের যোগ্যতা ২০২৪, বয়স 

চলুন এবার তাহলে জেনে নেয়া যাক পিএসসি অ্যাসিসটেন্ট মাস্টার/মিস্ট্রেস পদের যোগ্যতা, বয়সসীমা ও বর্তমান স্যালারি সম্পর্কে বিস্তারিত তথ্য -

WBPSC অ্যাসিসটেন্ট মাস্টার/মিস্ট্রেস পদের যোগ্যতা ২০২৪[WBPSC Assistant Teacher Qualification 2024]

১) সংশ্লিষ্ট বিষয়ে সেকেন্ড ক্লাস অনার্স বা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রী থাকতে হবে।

২) ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এড. কোর্স করা থাকতে হবে অথবা সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে।

৩) কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা পরিচালিত টেট পরীক্ষার পেপার -II পাশ হতে হবে।

অ্যাসিসটেন্ট মাস্টার/মিস্ট্রেস পদের জন্য প্রার্থীর বয়সসীমা

  • অসংরক্ষিত প্রার্থী: ২১-৩২
  • OBC প্রার্থী: ২১-৩৫
  • তফশিলি জাতি/উপজাতি প্রার্থী: ২১-৩৭

WBPSC অ্যাসিসটেন্ট মাস্টার/মিস্ট্রেস পদের বেতন ২০২৪[ WBPSC Assistant Master Salary 2024]

বর্তমানে রাজ্য সরকারে ৬ষ্ঠ পে কমিশন হিসেবে বেতন দেওয়া হয় ‌। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর অধীনে অ্যাসিসটেন্ট মাস্টার/মিস্ট্রেস পদের মাসিক বেতন নিচে দেওয়া হলো -

  • বেতন লেভেল - ১৫
  • নতুন বেসিক পে- ৪২,৬০০
  • HRA: ৫১১২/-(বেসিক পে এর ১২%)
  • DA: ৪২৬০/-(২০২১ থেকে ১০% করে DA এর ঘোষণা হয়েছে 
  • মেডিক্যাল অ্যালাউন্স :৫০০/-
  • মাসিক গ্রস স্যালারি: ৫২,৪৭২/- ( Approx)

পোস্টটি তথ্যপূর্ণ মনে হলে নিচে হোয়াটসঅ্যাপ বাটন এ ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন-ক্লিক করুন।