Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়?

Admin - December 26, 2023 - Education, এডুকেসন, ব্রেকিং নিউজ
রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়?



রেল গ্রুপ ডি মেডিকেল পরীক্ষায় ছেলে ও মেয়েদের কী কী টেস্ট হয়



Today Bengali News : রেলের গ্রুপ ডি নিয়োগের সবথেকে শেষ ধাপ হল মেডিকেল পরীক্ষা।প্রথমেই বলি, রেলের গ্রুপ ডি তে PET অথার্ৎ 'মাঠ' ক্লিয়ার করা মানেই ৯৯% চাকরী পেয়ে যাওয়া যদি আপনার ডকুমেন্টস সব সঠিক থাকে।  গ্রুপ ডি মেডিকেল থেকে বাদ পড়ে খুব কম ঘটনাই আছে। তবে কিছু জিনিষ আপনি খেয়াল না রাখলে, বাদ পড়তে পারেন। অনেকেই প্রশ্ন করেন, আমার চসমা আছে, আমি কি বাদ পড়ব? এই সব কিছু নিয়ে নীচের  পোস্টে রেলের গ্রুপ ডি মেডিকেল টেস্ট  নিয়ে ডিটেইলসে আলোচিত হল -

১। ডিসটান্স ভিসন টেস্ট :  এটি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে হয়। আপনাকে ৬ মিটার দূরে বসিয়ে, সামনে বোর্ডে বড়, ছোটো হরফে ইংরাজী লেটার থাকবে। সেগুলি আপনাকে পড়তে হবে। এখানে ৬/১২ লেবেলের লেটার গুলো পড়তে পারলেই কোয়ালিফাই করবেন। নীচের ছবিতে লক্ষ্য করুন -




২। নিয়ার ভিসন টেস্ট ( Near Vision Test)  -  এটিও ছেলেদের ও  মেয়েদের ক্ষেত্রে হবে। এখানে আপনার চোখের খুব কাছাকাছি বোর্ডে বড়,  ছোট হরফে ইংরাজী লেটার থাকবে, সেগুলি পড়তে হবে। নীচের ছবিতে লক্ষ্য করুন-




৩। কালার ব্লাইন্ডনেস টেস্ট : এটিও ছেলে - মেয়ে সবার ক্ষেত্রেই হবে। আপনাকে একটি বই দেবে, তার প্রতিটি পাতায়, নানা রকম কালার থাকবে। তার ভিতর লেখা থাকবে  কোনো সংখ্যা বা ইংরাজী অক্ষর।  সেটি আপনাকে চিনে বলতে হবে। নীচের ছবিটি দেখুন -



এছাড়া আপনাকে রেলওয়ে সিগন্যানেলের মত বিভিন্ন রঙের আলো দেখানো হয়, দূর থেকে দাঁড়িয়ে বলতে হবে, সেগুলি কোন রঙের আলো।

এখানে একটি গুরুত্বপূর্ন কথা বলে রাখি, এই তিনটি টেস্টে যদি আপনি প্রথমেই কোয়ালিফাই না করেন, তাহলে আপনাকে রিজেক্ট করা হবে। দ্বিতীয়বার সুযোগ পাবেন না।

৪। এক্স রে  (চেস্ট)  : এই টেস্ট ছেলে- মেয়ে সবাইকে করবে।

 ৫। ইউরিন টেস্ট :  সমস্ত মেয়েদের এই টেস্ট করা হয়। এবং ছেলেদের ক্ষেত্রে যারা ২৭-২৮ বছরের উপরে, তাদের ইউরিন টেস্ট করা হয়। এখানে একটা কথা বলে রাখি, যারা একটু  নেশা করেন অর্থাৎ  মদ জাতীয় পানীয় খান,  তারা PET পাশ করার পর থেকেই বন্ধ করে দিন। কারন ইউরিন টেস্টে এটি ধরা পড়ে যাবে। এবং সেক্ষেত্রে আপনাকে রিজেক্ট করতে পারে। নীচে চিত্র -



৬। ব্লাড টেস্ট ডায়াবেটিস / সুগার এর জন্য : ছেলে - মেয়ে সব ক্ষেত্রেই ব্লাড টেস্ট করা হয় ডায়াবেটিস এর জন্য। তাই যাদের ডায়াবেটিস আছে, তারা এখন থেকে সতর্ক হয়ে যান।

৭। হাইড্রোসিল টেস্ট :  শুধুমাত্র ছেলেদের জন্যেই এই টেস্ট করা হয়। এবং গুরুত্ব সহকারে এটি দেখা হয়। তাই যাদের এই সমস্যা আছে, তারা এখন থেকে চিকিৎসা নিন।

৮। ENT টেস্ট : এটি হল Eye - Nose - Throat টেস্ট। চোখ, নাক, গলার কোনো সমস্যা আছে কিনা, সেটি এই টেস্টে দেখা হয়। সাধরনত  সবাইকে এই টেস্ট করা হয়।

৯। ECG টেস্ট :  এটিও ছেলে - মেয়ে সবাই কে করা হয়।

এই সবগুলি হল রেলের প্রধান মেডিকেল টেস্ট। এছাড়া যদি আপনার কোনো রোগ বা সমস্যা ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে ডাক্তার প্রয়োজনীয় টেস্ট করিয়ে নেয় বা, আপনাকে বাইরে থেকে করে আনতে বলে। এবার বলি নীচের যে টেস্ট গুলো দেখলেন, ইউরিন, ডায়াবেটিস, হাইড্রোসিল,  ENT, ECG ইত্যাদি গুলি তে যদি আপনি ফিট না হন, তাহলে আপনাকে আরও একমাস সময় দেবে ডাক্তার, এগুলো কে ঠিক করা জন্যে। কিন্তু উপরের Eye Test গুলিতে প্রথম বারেই অসফল হলে আপনি সুযোগ পাবেন না। এবার বলি, যাদের চশমা আছে, তারাও চাকরী পাবেন। কোনো চিন্তা নেই।  কিন্তু যাদের চসমা আছে, তাদের কখনও ট্রাকম্যান পোস্টে নেওয়া হয় না।

এই হল রেল গ্রুপ ডি এর মেডিকেল টেস্ট।  ভয় পাওয়ার কোনো কারন নেই। ডাক্তার, নার্স  রা খুব ভালো ব্যবহার করেন। যারা কলকাতার আসে পাশের জেলার  প্রার্থী তাদের প্রায় সবাই কে,  সাউথ- ইস্ট্রান রেল হলে গার্ডেনরীচ  রেল হসপিটলে এবং ইর্স্ট্রান রেল হলে শিয়ালদহ রেলের হসপিটলে পাঠানো হয়।

বি:দ্র: আর্টিকেল টি ভালো লাগলে নীচের শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটঅ্যাপে শেয়ার করুন।