WB Teacher Jobs 2024: রাজ্যে স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন করুন এখুনি
যেই সকল বন্ধুরা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চান তাদের জন্য আবারো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই প্রতিবেদনে। যারা শিক্ষক/শিক্ষিকা হতে চান তাদের জন্য রয়েছে খুশির খবর।
রাজ্যের একটি স্বনামধন্য বিদ্যালয়ের তরফ থেকে একটি চাকরির [WB Teacher Jobs 2024] বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক/শিক্ষিকা নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। Zoom International School এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
এটি একটি CBSE অ্যাফিলিয়েটেড ইংরেজি মাধ্যম স্কুল। এই চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ সহ আরও অন্যান্য বিস্তারিত তথ্য নিচের প্রতিবেদনে উল্লেখ করা হলো। যারা শিক্ষক শিক্ষিকা পদে চাকরি করতে ইচ্ছুক তারা প্রতিবেদনটিকে সম্পূর্ণ পড়ুন।
আরও পড়ুন:
ক্লিক করুন রেলওয়ে RPF কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের যোগ্যতা, বয়স
ক্লিক করুন রেলের গুডস গার্ড পদের যোগ্যতা, বয়স, নতুন স্যালারি
ক্লিক করুন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতা ২০২৪, বয়স
ক্লিক করুন কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগের যোগ্যতা ২০২৪, বয়স, স্যালারি
ক্লিক করুন পিএসসি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদের যোগ্যতা, বয়স, নতুন স্যালারি
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) প্রি-প্রাইমারি সেকশন (নার্সারি টিচার): যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে।
যেই সকল প্রার্থীদের ইংলিশ মিডিয়াম বেকগ্রাউন্ড রয়েছে ও মন্টেস্শরি টিচার্স ট্রেনিং করা রয়েছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে ।
২) প্রাইমারি সেকশন: ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে ।
ইংলিশ মিডিয়াম বেকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৩) সেকেন্ডারি সেকশন(TGT টিচার):
বিষয়: ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক, সমাজ বিজ্ঞান, হিন্দি
প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে এবং সেই সঙ্গে বি.এড. কোর্স করা থাকতে হবে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজি নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে এবং বি.এড. কোর্স করা থাকতে হবে।
৩) সিনিয়র সেকেন্ডারি সেকশন (পোষ্ট গ্র্যাজুয়েট টিচার):
বিষয়: ইংরেজি, ভৌত বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, অঙ্ক, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি এন্ড বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, শারীরিক শিক্ষা।
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে এবং বি.এড. কোর্স করা থাকতে হবে।
৫) কালচারাল এক্টিভিটি এক্সপার্ট: যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে এবং ইংলিশ মিডিয়াম বেকগ্রাউন্ড থাকতে হবে।
বয়স সীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।
সিলেকশন প্রক্রিয়া: প্রথমে লিখিত পরীক্ষায় পাশ হতে হবে। এরপর ডেমো ও মৌখিক পরীক্ষা দিতে হবে।
আবেদন পদ্ধতি: প্রথমে স্কুলের ওয়েবসাইটের মে লিঙ্কের কথা অফিসিয়াল নোটিসে উল্লেখ করা রয়েছে সেখান থেকে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
যোগ্য প্রার্থীদের সকল জরুরি নথিপত্রর প্রত্যায়িত নকল সহ লিখিত পরীক্ষার দিন উপস্থিত থাকতে হবে ।
স্থান: Zoom International School, Lala Lajpat Rai road, A-Zone, Durgapur-4
লিখিত পরীক্ষার তারিখ: ২৬/০১/২০২৪
সময়: সকাল ১১ টা।
নোটিস লিঙ্ক:ক্লিক করুন
ওয়েবসাইট লিঙ্ক: https://zoominternationaldgp.in
👉এরকম শিক্ষক নিয়োগের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - ক্লিক করুন