রেলের গুডস গার্ড পদের যোগ্যতা, বয়স, নতুন স্যালারি
রেলের গুডস গার্ড পদের যোগ্যতা ২০২৪, বয়স, বর্তমান স্যালারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এই নিবন্ধে। আপনি যদি ভারতীয় রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই পোস্টটি
ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ পোস্ট হলো রেলওয়ে গুডস গার্ড [ Railway Goods Guard Exam 2024]। রেলের গুডস গার্ড নিয়োগ হয়ে থাকে এনটিপিসি পরীক্ষার মধ্যে দিয়ে।
অনেক নতুন চাকরিপ্রার্থী যারা প্রতিবছর নতুন চাকরির প্রস্তুতি শুরু করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন চাকরির পদে যোগ্যতা,বয়স, স্যালারি সম্পর্কে আগে থেকে জেনে রাখা। এই ব্লগে আপনারা সমস্ত রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির যোগ্যতা বয়স স্যালারি সম্পর্কে জানতে পারবেন।
এনটিপিসি গুডস গার্ডস [ NTPC Goods Guards Exam 2024] হলো কেন্দ্রীয় সরকারি চাকরি। স্থায়ী পদে এই চাকরি হয়ে থাকে।
আরও পড়ুন:
ক্লিক করুন রেলওয়ে RPF কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের যোগ্যতা, বয়স
চলুন এবার জেনে নিন ভারতীয় রেলের গুডস গার্ডস পদের যোগ্যতা, বয়স, বর্তমান স্যালারি সম্পর্কে -
রেলের গুডস গার্ডস পদের যোগ্যতা ২০২৪ [ Railway Goods Guards Qualification 2024]
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েট ও সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।
রেলের গুডস গার্ড পদের বয়সসীমা ২০২৪ [ RRB Goods Guards Age Limit 2024]
জেনে নিন রেলের গুডস গার্ড পদে চাকরির আবেদন করতে গেলে বয়স কত হতে হবে -
- জেনারেল প্রার্থী: ১৮ থেকে ৩৩ বছর
- OBC প্রার্থী: ১৮ থেকে ৩৬ বছর
- তপশিলি জাতি/উপজাতি প্রার্থী:১৮ থেকে ৩৮ বছর।
- প্রতিবন্ধী জেনারেল প্রার্থী: ১৮ থেকে ৪৩ বছর।
- প্রতিবন্ধী OBC প্রার্থী: ১৮ থেকে ৪৬ বছর
- প্রতিবন্ধী SC/ST প্রার্থী: ১৮ থেকে ৪৮ বছর।
রেলের গুডস গার্ডস পদের বেতন ২০২৪ [ Railway Goods Guards Salary 2024]
বর্তমানে কেন্দ্র সরকারে ৭ম পে কমিশন হিসেবে বেতন দেওয়া হয়। রেলের গুডস গার্ড পদের বেতন নিচে দেওয়া হল -
বেতন লেভেল - ০৫
বেসিক পে - ২৯,২০০/-
মোট স্যালারি ( Basic + DA+HRA+TA) - ৫৫,৭৭২/- ( Aprox)
[ মনে রাখবেন: উপরের ক্যালকুলেশনে বিশেষ অতিরিক্ত ভাতা যোগ করা হয়নি, এবং পোস্টিং X - City ধরা হয়েছে]
পোস্ট টি তথ্যপূর্ণ মনে হলে নিচে হোয়াটসঅ্যাপ শেয়ার করে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
প্রতিদিন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - ক্লিক করুন