Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রেলে RPF নিয়োগের যোগ্যতা ২০২৪, বয়স, শারীরিক যোগ্যতা সম্পর্কে জেনে নিন

Admin - January 02, 2024 - Education, Job Qualification, RRB
রেলে RPF নিয়োগের যোগ্যতা ২০২৪ ও বয়স শারীরিক যোগ্যতা নিয়ে আলোচনা করব এই নিবন্ধে।

অনেক চাকুরী প্রার্থী রেলওয়েতে আরপিএফ সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল পদে নিয়োগের অপেক্ষা করে আছেন। রেলওয়ে আরপিএফ নিয়োগ ২০২৪ এর অফিসিয়াল নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে। এই পোষ্টে আপনারা রেলওয়ে আরপিএফ পদের যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 

রেলে RPF নিয়োগের যোগ্যতা

রেলওয়ে আরপিএফ একটি গুরুত্বপূর্ণ পদ ভারতীয় রেলওয়ে ডিপার্টমেন্টে। এটি একটি পার্মানেন্ট  গ্রুপ সি পোস্ট। সারা দেশের সমস্ত রাজ্যের রেলওয়েগুলিতে পুলিশ নিয়োগ করা হয় এ রিক্রুটমেন্ট এর মাধ্যমে। যে সমস্ত প্রার্থীরা রেলওয়ে আরপিএফ পদে চাকরি পান তারা কেন্দ্রীয় সরকারী কর্মী হয়ে থাকেন। 
চলুন জেনে নেই রেলওয়ে আরপিএফ সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে যোগ্যতা বয়স শারীরিক যোগ্যতা সম্পর্কে - 

রেলওয়ে RPF পদের যোগ্যতা ২০২৪ [ Railway RPF Qualification 2024 ] 

সাব ইন্সপেক্টর: যেকোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।

কনস্টেবল: স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। 

রেলওয়ে আরপিএফ পদের বয়স ২০২৪ [ Railway RPF Age Limit ] 


সাব ইন্সপেক্টর: ২০ থেকে ২৫ বছর। 
কনস্টেবল : ১৮ থেকে ২৫ বছর। 

[ OBC - ৩ বছর ও SC/ST প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন ] 

রেলওয়ে RPF  পদের শারীরিক যোগ্যতা ২০২৪

রেলওয়ে সাব ইন্সপক্টর ও কনস্টেবল 


পুরুষ প্রার্থী উচ্চতা:
  • পুরুষ- ১৬৫ সেমি
  • SC/ST পুরুষ- ১৬০ সেমি
  • For Garhwalis, Gorkhas, Marathas, Dogras, Kumaonese and other Categories specified by Govt - ১৬৩ সেমি।
Chest ( বুকের ছাতি)
  • পুরুষ- ৮০ সেমি  [ সম্প্রসারিত করে ৮৫ সেমি]
  • SC/ST পুরুষ- ৭৬.২ সেমি [ সম্প্রসারিত করে ৮১.২ সেমি ]
  • For Garhwalis, Gorkhas, Marathas, Dogras, Kumaonese and other Categories specified by Govt -  ৮০ সেমি [ সম্প্রসারিত করে ৮৫ সেমি ] 
মহিলা প্রার্থীদের উচ্চতা: 
  • মহিলা-১৫৭ সেমি
  • SC/ST মহিলা- ১৫২ সেমি।
  • For Garhwalis, Gorkhas, Marathas, Dogras, Kumaonese and other Categories specified by Govt - ১৫৫ সেমি

রেলে RPF পদের PET ( ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট ] 

সাব ইন্সপেক্টর

Run [ দৌড়] -
পুরুষ দের ১৬০০০ মিটার দৌড়াতে হবে ৬ মিনিট ৩০ সেকেন্ডে 
মহিলাদের ৮০০ মিটার, ৪ মিনিটে

Long Jump -

পুরুষ -১২ ফুট
মহিলা- ৯ ফুট

High Jump

পুরুষ - ৩ ফুট ৯ ইঞ্চি
মহিলা - ৩ ফুট।


কনস্টেবল পদ 

Run [ দৌড়] -
পুরুষ দের ১৬০০০ মিটার দৌড়াতে হবে ৫ মিনিট ৪৫ সেকেন্ডে 
মহিলাদের ৮০০ মিটার, ৩ মিনিট ৪০ সেকেন্ড।

Long Jump -

পুরুষ -১৪ ফুট
মহিলা- ৯ ফুট

High Jump

পুরুষ - ৪ ফুট
মহিলা - ৩ ফুট।

👉পোস্টটি ভাল লাগলে অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

👍আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - ক্লিক করুন