রাজ্যে এয়ার ফোর্স স্কুলে চাকরি ২০২৪: ক্লার্ক, MTS, শিক্ষক নিয়োগ
রাজ্যে এয়ার ফোর্স স্কুলে চাকরি ২০২৪ নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো। যারা আগামীতে শিক্ষকতা করতে ইচ্ছুক অথবা আপনারা শিক্ষাকর্মী হিসেবে কাজ করতে চান, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি বিশেষ উপযোগী।
আপনারা যারা শিক্ষক/শিক্ষিকা বা শিক্ষাকর্মী হতে চান তাদের জন্য রয়েছে খুশির খবর। রাজ্যের একটি স্বনামধন্য স্কুল থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। কোনো আবেদন ফী লাগবে না। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।
"Air Force School, Barrackpore" এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ হবে। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল।
রাজ্যে এয়ার ফোর্স স্কুলে চাকরি ২০২৪
এই চাকরি সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
স্কুলের নাম: Air Force School
পদের নাম: পিজিটি, টিজিটি, প্রাইমারি টিচার, নার্সারি টিচার, স্পেশাল এডুকেটর, অ্যাকাউন্ট অ্যাসিসটেন্ট, ক্লার্ক, ল্যাব অ্যাটেনডেন্ট, মাল্টি টাস্কিং স্টাফ।
শূন্যপদ: ২৯
শিক্ষাগত যোগ্যতা:
১) পিজিটি:
I)সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে নূন্যতম ৫০% নম্বর নিয়ে।
II) বি.এড. ডিগ্রী থাকতে হবে।
বয়স সীমা: ২১-৫০ বছর
২) টিজিটি:
I)সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ৫০% নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।
II)বি.এড. কোর্স করা থাকতে হবে।
৩) প্রাইমারি শিক্ষক: I)যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
II) বি.এড. ডিগ্রী থাকতে হবে।
৪) নার্সারি টিচার: প্রার্থীকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং নার্সারি টিচার্স ট্রেনিং করা থাকতে হবে।
৫) স্পেশাল এডুকেটর: রিহেবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়ার গাইডলাইনস অনুসারে
৬) ল্যাব অ্যাটেন্ডেন্ট: প্রার্থীদেরকে বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ।
বয়সসীমা: ২১-৫০
৭) অ্যকাউন্ট অ্যাসিসটেন্ট: বি.কম. পাশ হতে হবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।
বয়সসীমা: ২৫-৫০
৮) ক্লার্ক: I) যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
II) টাইপিং স্পীড হতে হবে ৪০ শব্দ প্রতি মিনিটে।
III) কম্পিউটারের নলেজ থাকতে হবে, বিশেষ করে MS Office এর।
৯) মাল্টি টাস্কিং স্টাফ: কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, তবে প্রার্থীর পড়াশোনা জানা থাকতে হবে এবং ইংলিশ/হিন্দি লিখতে ও পড়তে জানা থাকতে হবে।
বয়স সীমা: ২১-৫০
মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়েসে ৫ বছরের ছাড় থাকবে।
স্যালারি: পোস্ট অনুসারে
বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও স্যালারি জানতে অফিসিয়াল নোটিস চেক করুন।
আবেদন পদ্ধতি: নিজেদের সিভি ও জরুরী নথিপত্রের প্রত্যায়িত নকল একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে জমা করতে হবে।
আবেদনের ঠিকানা: The Executive Director, Air Force School Barrackpore, P.O. Bengali Enamel, North 24 Parganas, P-743122
আবেদনের শেষ তারিখ: ১৭/০১/২৪ দুপুর ২:০০ মধ্যে।
নোটিস লিঙ্ক: ক্লিক করুন
নোটিস ওয়েবসাইট: ক্লিক করুন