ভারতে আবার জঙ্গী হামলার ছক, কোথায়?
টু'ডে বেঙ্গলি নিউজ : আবার হামলার নতুন ছক জঙ্গি সংগঠনের। ইন্টিলিজেন্স সূত্রের খবর, ভারতে আবার জঙ্গী হামলা হতে পারে। সেররকম ছক কষছে জঙ্গি সংগঠন গুলি।
ইন্টিলিজেন্স ব্যুরো সূত্রের খবর, এবার জঙ্গি নাশকতা ঘটতে পারে রেল স্টেশনে। তাই গুজরাট, মহারাস্ট্র ও মধ্যপ্রদেশ এই তিন রাজ্য কে সর্তক করা হয়েছে। এবং রাজ্য গুলির সমস্ত বড় বড় রেল স্টেশনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।
টু'ডে বেঙ্গলি নিউজ : আবার হামলার নতুন ছক জঙ্গি সংগঠনের। ইন্টিলিজেন্স সূত্রের খবর, ভারতে আবার জঙ্গী হামলা হতে পারে। সেররকম ছক কষছে জঙ্গি সংগঠন গুলি।
ইন্টিলিজেন্স ব্যুরো সূত্রের খবর, এবার জঙ্গি নাশকতা ঘটতে পারে রেল স্টেশনে। তাই গুজরাট, মহারাস্ট্র ও মধ্যপ্রদেশ এই তিন রাজ্য কে সর্তক করা হয়েছে। এবং রাজ্য গুলির সমস্ত বড় বড় রেল স্টেশনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।
Comments
Post a Comment