Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এয়ার স্ট্রাইকে কত জন মরেছে ? কি বললেন বায়ু সেনার প্রধান

Admin - March 04, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ
এয়ার স্ট্রাইকে কত জন মরেছে ? কি বললেন বায়ু সেনার প্রধান




টু'ডে বেঙ্গলি নিউজ :  ভারতের এয়ার স্টাইকে কত জন জঙ্গি মারা গেছে, তা নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ বলেন ৩০০ আবার কেউ বলে ২৫০ জন জঙ্গি মারা পড়েছে। কারও মত, আবার একটু অন্যরকম - এয়ার স্টাইক ই হয় নি। অনেক বিদেশি বড় বড় মিডিয়া এ'নিয়ে প্রশ্ন তুলেছে। সেই সব বিতর্কের জবাব দিতে আজ মুখ খুললেন ভারতের বায়ু সেনার প্রধান। তিনি বলেন,  " এয়ার স্ট্রাইক অবশ্যই হয়েছে। এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা হয়েছে। নইলে পাকিস্তান আক্রমন করবে কেন?" কত জন মারা গেছে, সেই প্রসঙ্গে তিনি সোজা সাপ্টা বলেন, " বায়ু সেনা দের কাজ লাশ গোনা নয়।  "

 আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি

 প্রতিদিন আমাদের নিউজ অ্যালার্ট পেতে এখুনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - https://t.me/todaybengalinews