Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Breaking News - নীরব মোদীকে গ্রেপ্তারের নির্দেশ দিল লন্ডন

Admin - March 18, 2019 - দেশের নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং বিশ্ব
Breaking News - নীরব মোদীকে গ্রেপ্তারের নির্দেশ দিল লন্ডন


 নীরব মোদীকে



টু'ডে বেঙ্গলি নিউজ : সম্প্রতি দামি পোষাকে লন্ডনের রাস্তায় দেখা গিয়েছিল নীর মোদি কে। অবশেষে নীরব মোদীকে গ্রেপ্তারের নির্দেশ দিল লন্ডন আদালত। সূত্রের খবর  তার নামে অ্যারেন্ট ওয়ারেন্ট বের করে লন্ডন আদালত।

সূত্রে বলা হয়েছে, নীরব মোদী সহ আরও ৪৮ জন কয়েক দিনের মধ্যে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে। গ্রেফতার করে তাকে ওয়েস্টমিনিস্টার কোর্টে তোলা হতে পারে।

 প্রসঙ্গত,  নীরব মোদী এবং কাকা ১৩০০০ কোটি টাকা ব্যাঙ্ক স্ক্যাম করে ইংল্যান্ডে পালিয়ে যায়। তারপর অনেক চেষ্টা করেও তাকে দেশে ফেরানো যাইনি। কিছুদিন আগে লন্ডনের রাস্তায় তাকে দামী শুট- বুট পরে ঘুরতে দেখা যায়। সেই ঘটনা নজরে আসতে নড়ে চড়ে বসে ভারতের হাই কমিশন। অত:পর লন্ডন থেকে ইতিবাচক সংবাদ আসে আজই। তার নামে গ্রেফতারি পরোয়না জারি করেছে ব্রিটিশ সরকার।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর
আরও পড়ুন 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
আরও পড়ুন কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন