About Me

উরি'র পর বালাকোট এয়ার স্ট্রাইক নিয়েও এবার সিনেমা আসছে বলিউডে


 উরি'র পর বালাকোট এয়ার স্ট্রাইক নিয়েও এবার সিনেমা আসছে বলিউডে

টু'ডে বেঙ্গলি নিউজ : উরির পর বালাকোট! বলিউডের রুপোলি পর্দায় আরও একবার ভারতের বীর সৈনিক। হ্যাঁ,  ঠিকই শুনেছেন, বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে এবার সিনেমা হতে চলেছে বলিউডে। এরকমটাই আজ সংবাদ মাধ্যমে  জানিয়েছেন  সিনেমার প্রযোজক সঞ্জয়লীলা বনশালী। তবে সিনেমার পরিচালক,  কাস্টিং এখনও ঠিক করা হয় নি। প্রাথমিক পর্বে কথা চলছে।

তবে সঞ্জয়লীলা বনশালির এই ঘোষনার পর,  দর্শকদের মধ্যে সিনেমাটি দেখার উত্তেজনা বাড়তে চলেছে।

 আরও পড়ুন : ভারতের মিরাজ না, পাকিস্তানের F- 16 কে, বেশি শক্তিশালী?

  প্রতিদিন আমাদের নিউজ অ্যালার্ট পেতে এখুনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - https://t.me/todaybengalinews

Post a Comment

0 Comments