Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এবার গুগল পে দিয়ে ট্রেনের টিকিট বুক করতে পারবেন, কিভাবে করবেন?

Admin - March 21, 2019 - টেকনোলজি, ট্রেন্ডিং সোশ্যাল টেক
এবার গুগল পে দিয়ে ট্রেনের টিকিট বুক করতে পারবেন, কিভাবে করবেন?


গুগল পে দিয়ে ট্রেনের টিকিট বুক


Today Bengali News : গুগল পে ( Google Pay)  এনে দিল নতুন সুবিধা। যারা মোবাইল ওয়ালেট হিসেবে Google Pay ব্যবহার করেন, তারা এবার থেকে ট্রেনের টিকিট ও কাটতে পারবেন। Google Pay হল UPI বেসড পেমেন্ট সার্ভিস। এই সুবিধা আপনি অ্যান্ড্রয়েড ও আইওএস সব গ্রাহক রাই পাবেন। Google Pay হোম স্ক্রিনে 'Trains' ট্যাবে ক্লিক করে আপনি যেকোনো এক্সপ্রেস বা মেল ট্রেনের টিকিট কাটতে পারবেন।

কিভাবে টিকিট কাটবেন? 

১। প্রথমে গুগল পে ওপেন করে 'Trains' সিলেক্ট করুন।

২। 'New Ticket' অপসান টি বাছুন।

৩। কোথা থেকে কোথায় যাবেন এবং, কত তারিখে যাবেন সেটি বসিয়ে  সার্চ করুন। আপনার লিস্ট দেখিয়ে দেবে।

৪। যে ট্রেন বুক করবেন তার 'Check Ability' অপসান প্রেস করে দেখে নিন।

৫। কোন ক্লাসের টিকিট নেবেন সেটি সিলেক্ট করুন।

৬। তারপর সব তথ্য একবার সঠিক বসিয়েছেন কিনা, সেটি দেখে নিয়ে 'OK ' বাটন প্রেস করুন।

৭। এবার আপনাকে IRCTC ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। আপনার যদি IRCTC তে অ্যাকাউন্ট না করা থাকে, তাহলে নতুন করে সাইন আপ করে অ্যাকাউন্ট করে নিন। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে, তবে 'লগ ইন' করুন।

৮। যাত্রীদের নাম লিখে 'Continue ' প্রেস করুন।

৯। পেমেন্ট মেথড সিলেক্ট করুন।

১০। UPI পিন দিন।

১১। IRCTC পাসওয়ার্ড ও ক্যাপচা দিন।

১২। এবার 'Submit' বাটনে প্রেস করলেই আপনার টিকিট বুক হয়ে যাবে।

বি:দ্র: পোস্ট উপকারী মনে হলে, নীচে দেখুন হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে শেয়ার করুন। 

প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

আরও পড়ুন  এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
আরও পড়ুন  শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ