Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই ভুল গুলো গুলো করলে, আপনি রেল গ্রুপ ডি পরীক্ষার টাকা ফেরত পাবেন না

Admin - March 20, 2019 - এডুকেসন, ব্রেকিং নিউজ
 এই ভুল গুলো গুলো করলে, আপনি রেল গ্রুপ ডি পরীক্ষার টাকা ফেরত পাবেন না


রেল গ্রুপ ডি


Today Bengali News :  রেলওয়ে গ্রুপ ডি ( Railway Group D 2018)  ২০১৮ সালে যে পরীক্ষা হয়েছিল,  তার পরীক্ষা ফী ফেরত দেওয়ার প্রসেস খুব তাড়াতাড়ি শুরু হবে। এ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। সেখানে বলা হয়েছে আপনার আবার ব্যাঙ্ক ডিটেইলস সঠিক করে দেওয়া যাবে।  ব্যাঙ্ক অ্যকাউন্ট আপডেট করার লিঙ্ক প্রকাশ হবে ২২/০৩/২০১৯ থেকে ২৮/০৩/২০১৯ এর মধ্যে। এর ভেতর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে হবে।

পরীক্ষার ফী ফেরত পেতে গেলে এই ভুল গুলো থেকে সাবধান :

১। ভুল অ্যাকাউন্ট নাম্বার দেবেন না।

২। ভুল IFSC কোড দেবেন না। সঠিক IFSC কোড টি লিখবেন।

৩। ব্যাঙ্কের নাম ও ব্রাঞ্চের নাম সঠিক লিখবেন।

৪। কাস্টোমার আইডি সঠিক ভাবে দেবেন।

৫। সমস্ত ডিটেইলস ব্যাঙ্কের সঠিক ভাবে সাবমিট করতে হবে।

মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আর কিন্তু সেটা ঠিক করা যাবে না। তাই প্রার্থীদের বলব, অবশ্যই সঠিক ভাবে সমস্ত তথ্য ইনপুট করবেন। আপনার ভুলের জন্যে যদি টাকা না ফেরত যায় আপনার ব্যাঙ্কে, তার জন্যে কিন্তু RRB দায়ী থাকবে না।

অফিসিয়াল নোটিস ডাউনলোড ক্লিক করুন।

প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন  পিএসসি এর এই সব চাকরী গুলোর আবেদন চলছে, এখুনি দেখুন
আরও পড়ুন  কেন্দ্র সরকারে ৪০১৪ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি