Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

হোয়াটসঅ্যাপ আপনার কোন তথ্য গুলি জমা করছে, কীভাবে দেখতে পাবেন?

Admin - March 11, 2019 - ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
হোয়াটসঅ্যাপ আপনার কোন তথ্য গুলি জমা করছে, কীভাবে দেখতে পাবেন?


হোয়াটসঅ্যাপ



টু'ডে বেঙ্গলি নিউজ : হোয়াটসঅ্যাপ একটি নতুন অপসান দিয়েছে, যে আপনার যে তথ্য গুলি হোয়াটসঅ্যাপ সংরক্ষন করছে, সেটি আপনি নিজেই দেখতে পারবেন।

২০১৮ সালে GDPR ( General Data Protection Regulation) নিয়ম চালু হওয়ার পর থেকে সমস্ত কোম্পানী ও ওয়েবসাইট তারা ইজারের কোন ডাটা সংরক্ষন করছে, সেই তালিকা দিতে বাধ্য। আপনি  যখনই দেখতে চাইবেন, তারা সেই তথ্য দিতে বাধ্য থাকবে। সেই নিয়ামানুযায়ী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ও নতুন একটি অপসান যোগ করেছে। আপনার কোন তথ্য হোয়াটসঅ্যাপ জমা করছে, সেটি কিভাবে দেখতে পাবেন- নীচে স্টেপ বাই স্টেপ বলা হল -

১. হোয়াটসঅ্যাপ ওপেন করুন,  সেটিংস এ যান

২. অ্যাকাউন্ট অপসানে ক্লিক করুন।

৩. 'অ্যাকাউন্ট ' অপসনের মধ্যে আপনি দেখতে পাবেন ' Request Account Info'

৪. ' Request Account Info' তে ক্লিক করার পর দেখবেন ' Request Info' ট্যাব দেখতে পাবেন।

৫. এবার 'Request Info' তে ক্লিক করলে, আপনার কে হোয়াটসঅ্যাপ একটি তারিখ দেখাবে ওখানেই। ওই তারিখের মধ্যে আপনার তথ্যের টেক্সট ফাইল ওখানেই পাবেন।

আপনি নির্দিষ্ট তারিখে ঠিক ওই অপসানে গিয়ে আপনার তথ্যের টেক্সট ফাইল টি ডাউনলোড করে নেবেন।
বি:দ্র: তথ্যটি ভালো লাগলে নীচের হোয়াটসঅ্যাপে গিয়ে বন্ধুদের শেয়ার করুন। 

অনান্য সোশাল টেক নিউজ :

আরও পড়ুন হোয়াটসঅ্যাপ বাংলা ভাষায় ব্যবহার করবেন কি করে?
আরও পড়ুন এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
আরও পড়ুন শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ
আরও পড়ুন সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার