Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভারতীয় সেনার গুলিতে, ২ পাক সেনা খতম

Admin - March 02, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ
ভারতীয় সেনার গুলিতে,  ২ পাক সেনা খতম




টু'ডে বেঙ্গলি নিউজ : লাগাতার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি বর্ষনের যোগ্য জবাব দিল ভারতীয় সেনা। ভারতীয় সেনা বাহিনীর পালটা মারে ব্যাপক ক্ষয়ক্ষতি পাকিস্তানে। ভারতীয় সেনার গুলি বর্ষনে ২ পাক সেনা, মারা গেছে ও অনেক পাক সেনা ঘাঁটি ধ্বংশ হয়েছে বলে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম।

আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি


গতকাল রাত থেকে অন্যায় ভাবে ভারতের সেনা ঘাটি লক্ষ্য করে মর্টার শেলিং চালায় পাকিস্তান। তারই যোগ্য জবাব আজ দিতে শুরু করেছে ভারতীয় সেনা।