Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এবার কি জলপথে সার্জিক্যাল স্ট্রাইক? ভারতের সাব মেরিন প্রবেশ, দাবি পাকিস্তানের

Admin - March 05, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক
এবার কি জলপথে সার্জিক্যাল স্ট্রাইক? ভারতের সাব মেরিন প্রবেশ, দাবি পাকিস্তানের




টু'ডে বেঙ্গলি নিউজ :   আকাশ পথের পর এবার কি জল পথে সার্জিক্যাল স্ট্রাইক হবে? দাবিটা উড়িয়ে দেওয়া গেল না। আজ পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে ভারতের একটি সাবমেরিন পাকিস্তানের জল সীমায় প্রকাশ করেছিল। পাকিস্তানের নৌসেনার মুখপাত্র জানিয়েছেন,  তাদের জলসীমায় ভারতের সাব মেরিন প্রবেশ করেছিল,  সেটি তারা চিহ্নিত করেছে। কিন্তু ভারতের নৌসেনা দের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করেছে। বলা হয়েছে, পাকিস্তান ২০১৬ সালের সাবমেরিনের  মিথ্যে ফুটেজ দেখিয়ে,  দাবি করছে পাকিস্তান।

 আরও পড়ুন : সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার

এদিকে ভারতের চাপে, পাকিস্তানে জঙ্গী ধড়পাকড় শুরু হল। তাদের আভ্যন্তরীন মন্ত্রক থেকে জানানো হল, ইতি মধ্যের মাসুদ আজাহারের আত্মীয় সহ ৪০ জন কে গ্রেপ্তার করেছে তারা। এপ্রসঙ্গে প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরী বললেন, এটা পাকিস্তানের পুরানো চাল। যখনই চাপ পড়ে,  তখনই সন্দেহজনক ব্যক্তিদের ধরে জেলের মধ্যে সুরক্ষা দেয়।

 আরও পড়ুন : সরকারি কর্মচারী দের জন্যে ঝাঁ চকচকে ফ্লাট দেবে রাজ্য সরকার।