Skip to main content

IPL 2019 এর সম্পুর্ন ম্যাচ তালিকা, সময় দেখে নিন - Today Bengali News

IPL 2019 এর সম্পুর্ন ম্যাচ তালিকা,  সময় দেখে নিন - Today Bengali News


IPL 2019 এর সম্পুর্ন ম্যাচ তালিকা


Today Bengali News : আপনি কি IPL 2019 এর সমস্ত ম্যাচ সিডিউল খুঁজছেন? তাহলে এই পোস্ট টি আপনার জন্য। আইপিএল ফ্যানদের জন্যে খুশির খবর।  আজ IPL 2019 এর সম্পুর্ন ম্যাচ তালিকা প্রকাশ করল BCCI. ম্যাচ শুরু হচ্ছে ২৩ শে মার্চ ২০১৯, ( শনিবার) রাত ৮ থেকে। প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাই বনাম বেঙ্গালুরু।এবং দ্বিতীয় ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজারস হায়দ্রাবাদ।

Today Bengali News আপনাদের কে দিচ্ছে IPL 2019 এর সম্পুর্ন ম্যাচ সিডিউল। ম্যাচতালিকা লিস্ট নীচের লিঙ্কে দেওয়া হল। নীচের লিঙ্কে ক্লিক করে ফোনে ডাউনলোড করে নিন।

IPL 2019 সিডিউল ডাউনলোড ক্লিক করুন। 

প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন  এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
আরও পড়ুন  শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ

Comments

Popular posts from this blog

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস

SSC MTS জব প্রোফাইল, স্যালারি, প্রোমোশন, ডিউটি, পোস্টিং ডিটেইলস টু'ডে বেঙ্গলি নিউজ : SSC MTS ( মাল্টি টাস্কিং স্টাফ) নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজই। মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে এই নিয়োগের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই জানতে চান, SSC MTS এর কাজ কী? স্যালারি কত? প্রোমোশন আছে কি নেই! কত সময় ডিউটি করতে হয়? ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। আজ সবকিছু নিন্ম লিখিত পোস্টে আলোচনা করা হল - প্রথমেই বলে রাখি, SSC MTS গ্রুপ ডি লেবেলের চাকরী কিন্তু তার মানে এই নয়, আপনাকে রেলের গ্রুপ ডি দের মত কাজ করতে হবে। এর চাকরীর পোস্টিং যেকোনো স্টেটে  অর্থাৎ আপনি ফর্ম ফিলাপের সময় যে রাজ্যে সিলেক্ট করবেন, সেই রাজ্যেই চাকরী হবে। ট্রান্সফার হলে, ঐ রাজ্যের মধ্যেই কোনো অফিসে ট্রান্সফার করা হয়, অন্য রাজ্যে ট্রান্সফার করে পাঠানো হয় না। SSC MTS চাকরীর নির্দিষ্ট কোনো কাজ নেই। যে ডিপার্টমেন্টে আপনার চাকরী হবে সেখানে আপনার পদ অনুযায়ী যে কাজ থাকবে, সেই কাজই আপনাকে দেওয়া হবে। মূলত যারা কম্পিউটার জানে, তাদের কম্পিউটার রিলেটেড কাজ দেওয়া হয়, আর অন্যদের ফাইল ওয়ার্ক, পেপার ওয়ার্ক, টে

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস

স্টেশন মাস্টার জব প্রোফাইল, প্রমোশন, স্যালারি, কাজ, অনান্য সুযোগ ডিটেইলস Today Bengali News :  'স্টেশন মাস্টার' শব্দটি শুনলেই একটি সাদা পোষাকের মানুষ আর প্লাটফর্মের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ছাত্র- ছাত্রী রা অনেক দিন থেকেই অপেক্ষা করে আছে, কবে স্টেশন মাস্টার পদের ভ্যাকান্সি বের হবে! NTPC 2019 নিয়োগের মাধ্যমে স্টেশন মাস্টার পোস্টে অনেক শূন্যপদে নিয়োগ হবে। এবার জেনে নেই, এই স্টেশন মাস্টার পদের কাজ কি, স্যালারি, প্রমোশন, কাজের সময়, ছুটি কেমন পাওয়া যায়, সব কিছু ডিটেইলস। আগে পোস্ট টি ছিল ASM অর্থাৎ অ্যাসিস্টান্ট স্টেশন মাস্টার। এবছর, রেল বোর্ড সেটি পরিবর্তন করে SM. অর্থাৎ স্টেশন মাস্টার করে দিয়েছে। এক লাইনে যদি স্টেশন মাস্টারের দায়িত্ব  বলতে হয়,  তাহলে কোনো একটি নির্দিষ্ট স্টেশনের সমস্ত দায়িত্ব তার কাঁধে থাকে। প্লার্টফর্মের ট্রেন পাসিং, সিগন্যালিং  তার মূল দায়িত্ব হলেও, যাত্রীদের সুরক্ষা, কোনো ঝামেলা হলে স্টেশনে, অসুস্থতা বিষয়ক সমস্যা, আরও স্টেশনের অনান্য যাবতীয় বিষয়ের সমস্ত বিষয়ের জন্যে তাকে জবাবদিহি দিতে হয়।  অনেক ছোটো স্টেশন আছে, সেখানে স্টেশন মাস্টার কে মাঝে মাঝে, পা

ছবি তুলেই 'অ্যাপে' আপলোড করলেই মিলবে উত্তর

#বাংলার প্রথম শর্ট নিউজ ব্লগ নিউজ ডেস্ক : এবার অঙ্কের সমাধান এক নিমেষে। শুধু ছবি তুলেই অ্যাপলিকেশনে আপলোড করলেই মিলবে সাথে সাথে উত্তর। শুধু অঙ্কের সমাধান নয়, NCERT,  JEE, IIT, NEET সমস্ত পরীক্ষার সলিউশন মিলবে একটি অ্যাপেই। সাথে থাকবে ভিডিও সলিউশন ও পিডিএফ মেটেরিয়ালস। অ্যাপটির নাম Doubtnut, যেটি প্লে স্টোরে ১০ মিলিয়নের উপর ইনস্টল করা হয়েছে। এমন কি যারা চাকুরী প্রার্থী তারাও পাবে ম্যাথস সহ বিভিন্ন বিষয়ের সলভ এক নিমেষে। ৬ লাখের বেশী ভিডিও সলিউশন আছে অ্যাপটির মধ্যে।  Doubtnut App টি ইনস্টল করতে, আপনার ফোনের প্লে স্টোরে যান, সার্চ এ 'Doubtnut'  লিখে সার্চ করুন এবং ইনস্টল করুন আপনার ফোনে।