Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

গনিতের অধ্যাপক হয়ে ক্লাসে শেখাচ্ছেন ভালোবাসার ফর্মুলা- বরখাস্ত অধ্যাপক

Admin - March 19, 2019 - ব্রেকিং নিউজ, ভাইরাল ভিডিও
গনিতের অধ্যাপক হয়ে ক্লাসে শেখাচ্ছেন ভালোবাসার ফর্মুলা- বরখাস্ত অধ্যাপক


Today Bengali News



Today Bengali News : পড়াতে এসেছিলেন গনিত, কিন্তু গনিত পালটে হয়ে গেল 'প্রেমের ফর্মুলা'।  ঘটনাটি ঘটল, হরিয়ানার কারনালের একটি মহিলা কলেজে। তিনি ক্লাসে এসে গনিত শেখানোর পরিবর্তে  ছাত্রীদের প্রেমের ফর্মুলা শেখাচ্ছিলেন। তিনি শেখাচ্ছিলেন

' ঘনিষ্টতা - আকর্ষন ' = বন্ধুত্ব,  আবার,
'ঘনিষ্টতা + আকর্ষন ' = প্রেম এবং
 আকর্ষন - ঘনিষ্টতা = ক্রাশ।

শুধু তাই নয়, তিনি এটিও বোঝাচ্ছিলেন স্বামী - স্ত্রীর মধ্যে আস্তে আস্তে শারিরীক সম্পর্ক কমে গিয়ে, সেটা বন্ধুত্বে পরিনত হয়।

আর এখানেই ঘটল বিপত্তি। ক্লাসের এক ছাত্রী পুরোটাই ভিডিও করে পাঠিয়ে দিলেন কলেজের প্রিন্সিপলের কাছে। এবং পর মুহুর্তেই ভিডিও টি সোশাল মিডিয়াতে আপলোড করতেই ভাইরাল হয়ে যায়। চরন সিংহ নামের ওই অধ্যাপক লিখিত ভাবে ছাত্রীদের কাছে ক্ষমা চাইলেও কলেজ কতৃপক্ষ তাকে বরখাস্ত করে।

প্রসঙ্গত গনিতের ঐ অধ্যাপক ৬ মাসের জন্যে ঐ মহিলা কলেজে ডেপুটেশনে পড়াতে এসেছিলেন।

ভিডিও টি দেখুন :