জয়েস প্রধান মাসুদ আজাহারের মৃত্যু - ব্রেকিং নিউজ
Admin - March 03, 2019 -
ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক
জয়েস প্রধান মাসুদ আজাহারের মৃত্যু - ব্রেকিং নিউজ
টু'ডে বেঙ্গলি নিউজ : জয়েসি প্রধান মাসুদ হাজারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহর্তে। সংবাদ সূত্র আইএএনএস সূত্রে খবর প্রকাশ হয়েছে। দ্বিতীয় কিডনি বিকল হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পাক বিদেশ মন্ত্রী কুরেশি কিছু দিন আগে জানিয়েছিলেন, মাসুদ আজাহার খুব অসুস্থ ছিলেন। আজ কিডনি বিকল হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে আইএএনএস সূত্যের খবর।
অন্য একটি সূত্রের মাধ্যমে বলা হচ্ছে, ভারতের এয়ার স্ট্রাইকের ফলে তার মৃত্যু হয়েছে। মাসুদ আজাহার এয়ার স্ট্রাইকের দিনই বালকোটে ছিল বলে মনে করছে তারা।
তবে আনুষ্টনিক ভাবে কোনো খবর আসেনি ভারতের কাছে। অনেকেই মনে করছে, এটা পাকিস্তানের নতুন চাল হতে পারে।
শেয়ার করুন এখুনি :
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি
টু'ডে বেঙ্গলি নিউজ : জয়েসি প্রধান মাসুদ হাজারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহর্তে। সংবাদ সূত্র আইএএনএস সূত্রে খবর প্রকাশ হয়েছে। দ্বিতীয় কিডনি বিকল হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পাক বিদেশ মন্ত্রী কুরেশি কিছু দিন আগে জানিয়েছিলেন, মাসুদ আজাহার খুব অসুস্থ ছিলেন। আজ কিডনি বিকল হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে আইএএনএস সূত্যের খবর।
অন্য একটি সূত্রের মাধ্যমে বলা হচ্ছে, ভারতের এয়ার স্ট্রাইকের ফলে তার মৃত্যু হয়েছে। মাসুদ আজাহার এয়ার স্ট্রাইকের দিনই বালকোটে ছিল বলে মনে করছে তারা।
তবে আনুষ্টনিক ভাবে কোনো খবর আসেনি ভারতের কাছে। অনেকেই মনে করছে, এটা পাকিস্তানের নতুন চাল হতে পারে।
প্রতিদিন আমাদের নিউজ অ্যালার্ট পেতে এখুনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন - https://t.me/todaybengalinews
শেয়ার করুন এখুনি :
আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি