Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

"পরের আইপিএল পাকিস্তানে হবে " সাংবাদিক সন্মেলনে বললেন উমর আখমল

Admin - March 10, 2019 - ট্রেন্ডিং স্পোর্টস, ব্রেকিং নিউজ, ভাইরাল ভিডিও
"পরের আইপিএল পাকিস্তানে হবে " সাংবাদিক সন্মেলনে বললেন উমর আখমল


উমর আখমল


টু'ডে বেঙ্গলি নিউজ : আরব আমির শাহি তে পাকিস্তান প্রিমিয়ার লীগ শুরু হয়েছে। পিএসএল এর  ২৬ টি ম্যাচ আরব আমির শাহি তে হওয়ার পর বাকি ৮ টি ম্যাচ পাকিস্তানে হবে। ৪ টি লীগের ম্যাচ সহ প্লে অফ ম্যাচ খেলা হবে করাচি তে।

কোয়েটা গ্লাডিয়েটর টিমের ওমর আখমল সোশাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে  পিএসএল এর প্রমোট করার সময় ভুল করে বসলেন। তিনি বলেছেন, সত্যি বলতে কি, কোয়েটা টিম করাচি তে তাদের হোম গ্রাউন্ডে খেলবে এবং দর্শকদের সাপোর্টে আরও ভাল পারফরমেন্স করবে। আর এই ভাবে দর্শক সাপোর্ট করে গেলে পরের আইপিএল, [  সরি পিএসএল] এখানেই হবে।

ভিডিও তে তিনি পিএসএল বলতে গিয়ে আইপিএল বলে ফেলেন। ভিডিও টি টুইটারে প্রকাশ হয়েছে। ভিডিওটির লিঙ্ক নীচে দেওয়া হল -
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

পোস্ট শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।