এই নিয়োগের আবেদনের আর এক দিন আছে, মাধ্যমিক পাশেরা আবেদন করুন এখুনি
Today Bengali News : আর মাত্র এক দিন বাকি আছে অনলাইন আবেদনের। তার আগে যারা এখনও পিএসসি ক্লার্কশিপ নিয়োগের অনলাইন আবেদন করেন নি, তারা এখুনি আবেদন করুন। ২৫ মার্চ অর্থাৎ আগামীকাল রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন চলবে ২৬ শে মার্চ অবধি।
মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা এর আবেদন করতে পারবেন। এবং আপনার কম্পিউটার নলেজ ও টাইপিং নলেজ থাকতে হবে। মিনিটে ২০ টি ইংরাজী শব্দ এবং বাংলায় মিনিটে ১০ শব্দ লেখার স্পিড থাকতে হবে।
আবেদন ফী আছে ১১০/- টাকা ( সাথে ব্যাঙ্ক চার্জ)। এসসি / এসটি দের ফী লাগবে না।
এই নিয়োগের পরীক্ষা হবে দুটি ধাপে। পার্ট ১ পরীক্ষা হবে ১০০ নম্বরের অবজেক্টটিভ টাইপের। সময় ৯০ মিনিট। এই পারীক্ষায় থাকবে -
পার্ট ২ পরীক্ষা হবে ডেস্ক্রাইব টাইপ। ইংরাজী বিষয় ও বাংলা বিষয় থেকে প্রশ্ন থাকবে। ইংরাজী বিষয় থেকে রিপোর্ট, সামারি/প্রেসি, ট্রান্সলেসান থাকবে। এবং বাংলা বিষয় থেকে উপরের ইরাজী বিষয়ের মত একই বিষয় থাকবে। মাধ্যমিক মানের প্রশ্ন হবে।
অনলাইনে আবেদন ক্লিক করুন।
অফিসিয়াল নোটিস ক্লিক করুন।
Today Bengali News : আর মাত্র এক দিন বাকি আছে অনলাইন আবেদনের। তার আগে যারা এখনও পিএসসি ক্লার্কশিপ নিয়োগের অনলাইন আবেদন করেন নি, তারা এখুনি আবেদন করুন। ২৫ মার্চ অর্থাৎ আগামীকাল রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন চলবে ২৬ শে মার্চ অবধি।
মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা এর আবেদন করতে পারবেন। এবং আপনার কম্পিউটার নলেজ ও টাইপিং নলেজ থাকতে হবে। মিনিটে ২০ টি ইংরাজী শব্দ এবং বাংলায় মিনিটে ১০ শব্দ লেখার স্পিড থাকতে হবে।
আবেদন ফী আছে ১১০/- টাকা ( সাথে ব্যাঙ্ক চার্জ)। এসসি / এসটি দের ফী লাগবে না।
এই নিয়োগের পরীক্ষা হবে দুটি ধাপে। পার্ট ১ পরীক্ষা হবে ১০০ নম্বরের অবজেক্টটিভ টাইপের। সময় ৯০ মিনিট। এই পারীক্ষায় থাকবে -
- জেনারেল নলেজ - ৪০ নম্বর।
- ইংরাজী - ৩০ নম্বর।
- গনিত - ৩০ নম্বর।
পার্ট ২ পরীক্ষা হবে ডেস্ক্রাইব টাইপ। ইংরাজী বিষয় ও বাংলা বিষয় থেকে প্রশ্ন থাকবে। ইংরাজী বিষয় থেকে রিপোর্ট, সামারি/প্রেসি, ট্রান্সলেসান থাকবে। এবং বাংলা বিষয় থেকে উপরের ইরাজী বিষয়ের মত একই বিষয় থাকবে। মাধ্যমিক মানের প্রশ্ন হবে।
অনলাইনে আবেদন ক্লিক করুন।
অফিসিয়াল নোটিস ক্লিক করুন।
Comments
Post a Comment