Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মিথ্যে ভিডিও প্রকাশ, টুইটার থেকে ভিডিও সরিয়ে নিল পাকিস্তান

Admin - March 02, 2019 - ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক, দেশের নিউজ
মিথ্যে ভিডিও প্রকাশ, টুইটার থেকে ভিডিও সরিয়ে নিল পাকিস্তান




টু'ডে বেঙ্গলি নিউজ : মিথ্যুক পাকিস্তান! - তা আবার নিজেরাই প্রমান করে দিল সেটা। ভারতীয় উইং কামান্ডার অভিনন্দন বর্তমানের যে সংলাপের ভিডিও প্রকাশ করেছিল পাকিস্তান, সেটি অনেকবার এডিট- কাট করা হয়েছে। সারা দেশে, বিশ্বে এই নিয়ে নিন্দার ঝড়। চাপে পড়ে নিজেদের সরকারি টুইটার অ্যাকাউন্ট ও ওয়েবসাইট থেকে সেই ভিডিও সরিয়ে নিল পাকিস্তান।

আরও পড়ুন : ভারতরের বীর কামান্ডর অভিনন্দন বর্তমানের ফ্যামিলি, বয়েস, বায়োগ্রাফি