গ্রিনেস ওয়ার্ল্ডে নতুন রেকর্ড করল গুগল
টু'ডে বেঙ্গলি নিউজ : Pi ( পাই) সঠিক মান গননা করে গ্রিনেস ওয়ার্ল্ডে নতুন রেকর্ড করলেন গুগলের এম্মা হারুকা ইওয়াও এবং তার টিম। এম্মা হারুকা হলেন গুলল ক্লাউডের ডেভেলপার অ্যাডভোকেট।
পাই ( Pi) একটি অসীম দশমিক সংখ্যা, যেটির মান সাধরনত ৩.১৪ হিসেবে ধরা হত। কিন্তু এম্মা হারুকা, গুগল ক্লাউড দ্বারা চালিত কম্পিউট ইঞ্জিন ব্যবহার করে পাই এর মান বের করেছে। এটি প্রায় ৩১.৪ ট্রিলিয়ন দশমিক স্থান অথবা, ৩১,৪১৫,৯২৬,৫৩৫,৮৯৭ ডিজিট নাম্বার। আর এই জন্যে ১৪ মার্চ তারিখ টি কে 'পাই ডে' হিসেবে পালন করা হয়েছে। এই গননা টি করতে প্রায় চার মাস সময় লেগেছে।
প্রসঙ্গত, এই বছরটি পাই দিবসের ৩১ তম বছর হিসেবে চিহ্নিত। ১৯৮৮ সালে পদার্থ বিজ্ঞানী ল্যারি শ্যাভান্ড এবং তার সহকর্মীরা প্রথম সানফ্রানসিসকো তে পাই দিবস উদযাপন করে।
আরও পড়ুন : ভোটে এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
টু'ডে বেঙ্গলি নিউজ : Pi ( পাই) সঠিক মান গননা করে গ্রিনেস ওয়ার্ল্ডে নতুন রেকর্ড করলেন গুগলের এম্মা হারুকা ইওয়াও এবং তার টিম। এম্মা হারুকা হলেন গুলল ক্লাউডের ডেভেলপার অ্যাডভোকেট।
পাই ( Pi) একটি অসীম দশমিক সংখ্যা, যেটির মান সাধরনত ৩.১৪ হিসেবে ধরা হত। কিন্তু এম্মা হারুকা, গুগল ক্লাউড দ্বারা চালিত কম্পিউট ইঞ্জিন ব্যবহার করে পাই এর মান বের করেছে। এটি প্রায় ৩১.৪ ট্রিলিয়ন দশমিক স্থান অথবা, ৩১,৪১৫,৯২৬,৫৩৫,৮৯৭ ডিজিট নাম্বার। আর এই জন্যে ১৪ মার্চ তারিখ টি কে 'পাই ডে' হিসেবে পালন করা হয়েছে। এই গননা টি করতে প্রায় চার মাস সময় লেগেছে।
প্রসঙ্গত, এই বছরটি পাই দিবসের ৩১ তম বছর হিসেবে চিহ্নিত। ১৯৮৮ সালে পদার্থ বিজ্ঞানী ল্যারি শ্যাভান্ড এবং তার সহকর্মীরা প্রথম সানফ্রানসিসকো তে পাই দিবস উদযাপন করে।
আরও পড়ুন : ভোটে এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
Comments
Post a Comment