Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

টিভিতে সংবাদ পড়ছেন বিশ্বের প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর!

Admin - March 05, 2019 - টেকনোলজি, ভাইরাল ভিডিও
টিভিতে সংবাদ পড়ছেন বিশ্বের  প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর! 



টু'ডে বেঙ্গলি নিউজ : কানে দুল, গোলাপি পোষাক, ছোটো করে কাটা চুল,  আর পাঁচটি সংবাদ পাঠিকার মত চেহারা - দেখলেই মনে হবে মেয়ে, কিন্তু মানুষ নন মহিলাটি। বেজিং এর বার্ষিক পার্লামেন্টারি অধিবেশনে অংশগ্রহন কারী প্রতিনিধি দের মধ্যে সংবাদ উপস্থাপন করলেন,  বিশ্বের এই প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর।

আরও পড়ুন : সরকারি কর্মচারী দের জন্যে ঝাঁ চকচকে ফ্লাট দেবে রাজ্য সরকার।

কৃত্রিম বুদ্ধি মত্তার দ্বারা পরিচালিত এই মহিলা রোবট সাংবাদিকের নাম জিন জিয়া ওমেং। যদিও এই সংবাদ সংস্থায় আগেই একি পুরুষ রোবট সংবাদ পাঠক রয়েছে। তার নাম কু মেং। এই দু'ই রোবট নির্মান করেছে, জিনহুয়া এবং কারিগরি সংস্থা সুগই ইনকর্পোরেটেড।