চাকরীর জন্যে আমরন অনশনের পথে , অসুস্থ অনেকেই
টু'ডে বেঙ্গলি নিউজ : স্কুল সার্ভিস কমিশনের, সহকারী শিক্ষক নিয়োগের জন্যে আমরন অনশনের পথে এগেলো ছাত্র-ছাত্রী রা। গত কয়েকদিন ধরে টানা অনশনের ফলে প্রায় ৮ জন প্রার্থী অসুস্থ হয়েছে বলে জানা গেছে। তাদের শহরের বিভিন্ন হসপিটলে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগের যে এসএলএসটি পরীক্ষা নেওয়া হয়েছিল, তার নিয়োগ এখনও সম্পর্ন হয়নি। অনেক ছাত্র-ছাত্রী রা এখনও চাকরীর অপেক্ষায়। অনশন কারী প্রার্থীদের পক্ষ থেকে জানানো, হয়েছে তাড়াড়াড়ি নিয়োগ সম্পর্ন না হলে তারা অামরন অনশনের পথে যাবে।
Comments
Post a Comment