ফের পুলওয়ামায় জঙ্গী আক্রমন, বোমা মেরে বাড়ি ওড়াল ভারতীয় সেনা
Admin - March 05, 2019 -
ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং ভারত-পাক
ফের পুলওয়ামায় জঙ্গী আক্রমন, বোমা মেরে বাড়ি ওড়াল ভারতীয় সেনা
টু'ডে বেঙ্গলি নিউজ : জঙ্গি নাশকতা কিছু তেই পিছু ছাড়ছে না। একদিকে পাকিস্তানের শান্তির কথা, আবার অন্যদিকে লাগাতার আক্রমন। গতকাল রাতের অন্ধকারে ফের পুলওয়ামায় জঙ্গি আক্রমন। কিন্তু তার যোগ্য জবাব দিতে ভুলল না ভারতীয় সেনা। বোমা মেরে ঘর উড়িয়ে দিল ভারতীয় সেনা। শোনা যাচ্ছে, যে ঘরের ভেতর থেকে জঙ্গী রা ক্রমাগত গুলি চালাচ্ছিল, সেখানেন বোম ফেলল ভারতের সেনা। সূত্রের খবর দুই জঙ্গী খতম হয়েছে, ভারতীয় সেনার বোমা বর্ষনে।
আরও পড়ুন : সরকারি কর্মচারী দের জন্যে ঝাঁ চকচকে ফ্লাট দেবে রাজ্য সরকার।
এই জঙ্গি নাশকতা প্রসঙ্গে ভারতরের প্রাধান মন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন জনসভা থেকে গতকাল বললেন, " জঙ্গীদের কোনো মতেই ছাড়া হবে না। পাতালে থাকলেও সেখান থেকে টেনে বের করে আনব। "
কতটা সত্যি হবে একথা? তাকিয়ে আছে আপমর ভারতীয় রা।
টু'ডে বেঙ্গলি নিউজ : জঙ্গি নাশকতা কিছু তেই পিছু ছাড়ছে না। একদিকে পাকিস্তানের শান্তির কথা, আবার অন্যদিকে লাগাতার আক্রমন। গতকাল রাতের অন্ধকারে ফের পুলওয়ামায় জঙ্গি আক্রমন। কিন্তু তার যোগ্য জবাব দিতে ভুলল না ভারতীয় সেনা। বোমা মেরে ঘর উড়িয়ে দিল ভারতীয় সেনা। শোনা যাচ্ছে, যে ঘরের ভেতর থেকে জঙ্গী রা ক্রমাগত গুলি চালাচ্ছিল, সেখানেন বোম ফেলল ভারতের সেনা। সূত্রের খবর দুই জঙ্গী খতম হয়েছে, ভারতীয় সেনার বোমা বর্ষনে।
আরও পড়ুন : সরকারি কর্মচারী দের জন্যে ঝাঁ চকচকে ফ্লাট দেবে রাজ্য সরকার।
এই জঙ্গি নাশকতা প্রসঙ্গে ভারতরের প্রাধান মন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন জনসভা থেকে গতকাল বললেন, " জঙ্গীদের কোনো মতেই ছাড়া হবে না। পাতালে থাকলেও সেখান থেকে টেনে বের করে আনব। "
কতটা সত্যি হবে একথা? তাকিয়ে আছে আপমর ভারতীয় রা।