Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বিজেপি কে থামাতে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা TMC কেই ভোট দিতে চায়

Admin - March 17, 2019 - ট্রেন্ডিং লোকসভা ভোট, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
বিজেপি কে থামাতে পশ্চিমবঙ্গে  সংখ্যালঘুরা TMC কেই ভোট দিতে চায়


পশ্চিমবঙ্গে  সংখ্যালঘুরা


টু'ডে বেঙ্গলি নিউজ : সাম্প্রদায়িক দাঙ্গা নিষিদ্ধ করার ব্যার্থতার অভিযোগ থাকার সত্বেও পশ্চিম বঙ্গের সংখ্যা লঘুরা বিজেপি কে থামাকে তৃনমূল কংগ্রেস কে ভোট দেবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের বিভিন্ন লোকসভা আসনে সংখ্যা লঘুরা বিশেষ করে মুসলিম না ক্ষমতায় থাকা তৃনমূল কংগ্রেস কেই 'বিশ্বাস যোগ্য' শক্তি বলে মনে করছে, সিপিআইএম ও কংগ্রেস জোটের থেকেও। বঙ্গবন্ধু মৈত্রী যুব ফেডারেশনের সাধরন সম্পাদক মহম্মদ কামারুজ্জামান বলেন, ' রাজ্য সরকার কে বিভিন্ন দাঙ্গা সহ বিভিন্ন বিষয় নিয়ে রাগ করার সত্বেও, সংখ্যা লঘুরা, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৃনমূল কংগ্রেস কে ভোট দেবে। '

আরও পড়ুন দারুন ফিচার আনল ফেসবুক


তিনিও আরও বলেন,  ' বাংলায় তৃনমূল কংগ্রেস সবথেকে ক্ষমতাধর শক্তি, যেটি একমাত্র বিজেপির সাথে লড়াই করতে পারে। '
রেড রোডে প্রতিবছর ঈদের সময় নওমাজ পড়া, ইমাম কাজী ফজলুর রহমান বলেন,  ' আমরা সংখ্যালঘুদের প্রতি তাদের নিজ নিজ এলাকায় শক্তিশালী ধর্ম নিরপেক্ষ দলের পক্ষে ভোট দেওয়ার জন্যে আবেদন করব। কেবল মাত্র ধর্মনিরপেক্ষ ও গনতান্ত্রিক প্রার্থীরা জয়লাভ নিশ্চিত করার চেষ্টা করা উচিত।"

TMC বর্তমানে সাম্প্রদায়িক সংখ্যালঘু ভোটের উপর বড় প্রভাব ফেলেছে, কিন্তু গত কয়েকবছরে কয়েকটি সাম্প্রদায়িক দাঙ্গা সংখ্যা লঘুদের একটি বিভাগ কে বিক্ষুদ্ধ করেছে।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate

শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।

আরও পড়ুন ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন, নয়া সিস্টেম চালু SBI এর
আরও পড়ুন 'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
আরও পড়ুন কোনো ইন্টারভিউ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরী, এখুনি আবেদন করুন