বোর্ড পরীক্ষায় রেজাল্ট ভাল হয়নি, এক সপ্তাহে ১৯ জন পড়ুয়া আত্মঘাতী
Today Bengali News : সবে মাত্র এক সপ্তাহ হয়েছে, তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট [ Telegana Board Result] অর্থাৎ আমরা যাকে মাধ্যমিক পরীক্ষা বলি, তার রেজাল্ট বেরিয়েছে। আর এই এক সপ্তাহের মধ্যে পর পর ১৯ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে। জানাগেছে, কেউ আশানুরুপ ফল করতে পারেনি পরীক্ষায়, বা কেউ ফেল করে আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। এর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে অনেকেই। পড়ুয়াদের এরকম মানসিকতায় ভীত হয়ে পড়েছে তাদের পরিবার এবং তেলেঙ্গনা বোর্ড ও উদ্বিগ্ন।
গত ১৮ এপ্রিল তেলেঙ্গানা বোর্ডের ফল প্রকাশ হয়। মানবধিকার কমিশন মনে করছে, খুব তাড়াহুড়ো করে ফল প্রকাশ করেছে বোর্ড, এমনি সঠিক ভাবে খাতার মূল্যায়ন করা হয় নি। তাই অনেকে হতাশা থেকে মৃত্যুর পথ বেছে নিয়েছে। আর যারা মৃত্যুর পথ বেছে নেয় নি, তারা চরম অবসাদে চলে গেছে।
আরও পড়ুন : জাল মার্কশিট বিক্রি করে ৫০ কোটি সম্পত্তির মালিক, ২০ টি ফ্ল্যাট সহ বিলাসবহুল গাড়ি
অন্যদিকে মনে করা হচ্ছে, পড়ুয়া রা বর্তমান সময়ের এই ইঁদুর দৌড়ে, পিছিয়ে পড়ার ফলেই অবসাদে চলে যাচ্ছে। এবং অভিভাবকের সঠিক সহয়তা পাচ্ছে না। খারাপ রেজাল্টের পর পাশে না থেকে, বকাবকি করছে। ফলে তারা মৃত্যুর পথ বেছে নিচ্ছে।
Today Bengali News : সবে মাত্র এক সপ্তাহ হয়েছে, তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট [ Telegana Board Result] অর্থাৎ আমরা যাকে মাধ্যমিক পরীক্ষা বলি, তার রেজাল্ট বেরিয়েছে। আর এই এক সপ্তাহের মধ্যে পর পর ১৯ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে। জানাগেছে, কেউ আশানুরুপ ফল করতে পারেনি পরীক্ষায়, বা কেউ ফেল করে আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে। এর সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে অনেকেই। পড়ুয়াদের এরকম মানসিকতায় ভীত হয়ে পড়েছে তাদের পরিবার এবং তেলেঙ্গনা বোর্ড ও উদ্বিগ্ন।
গত ১৮ এপ্রিল তেলেঙ্গানা বোর্ডের ফল প্রকাশ হয়। মানবধিকার কমিশন মনে করছে, খুব তাড়াহুড়ো করে ফল প্রকাশ করেছে বোর্ড, এমনি সঠিক ভাবে খাতার মূল্যায়ন করা হয় নি। তাই অনেকে হতাশা থেকে মৃত্যুর পথ বেছে নিয়েছে। আর যারা মৃত্যুর পথ বেছে নেয় নি, তারা চরম অবসাদে চলে গেছে।
আরও পড়ুন : জাল মার্কশিট বিক্রি করে ৫০ কোটি সম্পত্তির মালিক, ২০ টি ফ্ল্যাট সহ বিলাসবহুল গাড়ি
অন্যদিকে মনে করা হচ্ছে, পড়ুয়া রা বর্তমান সময়ের এই ইঁদুর দৌড়ে, পিছিয়ে পড়ার ফলেই অবসাদে চলে যাচ্ছে। এবং অভিভাবকের সঠিক সহয়তা পাচ্ছে না। খারাপ রেজাল্টের পর পাশে না থেকে, বকাবকি করছে। ফলে তারা মৃত্যুর পথ বেছে নিচ্ছে।
Comments
Post a Comment