নোট বন্দির পর ৫০ লক্ষ পুরুষ চাকরী হারিয়েছে, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
Admin - April 18, 2019 -
India, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
নোট বন্দির পর ৫০ লক্ষ পুরুষ চাকরী হারিয়েছে, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
Today Bengali News : লোকসভা ভোটের [ Lokshava Election] মধ্যেই নতুন করে, অস্বস্তি তে পড়ল কেন্দ্র সরকার তথা ভারতীয় জনতা পার্টি। এর আগে একটি ফাঁস হওয়া সরকারি রিপোর্টে অস্বস্তি পড়ে গিয়েছিল কেন্দ্র সরকার। সেখানে বলা হয়েছিল, গত ৪৫ বছরের মধ্যে দেশের কর্মসংস্থানের [ Employment ] হার সব থেকে খারাপ অবস্থা। আর এটা সাধরন মানুষ ও বুঝতে পেরেছে। কিন্তু আশ্চর্যজন ভাবে, কর্মসংস্থানের সরকারি রিপোর্ট কেন্দ্র সরকার প্রকাশ করে নি। তবে নতুন আরও একটি চাঞ্চল্যকর রিপোর্ট সেই অস্বস্তি তে দ্বিগুন বাড়িয়ে দিল।
বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ' দ্য সেন্টার ফর সাসটেনেবল এমপ্লয়মেন্ট' সম্প্রতি একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে নোট বন্দির পর থেকে গত দু'বছরে ৫০ লাখ পুরুষ কাজ হারিয়েছে। মহিলাদের এই সমীক্ষার ভেতর ধরা হয় নি। যদি তা হত তাহলে, এই সংখ্যা আরও বাড়ত। বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক আনন্দ শ্রীবাস্তব, রোসা আব্রাহাম ও অমিত ভোঁসলে এই সমীক্ষায় অংশগ্রহন করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে নভেম্বরের পর থেকেই চাকরী হারানোর প্রবনতা বাড়তে থাকে।
Today Bengali News : লোকসভা ভোটের [ Lokshava Election] মধ্যেই নতুন করে, অস্বস্তি তে পড়ল কেন্দ্র সরকার তথা ভারতীয় জনতা পার্টি। এর আগে একটি ফাঁস হওয়া সরকারি রিপোর্টে অস্বস্তি পড়ে গিয়েছিল কেন্দ্র সরকার। সেখানে বলা হয়েছিল, গত ৪৫ বছরের মধ্যে দেশের কর্মসংস্থানের [ Employment ] হার সব থেকে খারাপ অবস্থা। আর এটা সাধরন মানুষ ও বুঝতে পেরেছে। কিন্তু আশ্চর্যজন ভাবে, কর্মসংস্থানের সরকারি রিপোর্ট কেন্দ্র সরকার প্রকাশ করে নি। তবে নতুন আরও একটি চাঞ্চল্যকর রিপোর্ট সেই অস্বস্তি তে দ্বিগুন বাড়িয়ে দিল।
বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ' দ্য সেন্টার ফর সাসটেনেবল এমপ্লয়মেন্ট' সম্প্রতি একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে নোট বন্দির পর থেকে গত দু'বছরে ৫০ লাখ পুরুষ কাজ হারিয়েছে। মহিলাদের এই সমীক্ষার ভেতর ধরা হয় নি। যদি তা হত তাহলে, এই সংখ্যা আরও বাড়ত। বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক আনন্দ শ্রীবাস্তব, রোসা আব্রাহাম ও অমিত ভোঁসলে এই সমীক্ষায় অংশগ্রহন করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে নভেম্বরের পর থেকেই চাকরী হারানোর প্রবনতা বাড়তে থাকে।