ভোটের আগেই অনুব্রত কে নজর বন্দি করল নির্বাচন কমিশন
Today Bengali News : আজ সারা দেশ জুড়ে চতুর্থ দফার লোকসভা ভোট [Lokhshava Vote] শুরু। আমাদের রাজ্যেও বীরভূমের দু'টি কেন্দ্রে ভোট রয়েছে। তার ঠিক আগেই অনুব্রত মন্ডল কে নজরবন্দি করল নির্বাচন কমিশন। তার ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন[Election Commission]।
বিতর্কিত নেতা অনুব্রত মন্ডল বার বার তার বিতর্কতি মন্তব্যের দ্বারা শিরোনামে এসেছে। তার নামে নানা সময়ে আপত্তিকর অভিযোহ এসেছে নির্বাচন কমিশনে। গত বিধান সভায় তার উপর নজরদারি রাখলেও তেমন সুবিধে করতে পারেনি কমিশন।
কিন্তু এবারে বীরভূমে ভোটের আগে কড়া নজরে রেখেছে তাকে কমিশন। মোবাইল ব্যকহারে নিষেধাজ্ঞাও জারি করেছে।
Today Bengali News : আজ সারা দেশ জুড়ে চতুর্থ দফার লোকসভা ভোট [Lokhshava Vote] শুরু। আমাদের রাজ্যেও বীরভূমের দু'টি কেন্দ্রে ভোট রয়েছে। তার ঠিক আগেই অনুব্রত মন্ডল কে নজরবন্দি করল নির্বাচন কমিশন। তার ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন[Election Commission]।
বিতর্কিত নেতা অনুব্রত মন্ডল বার বার তার বিতর্কতি মন্তব্যের দ্বারা শিরোনামে এসেছে। তার নামে নানা সময়ে আপত্তিকর অভিযোহ এসেছে নির্বাচন কমিশনে। গত বিধান সভায় তার উপর নজরদারি রাখলেও তেমন সুবিধে করতে পারেনি কমিশন।
কিন্তু এবারে বীরভূমে ভোটের আগে কড়া নজরে রেখেছে তাকে কমিশন। মোবাইল ব্যকহারে নিষেধাজ্ঞাও জারি করেছে।
Comments
Post a Comment