Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Avengers : Endgame স্পয়লার বলে দেওয়ায়, ব্যক্তিকে হলের বাইরে মারধর

Admin - April 29, 2019 - Entertainment, Movie, বিনোদন, ব্রেকিং নিউজ
Avengers : Endgame   স্পয়লার বলে দেওয়ায়, ব্যক্তিকে হলের বাইরে মারধর


Avengers : Endgame



Today Bengali News : গত শুক্রবার মুক্তি পেয়েছে বহুপ্রতীক্ষিত ছবি মার্ভেল স্টুডিওর Avengers : Endgame.  আর মুক্তি পেতেই সমস্ত রেকর্ড তছনছ করে দিয়েছে। রিলিজের আগেই ১ মিলিয়নের বেশী অ্যাডভ্যান্স টিকিট ববুকিং করে ভারতেই ইতিহাস তৈরী করেছে Avengers : Endgame। দর্শক দের সাথে সাথে সমালোচক রাও প্রসংশায় ভরিয়ে দিয়েছে।  সিনেমার পরিলাচক থেকে অভিনেতা রা, সোশাল মিডায়াতে ক্যাম্পেন করে মুভির স্পয়লার না দেওয়া অনুরোধ জানিয়েছে।

কিন্তু মজার ঘটনা ঘটেছে হংকং এর একটি থিয়েটারে। দ্য ডেউলি মেল'র এর রিপোর্ট অনুসারে হংকং এর একটি থিয়েটারে এক ব্যক্তি সিনেমা দেখে বাইরে এসে স্পয়লার, ক্লাইম্যাক্স বলে দিচ্ছিল। তখন ছবিতে দেখা যায় এক ব্যক্তি তাকে মারধর করছে। টুইটে সেই ছবি প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়।  নীচে সেই ছবি দেওয়া হল।  শেয়ার করুন পোস্ট টি, সিনেমা প্রেমীদের।