Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এক বছরে ২২ লাখ সরকারি চাকরী দেব, প্রতিশ্রুতি রাহুল গান্ধীর

Admin - April 01, 2019 - ট্রেন্ডিং লোকসভা ভোট, দেশের নিউজ
এক বছরে ২২ লাখ সরকারি  চাকরী দেব,  প্রতিশ্রুতি রাহুল গান্ধীর




Today Bengali News : রবিবার এক জনসভা থেকে থেকে রাহুল গান্ধী বলেন, ক্ষমতায় এলে এক বছরে ২২ লক্ষ সরকারি চাকরী দেব। এদিন টুইটারে তিনি একটি পোস্ট করেন। পোস্টে বলেছেন, এই মুহুর্তে সরকারের বিভিন্ন সেক্টরে ২২ লাখ শূন্যপদ আছে।  আমরা ক্ষমতায় এলে সেই  ২০২০ এর মধ্যে সেই ২২ লক্ষ শূন্যপদ পূরন করব। কেন্দ্রের স্বাস্থ্য শিক্ষা সহ নানা ক্ষেত্রে যে অনুদান দেওয়া হয়, তার সাথে এই সমস্ত শূন্য পদ পূরনের যোগ থাকবে।


কিছু দিন আগেই তিনি 'ন্যায়' প্রকল্পের কথা বলেছেন। গরীব দের নূন্যতম আয়ের কথা বলেন। বছরে ৭২ হাজার টাকা গরীব দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি  দেন। এদিন তিনি আবার সরকারি চাকরীর ক্ষেত্রে নয়া প্রতিশ্রুতি দিলেন। রাহুল গান্ধীর করা সেই টুইট নীচে দেওয়া হল -