ভোট কর্মীর মৃত্যু হলে ১০ লক্ষ এবং অঙ্গহানি পাবে ৫ লক্ষ, জানাল কমিশন
Today Bengali News : গত কয়েকদিনে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে, রাজ্য জুড়ে চলেছে ভোট কর্মীদের আন্দোলন। ভোট কর্মীদের সবরকম নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস ও দিয়েছে নির্বাচন কমিশন [ Election Commission] । এবার আরও একটি বিষয় নতুন সংযোজন হল। নির্বাচন কমিশনে পক্ষ থেকে বলা হয়েছে, লোকসভা ভোটে, কোনোও ভোট কর্মীর মৃত্যু হলে, তার পরিবার কে দেওয়া হবে ১০ লক্ষ টাকা এবং কারও যদি অঙ্গহানি হয়, তাকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা।
আজথেকে প্রথম দফায় লোকসভা ভোট শুরু হয়েছে। রাজ্যে ও প্রথম দফায় কোচবিহার ও আলিপুর দুয়ারে ভোটের শুরু হয়েছে। কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হয়নি। সেখানে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী। ফলে এই সব বুথে ভোট কর্মীরা একটু আতঙ্কে আছে। প্রসঙ্গত কোচবিহার ও আলিপুরদুয়ারের মোট ৩,৮৪৪ টি বুথে ভোট হচ্ছে আজ। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার কার্ড ছাড়াও আধার কার্ড সহ ১১ টি সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দিতে পারবেন ভোটার রা।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 11.042019
Today Bengali News : গত কয়েকদিনে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে, রাজ্য জুড়ে চলেছে ভোট কর্মীদের আন্দোলন। ভোট কর্মীদের সবরকম নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস ও দিয়েছে নির্বাচন কমিশন [ Election Commission] । এবার আরও একটি বিষয় নতুন সংযোজন হল। নির্বাচন কমিশনে পক্ষ থেকে বলা হয়েছে, লোকসভা ভোটে, কোনোও ভোট কর্মীর মৃত্যু হলে, তার পরিবার কে দেওয়া হবে ১০ লক্ষ টাকা এবং কারও যদি অঙ্গহানি হয়, তাকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা।
আজথেকে প্রথম দফায় লোকসভা ভোট শুরু হয়েছে। রাজ্যে ও প্রথম দফায় কোচবিহার ও আলিপুর দুয়ারে ভোটের শুরু হয়েছে। কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হয়নি। সেখানে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী। ফলে এই সব বুথে ভোট কর্মীরা একটু আতঙ্কে আছে। প্রসঙ্গত কোচবিহার ও আলিপুরদুয়ারের মোট ৩,৮৪৪ টি বুথে ভোট হচ্ছে আজ। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার কার্ড ছাড়াও আধার কার্ড সহ ১১ টি সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দিতে পারবেন ভোটার রা।
আরও পড়ুন : আজকের সেরা হেডলাইন গুলি 11.042019
Comments
Post a Comment