দ্বিতীয় দফার রাজ্যে ৮০ শতাংশ বুথে থাকবে, কেন্দ্রীয় বাহিনী
Today Bengali News : ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী চাই, সেই নিয়ে বার বার সরব হয়েছে, বিরোধীরা থেকে ভোট কর্মীরা। প্রথম দফায় ৫১ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবং প্রথমে ঠিক হয়েছিল দ্বিতীয় দফায় রাজ্যের তিনটি লোকসভা [ Loksabha Election 2019] বুথে ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেবে নির্বাচন কমিশন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে হয়, ৮০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফার ভোটে।
দ্বিতীয় দফায় আছে তিনটি লোকসভা কেন্দ্র। প্রায় ৫৩৯০ টি বুথের ৮০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাই রাজ্যে আসতে চলেছে, ১৯৪ কোম্পানীর কেন্দ্রীয় বাহিনী। সেই সাথে সব বুথে থাকবে সিসিটিভি, ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি[Videography], মাইক্রো অবজারভার।
Today Bengali News : ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী চাই, সেই নিয়ে বার বার সরব হয়েছে, বিরোধীরা থেকে ভোট কর্মীরা। প্রথম দফায় ৫১ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। এবং প্রথমে ঠিক হয়েছিল দ্বিতীয় দফায় রাজ্যের তিনটি লোকসভা [ Loksabha Election 2019] বুথে ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেবে নির্বাচন কমিশন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে হয়, ৮০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফার ভোটে।
দ্বিতীয় দফায় আছে তিনটি লোকসভা কেন্দ্র। প্রায় ৫৩৯০ টি বুথের ৮০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাই রাজ্যে আসতে চলেছে, ১৯৪ কোম্পানীর কেন্দ্রীয় বাহিনী। সেই সাথে সব বুথে থাকবে সিসিটিভি, ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি[Videography], মাইক্রো অবজারভার।
All the games you can play on the Sega Genesis - AprCasino
ReplyDeleteThe best part is, งานออนไลน์ of course, the game, is that there are herzamanindir very few people who do gri-go.com a lot of the hard work. The best part apr casino is, if the