'একটাও অংকের ক্লাস হয়নি, কি করে পরীক্ষা দেব আমরা?' দাড়িভিট স্কুলে অংক পরীক্ষা বয়কট
Admin - April 29, 2019 -
West Bengal, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
'একটাও অংকের ক্লাস হয়নি, কি করে পরীক্ষা দেব আমরা?' দাড়িভিট স্কুলে অংক পরীক্ষা বয়কট
Today Bengali News : ছাত্র - পুলিশ সংর্ঘষ, ছাত্র মৃত্যুর পর ও শিক্ষক নিয়োগের কোনো সমাধান হয় নি দাড়িভিট স্কুলে। তাই শিক্ষক নিয়োগের দাবিতে ফের দাড়িভিট স্কুলে নবম শ্রেনীর ছাত্র-ছাত্রী রা অংক পরীক্ষা বয়কট করল। এদিন নবম শ্রেনীর অঙ্ক পরীক্ষা ছিল। ১২৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার শুরুতেই বিক্ষোভ দেখাতে শুরু করে। পরীক্ষা হল থেকে প্রশ্নপত্র ছিঁড়ে বাইরে এসে গেটের কাছে বিক্ষোভ দেখায়।
উল্লেখ্য, ছাত্র-ছাত্রী দের পরীক্ষার বয়কট করার পরই, শিক্ষাদপ্তর ও প্রশাশন কে জানায় স্কুল কতৃপক্ষ। কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হয় নি। ছাত্র- ছাত্রীদের দাবি, নতুন সেশনের শুরুতে অংক শিক্ষক না থাকার কারনে, তাদের কোনো অংক ক্লাস হয়নি। কিভাবে পরীক্ষা দেবে তারা?
স্কুলে ১২০০০ ছাত্র-ছাত্রী অথচ, ১৪ জন স্থায়ী ও ৫ জন প্যারা টিচার। ছাত্র- পুলিশ সংর্ঘষের পর থেকে স্কুলে বিজ্ঞান ও অংকের ক্লাস হয় একটিও হয়নি। স্কুল কতৃপক্ষ, থেকে প্রাক্তন ছাত্র বা আসে পাশের যারা বিজ্ঞান নিয়ে স্নাতক বা কলেছে পড়ছে, তাদের সাহয্য নিতে চাইছে।
আরও পড়ুন : রাজ্যের তিনটি বুথে ফের ভোট ২৯ শে এপ্রিল
Today Bengali News : ছাত্র - পুলিশ সংর্ঘষ, ছাত্র মৃত্যুর পর ও শিক্ষক নিয়োগের কোনো সমাধান হয় নি দাড়িভিট স্কুলে। তাই শিক্ষক নিয়োগের দাবিতে ফের দাড়িভিট স্কুলে নবম শ্রেনীর ছাত্র-ছাত্রী রা অংক পরীক্ষা বয়কট করল। এদিন নবম শ্রেনীর অঙ্ক পরীক্ষা ছিল। ১২৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার শুরুতেই বিক্ষোভ দেখাতে শুরু করে। পরীক্ষা হল থেকে প্রশ্নপত্র ছিঁড়ে বাইরে এসে গেটের কাছে বিক্ষোভ দেখায়।
উল্লেখ্য, ছাত্র-ছাত্রী দের পরীক্ষার বয়কট করার পরই, শিক্ষাদপ্তর ও প্রশাশন কে জানায় স্কুল কতৃপক্ষ। কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হয় নি। ছাত্র- ছাত্রীদের দাবি, নতুন সেশনের শুরুতে অংক শিক্ষক না থাকার কারনে, তাদের কোনো অংক ক্লাস হয়নি। কিভাবে পরীক্ষা দেবে তারা?
স্কুলে ১২০০০ ছাত্র-ছাত্রী অথচ, ১৪ জন স্থায়ী ও ৫ জন প্যারা টিচার। ছাত্র- পুলিশ সংর্ঘষের পর থেকে স্কুলে বিজ্ঞান ও অংকের ক্লাস হয় একটিও হয়নি। স্কুল কতৃপক্ষ, থেকে প্রাক্তন ছাত্র বা আসে পাশের যারা বিজ্ঞান নিয়ে স্নাতক বা কলেছে পড়ছে, তাদের সাহয্য নিতে চাইছে।
আরও পড়ুন : রাজ্যের তিনটি বুথে ফের ভোট ২৯ শে এপ্রিল