যাত্রীদের বিনা খরচায় চিকিৎসা পরিষেবা দেবে রেল
Admin - April 03, 2019 -
দেশের নিউজ, ব্রেকিং নিউজ
যাত্রীদের বিনা খরচায় চিকিৎসা পরিষেবা দেবে রেল
Today Bengali News : রেলযাত্রীদের সুরক্ষা ও পরিষেবার মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রতিবছর রেল বাজেটে যাত্রী সুরক্ষার দিকে নজর দেয় রেল। যাত্রীদের সুরক্ষা ও পরিষেবার দিকে নজর দিতে নতুন পদক্ষেপ দিল পূর্ব রেল ও দক্ষিন-পূর্ব রেলওয়ে। বড় স্টেশনগুলিতে যাত্রীদের জন্য বিনা মূল্যে জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু । করতে চলেছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল। এই দুই শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে । ট্রেনে বা স্টেশনে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের নিখরচায় চিকিৎসা ব্যবস্থা করতে ইমার্জেন্সি মেডিক্যাল রুম বা আপতকালীন চিকিৎসা কক্ষ তৈরি করছে রেল। । বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবার বন্দোবস্ত চালু করছে। তারা আপতকালীন পরিস্থিতিতে অসুস্থ যাত্রীদের চিকিৎসা ছাড়াও প্রয়ােজনে। তাকে হাসপাতালে পাঠানাের ব্যবস্থাও থাকবে স্টেশনগুলিতে। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের এ-ওয়ান শ্রেণির তিনটি স্টেশন হাওড়া, শিয়ালদহ এবং খড়গপুরে আপতকালীন চিকিৎসা কক্ষ চালু হচ্ছে। সাঁতরাগাছি, দীঘা, বর্ধমান, ব্যান্ডেল, রামপুরহাট, কলকাতা, নৈহাটি, মালদহ টাউন, আসানসােল, দুর্গাপুর, নিউ ফারাক্কা স্টেশনগুলিতে এই পরিষেবা মিলবে।
Today Bengali News : রেলযাত্রীদের সুরক্ষা ও পরিষেবার মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রতিবছর রেল বাজেটে যাত্রী সুরক্ষার দিকে নজর দেয় রেল। যাত্রীদের সুরক্ষা ও পরিষেবার দিকে নজর দিতে নতুন পদক্ষেপ দিল পূর্ব রেল ও দক্ষিন-পূর্ব রেলওয়ে। বড় স্টেশনগুলিতে যাত্রীদের জন্য বিনা মূল্যে জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু । করতে চলেছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল। এই দুই শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে । ট্রেনে বা স্টেশনে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের নিখরচায় চিকিৎসা ব্যবস্থা করতে ইমার্জেন্সি মেডিক্যাল রুম বা আপতকালীন চিকিৎসা কক্ষ তৈরি করছে রেল। । বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবার বন্দোবস্ত চালু করছে। তারা আপতকালীন পরিস্থিতিতে অসুস্থ যাত্রীদের চিকিৎসা ছাড়াও প্রয়ােজনে। তাকে হাসপাতালে পাঠানাের ব্যবস্থাও থাকবে স্টেশনগুলিতে। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের এ-ওয়ান শ্রেণির তিনটি স্টেশন হাওড়া, শিয়ালদহ এবং খড়গপুরে আপতকালীন চিকিৎসা কক্ষ চালু হচ্ছে। সাঁতরাগাছি, দীঘা, বর্ধমান, ব্যান্ডেল, রামপুরহাট, কলকাতা, নৈহাটি, মালদহ টাউন, আসানসােল, দুর্গাপুর, নিউ ফারাক্কা স্টেশনগুলিতে এই পরিষেবা মিলবে।