Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

যাত্রীদের বিনা খরচায় চিকিৎসা পরিষেবা দেবে রেল

Admin - April 03, 2019 - দেশের নিউজ, ব্রেকিং নিউজ
যাত্রীদের বিনা খরচায়  চিকিৎসা পরিষেবা দেবে রেল



Today Bengali News : রেলযাত্রীদের সুরক্ষা ও পরিষেবার মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রতিবছর রেল বাজেটে যাত্রী সুরক্ষার দিকে নজর দেয় রেল।   যাত্রীদের সুরক্ষা ও পরিষেবার দিকে নজর দিতে নতুন পদক্ষেপ দিল পূর্ব রেল ও দক্ষিন-পূর্ব রেলওয়ে। বড় স্টেশনগুলিতে যাত্রীদের জন্য বিনা মূল্যে জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু । করতে চলেছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল। এই দুই শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে । ট্রেনে বা স্টেশনে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের নিখরচায় চিকিৎসা ব্যবস্থা করতে ইমার্জেন্সি মেডিক্যাল রুম বা আপতকালীন চিকিৎসা কক্ষ তৈরি করছে রেল। । বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবার বন্দোবস্ত চালু করছে। তারা আপতকালীন পরিস্থিতিতে অসুস্থ যাত্রীদের চিকিৎসা ছাড়াও প্রয়ােজনে। তাকে হাসপাতালে পাঠানাের ব্যবস্থাও থাকবে স্টেশনগুলিতে। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের এ-ওয়ান শ্রেণির তিনটি স্টেশন হাওড়া, শিয়ালদহ এবং খড়গপুরে আপতকালীন চিকিৎসা কক্ষ চালু হচ্ছে। সাঁতরাগাছি, দীঘা, বর্ধমান, ব্যান্ডেল, রামপুরহাট, কলকাতা, নৈহাটি, মালদহ টাউন, আসানসােল, দুর্গাপুর, নিউ ফারাক্কা স্টেশনগুলিতে এই পরিষেবা মিলবে।