Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আজ ফোনে গুগল খুলে দেখুন, গুগল সেলিব্রেট করছে লোকসভা ভোট

Admin - April 11, 2019 - Breaking News, Social Tech, ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
আজ ফোনে গুগল খুলে দেখুন, গুগল সেলিব্রেট করছে লোকসভা ভোট


গুগল


Today Bengali News :  আজ থেকে শুরু হয়েছে গনতন্ত্রের সব থেকে বড় উৎসব লোকসভা ভোট। আর সেই ভোটের রঙ ও লেগেছে গুগলে [Google]। আপনার ফোন বা ল্যাপটপে গুগল খুলেই দেখুন, হোমপেজের লোগো পরিবর্তন হয়ে গেছে। গুগল ডুডলে [ Google Doodle]আজ এ আজ একটি আঙুলের ছবি দেখা যাচ্ছে এবং তাতে কালো দাগের চিহ্ন। গুগল সেলিব্রেট করছে ভারতের লোকসভা ভোট। এই গুগল ডুডলে ক্লিক করলেই, আপনাকে একটি পেজে রিডাইরেক্ট করবে গুগল এবং সেখানে আপনি জানতে পারবেন ভোটার দানের পদ্ধতি সম্পর্কে।

আরও পড়ুন আজকের সেরা হেডলাইন গুলি 11.042019

প্রসঙ্গত,  মোট ৭ দফায় ৫৪৩ টি লোকসভা আসনে সারা দেশে ভোট গ্রহন হবে ।  ১১ এপ্রিল থেকে ১৯ মে এই ভোট গ্রহন পর্ব চলবে। এবং ফল ঘোষনা হবে ২৩ মে। আজ মোট ১৮ টি রাজ্য ও ২ টি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৯৯ টি লোকসভা আসনে ভোটগ্রহন পর্ব চলছে।