'বাঘিনী কি মমতার বায়োপিক!' রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
Today Bengali News : মে মাসে মুক্তি পেতে চলা 'বাঘিনী' [ Bhagini Movie] কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বায়োপিক'! এবার নির্বাচন কমিশনের [ Election Commission] কাছে রিপোর্ট পেশ করল বিজেপি। সম্প্রতি প্রকাশ পাওয়া 'বাঘিনী' সিনেমার ট্রেলার দেখে মনে হবে, এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক।
বিজেপির রিপোর্টে বলা হয়েছে, সিনেমার বিষয় বস্তু খতিয়ে দেখা হোক। এবং ভোট শেষ না হওয়ার আগে, সিনেমা টি যাতে রিলিজ না হতে পারে, সেই ব্যবস্থা করা হোক। ছবির ট্রেলার নজরে আসতে, এবং বিজেপির রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর কে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত কিছু দিন আগে, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক রিলিজ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নতুন করে বিতর্ক হল।
Today Bengali News : মে মাসে মুক্তি পেতে চলা 'বাঘিনী' [ Bhagini Movie] কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বায়োপিক'! এবার নির্বাচন কমিশনের [ Election Commission] কাছে রিপোর্ট পেশ করল বিজেপি। সম্প্রতি প্রকাশ পাওয়া 'বাঘিনী' সিনেমার ট্রেলার দেখে মনে হবে, এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক।
বিজেপির রিপোর্টে বলা হয়েছে, সিনেমার বিষয় বস্তু খতিয়ে দেখা হোক। এবং ভোট শেষ না হওয়ার আগে, সিনেমা টি যাতে রিলিজ না হতে পারে, সেই ব্যবস্থা করা হোক। ছবির ট্রেলার নজরে আসতে, এবং বিজেপির রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর কে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত কিছু দিন আগে, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক রিলিজ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নতুন করে বিতর্ক হল।
Comments
Post a Comment