এবার মমতার 'বায়োপিকের' ট্রেলার দেখানোর উপর নিষেধাজ্ঞা, কমিশনের
Today Bengali News : 'PM Modi' এর পর এবার 'বাঘিনী', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের [Mamata Banerjee] জীবন কাহিনীর উপর নির্মিত এই ছবির ট্রেলার প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ছবিটির ট্রেলার রিলেজের সাথে সাথে BJP পার্টির তরফ থেকে বার বার অভিযোগ আসছিল নির্বাচন কমিশনের কাছে। ছবিটির মুক্তি মে মাসের ৩ তারিখে। তার আগে বিভিন্ন সোশাল মিডিয়া সাইট গুলোতে ট্রেলার প্রদর্শনী করা হচ্ছিল। কিন্তু সেগুলি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
'বাঘিনী' ছবিটির মূখ্য ভূমিকায় ছিলেন রুমা চক্রবর্তী। গত ১১ এপ্রিল এই ছবির ট্রলার মুক্তি পেতেই, বিরোধী রা সরব হয়ে ওঠে। কিছুদিন আগেই, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। এবার মমতা ব্যানার্জীর বায়োপিকের উপর ও কোপ পড়ল নির্বাচন কমিশনের।
Today Bengali News : 'PM Modi' এর পর এবার 'বাঘিনী', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের [Mamata Banerjee] জীবন কাহিনীর উপর নির্মিত এই ছবির ট্রেলার প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ছবিটির ট্রেলার রিলেজের সাথে সাথে BJP পার্টির তরফ থেকে বার বার অভিযোগ আসছিল নির্বাচন কমিশনের কাছে। ছবিটির মুক্তি মে মাসের ৩ তারিখে। তার আগে বিভিন্ন সোশাল মিডিয়া সাইট গুলোতে ট্রেলার প্রদর্শনী করা হচ্ছিল। কিন্তু সেগুলি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
'বাঘিনী' ছবিটির মূখ্য ভূমিকায় ছিলেন রুমা চক্রবর্তী। গত ১১ এপ্রিল এই ছবির ট্রলার মুক্তি পেতেই, বিরোধী রা সরব হয়ে ওঠে। কিছুদিন আগেই, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। এবার মমতা ব্যানার্জীর বায়োপিকের উপর ও কোপ পড়ল নির্বাচন কমিশনের।
Comments
Post a Comment