ছত্রিশগড়ে বিজেপির কনভয়ে নকশাল আক্রমন, মৃত ৫, এমএলএ নিখোঁজ
Today Bengali News : মঙ্গলবার সন্ধ্যায় ছত্রিশগড়ের দান্তেওয়াড়া জেলায় বিজেপির বিধায়ক ভীমা মান্ডভীর কনভয়ে হামলা চালল নকশাল। সূত্রের খবর অনুযায়ী এই হামলায় ৫ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে এবং বিধায়ক ভীমা মান্ডভী কে পাওয়া যাচ্ছে না।
MLA ভীমা মান্ডবী সবার শেষ গাড়িতে ছিলেন, যেটিতে নকশাল উগ্রপন্থী রা IED বিষ্ফোরন করে।
শোনা যাচ্ছে, কিছু বিজেপির লিডার, এবং MLA ভীমা মান্ডভী সহ আসন্ন লোকসভা নির্বাচনের জন্যে প্রচার চালাচ্ছিলেন।
Today Bengali News : মঙ্গলবার সন্ধ্যায় ছত্রিশগড়ের দান্তেওয়াড়া জেলায় বিজেপির বিধায়ক ভীমা মান্ডভীর কনভয়ে হামলা চালল নকশাল। সূত্রের খবর অনুযায়ী এই হামলায় ৫ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে এবং বিধায়ক ভীমা মান্ডভী কে পাওয়া যাচ্ছে না।
MLA ভীমা মান্ডবী সবার শেষ গাড়িতে ছিলেন, যেটিতে নকশাল উগ্রপন্থী রা IED বিষ্ফোরন করে।
শোনা যাচ্ছে, কিছু বিজেপির লিডার, এবং MLA ভীমা মান্ডভী সহ আসন্ন লোকসভা নির্বাচনের জন্যে প্রচার চালাচ্ছিলেন।
Comments
Post a Comment