PSC এর নামে ভুয়ো ওয়েবসাইট গুগলে, সাবধান করল পাবলিক সার্ভিস কমিশন
Today Bengali News : একটি গুরুত্বপূর্ন নোটিস দিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ( WB PSC)। গুগল ও সোশাল মিডিয়া তে PSC অফিসিয়াল ওয়েবসাইটের মত হুবহু একই দেখতে ওয়েবসাইট টি। আপনারা নিজেরাও দেখলে অবাক হয়ে যাবেন। এবং সেখানে সম্পুর্ন ভাবে বিভ্রান্তি মূলক ভুয়ো বিজ্ঞাপন দেওয়া। যেগুলি দেখলে আপনিও মনে করবেন এটি পাবলিক সার্ভিস কমিশনের নোটিস। ভুয়ো ওয়েবসাইট টির লিঙ্ক নীচে দেওয়া হল।
PSC থেকে জানানো হয়েছে, ওই ভুয়ো ওয়েবসাইট দেখে বিভ্রান্ত হবেন না। PSC এর দু'টি অফিসিয়াল ওয়েবসাইট আছে। একটি http://pscwbapplication.in এবং আরেকটি হল https://www.pscwbonline.gov.in। এই দুটি ওয়েবসাইট ছাড়া আর অন্যকোনো ওয়েবসাইট সমস্ত পরীক্ষার্থীদের ভিজিট করতে বারন করা হয়েছে।
বি:দ্র : সবাইকে সচেতন করতে এই পোস্ট টি এখুনি নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে সমস্ত বন্ধু দের শেয়ার করুন।
ভুয়ো ওয়েবসাইট টির লিঙ্ক : https://pscwbbapplication.in
Today Bengali News : একটি গুরুত্বপূর্ন নোটিস দিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ( WB PSC)। গুগল ও সোশাল মিডিয়া তে PSC অফিসিয়াল ওয়েবসাইটের মত হুবহু একই দেখতে ওয়েবসাইট টি। আপনারা নিজেরাও দেখলে অবাক হয়ে যাবেন। এবং সেখানে সম্পুর্ন ভাবে বিভ্রান্তি মূলক ভুয়ো বিজ্ঞাপন দেওয়া। যেগুলি দেখলে আপনিও মনে করবেন এটি পাবলিক সার্ভিস কমিশনের নোটিস। ভুয়ো ওয়েবসাইট টির লিঙ্ক নীচে দেওয়া হল।
PSC থেকে জানানো হয়েছে, ওই ভুয়ো ওয়েবসাইট দেখে বিভ্রান্ত হবেন না। PSC এর দু'টি অফিসিয়াল ওয়েবসাইট আছে। একটি http://pscwbapplication.in এবং আরেকটি হল https://www.pscwbonline.gov.in। এই দুটি ওয়েবসাইট ছাড়া আর অন্যকোনো ওয়েবসাইট সমস্ত পরীক্ষার্থীদের ভিজিট করতে বারন করা হয়েছে।
বি:দ্র : সবাইকে সচেতন করতে এই পোস্ট টি এখুনি নীচের হোয়াটসঅ্যাপে ক্লিক করে সমস্ত বন্ধু দের শেয়ার করুন।
ভুয়ো ওয়েবসাইট টির লিঙ্ক : https://pscwbbapplication.in
Comments
Post a Comment