কলকাতা পুলিশ কমিশনার সহ, চার অফিসার কে বদলি করল কমিশন
Admin - April 06, 2019 -
ট্রেন্ডিং লোকসভা ভোট, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
কলকাতা পুলিশ কমিশনার সহ, চার অফিসার কে বদলি করল কমিশন
Today Bengali News : নির্বাচন [Election ] শুরু হওয়ার ৬ দিন আগেই রাজ্যের পুলিশ কমিশনার সহ আরও ৩ জন উচ্চমর্যদা সম্পন্ন পুলিশ অফিসার কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন জানিয়ে দেন, কলকাতা পুলিশ কমিশনার [Kolkata Police Commissionar] অনুজ শর্মা সহ, বিধাননগর, বীরভূম ও ডায়মন্ড হারবারের তিন জর উচ্চমর্যদা সম্পন্ন পুলিশ, নির্বাচনের কোনো দায়িত্বে অংশগ্রহন করবেন না। কলকাতা পুলিশ সুপার অনুজ কুমার কে সরিয়ে বর্তমানে দূষন নিয়ন্ত্রন পর্ষদের এডিজি ড: রাজেশ কুমার কলকাতা পুলিশ সুপার পদে দায়িত্বে দেওয়া হল।
এছাড়া বিধান নগরের নতুন পুলিশ কমিশনার হলেন নটরাজন রমেশ বাবু। বীরভূম ও ডায়মন্ড হারবারের সুপারিটেনডেন্ট অব পুলিশের নতুন দায়িত্ব পেলেন অবন্নু রবীন্দ্রনাথ ও শ্রীহরি পান্ডে।
আরও পড়ুন : এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
Today Bengali News : নির্বাচন [Election ] শুরু হওয়ার ৬ দিন আগেই রাজ্যের পুলিশ কমিশনার সহ আরও ৩ জন উচ্চমর্যদা সম্পন্ন পুলিশ অফিসার কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন জানিয়ে দেন, কলকাতা পুলিশ কমিশনার [Kolkata Police Commissionar] অনুজ শর্মা সহ, বিধাননগর, বীরভূম ও ডায়মন্ড হারবারের তিন জর উচ্চমর্যদা সম্পন্ন পুলিশ, নির্বাচনের কোনো দায়িত্বে অংশগ্রহন করবেন না। কলকাতা পুলিশ সুপার অনুজ কুমার কে সরিয়ে বর্তমানে দূষন নিয়ন্ত্রন পর্ষদের এডিজি ড: রাজেশ কুমার কলকাতা পুলিশ সুপার পদে দায়িত্বে দেওয়া হল।
এছাড়া বিধান নগরের নতুন পুলিশ কমিশনার হলেন নটরাজন রমেশ বাবু। বীরভূম ও ডায়মন্ড হারবারের সুপারিটেনডেন্ট অব পুলিশের নতুন দায়িত্ব পেলেন অবন্নু রবীন্দ্রনাথ ও শ্রীহরি পান্ডে।
আরও পড়ুন : এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম