বিজেপি তে আনুষ্টনিক ভাবে যোগ দিলেন অভিনেতা সানি দেওল - Breaking News
Today Bengali News Breaking News : কিছু দিন আগের ভারতেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গাম্ভীর যোগ দিয়েছিলেন বিজেপি তে। আর আজ আনুষ্টনিক ভাবে BJP তে যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল।
দিল্লিতে কিছুক্ষন আগেই আনুষ্টনিক ভাবে তার গলায় BJP এর উত্তরীয় তুলে দেওয়া হয়। তার এই যোগদানের অনুষ্টানে উপস্থিত ছিলেন বড় বড় বিজেপি নেতা।
প্রসঙ্গত, সানি দেওলের বাবা, অভিনেতা ধর্মেন্দ্র বিজেপির সাংসদ ছিলেন। তার এই বিজেপি তে যোগ দান কে ' হাতে কাজ নেই, তাই রাজনীতি তে' বলে কটাক্ষ করেছে বিরোধী দলের কর্মীরা।
আরও পড়ুন : 'দিদি, সন্ত্রাসবাদীদের সাথে ইলু ইলু করছেন' তোপ অমিত শাহের
Today Bengali News Breaking News : কিছু দিন আগের ভারতেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গাম্ভীর যোগ দিয়েছিলেন বিজেপি তে। আর আজ আনুষ্টনিক ভাবে BJP তে যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওল।
দিল্লিতে কিছুক্ষন আগেই আনুষ্টনিক ভাবে তার গলায় BJP এর উত্তরীয় তুলে দেওয়া হয়। তার এই যোগদানের অনুষ্টানে উপস্থিত ছিলেন বড় বড় বিজেপি নেতা।
প্রসঙ্গত, সানি দেওলের বাবা, অভিনেতা ধর্মেন্দ্র বিজেপির সাংসদ ছিলেন। তার এই বিজেপি তে যোগ দান কে ' হাতে কাজ নেই, তাই রাজনীতি তে' বলে কটাক্ষ করেছে বিরোধী দলের কর্মীরা।
আরও পড়ুন : 'দিদি, সন্ত্রাসবাদীদের সাথে ইলু ইলু করছেন' তোপ অমিত শাহের
Comments
Post a Comment