Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

গ্রাজুয়েট দের জন্যে বড় চাকরীর বিজ্ঞপ্তি, ২০০০ শূন্যপদে আবেদন করুন আজ থেকে

Admin - April 02, 2019 - Job, এডুকেসন, চাকরীর খবর, ব্রেকিং নিউজ
গ্রাজুয়েট দের জন্যে বড় চাকরীর বিজ্ঞপ্তি,  ২০০০ শূন্যপদে আবেদন করুন আজ থেকে


 ২০০০ শূন্যপদে আবেদন


Today Bengali News : আপনি গ্রাজুয়েট প্রার্থী? তাহলে আপনার জন্যে নতুন একটি চাকরীর বিজ্ঞপ্তি। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া [SBI PO Recruitment ] বিভিন্ন অফিসার পদে গ্রাজুয়েট নিয়োগ করছে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2019-20 ।  আপনি যেকোনো বিষয়ে গ্রাজুয়েট হলেই এই চাকরীর আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ - ২০০০ টি।
যোগ্যতা - গ্রাজুয়েট।
বয়সসীমা - ০১/০৪/২০১৯ তারিখ হিসেবে ২১ থেকে ৩০ বছর। এসসি /এসটি রা ও অনান্যরা নিয়ামানুযায়ী বয়েসের ছাড় পাবেন।

আবেদন ফী - জেনারেল দের ৭৫০/- টাকা। এবং SC /ST  ও প্রতিবন্ধীদের জন্যে ১২৫/- টাকা। আবেদন ফী জমা দিতে পারবেন অনলাইনে ডেবিট /ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আবেদন করতে হবে অনলাইনে। আজ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন করা ও পেমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ ২২/০৪/২০১৯ তারিখ পযর্ন্ত। কিন্তু গুরুত্বপূর্ন তারিখ -

  • অ্যাডমিট কার্ড ডাউনলোড - মে মাসের তৃতীয় সপ্তাহ, ২০১৯
  • প্রিলি পরীক্ষা - ০৮, ০৯, ১৫ ও ১৬ তারিখ / ০৬/২০১৯
  • প্রিলি রেজাল্ট - জুলাই এর প্রথম সপ্তাহ, ২০১৯
  • মেন কল লেটার - জুলাই ( ২য় সপ্তাহ), ২০১৯
  • মেন পরীক্ষা - ২০/০৭/২০১৯
  • মেন রেজাল্ট - আগস্ট ( ৩ য় সপ্তাহ), ২০১৯
  • ইন্টারভিউ কল লেটার -  আগস্ট ( ৪র্থ সপ্তাহ), ২০১৯
  • ইন্টাভিউ - সেপ্টেম্বর, ২০১৯
  • ফাইনাল রেজাল্ট - অক্টোবর,  ২০১৯

অফিসিয়াল নোটিস ডাউনলোড ক্লিক করুন।

অনলাইনে আবেদন করুন - আজ থেকে লিঙ্ক আপডেট হবে।

অফিসিয়াল ওয়েবসাইট - ক্লিক করুন।

প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate