রামনবমী তে ঝামেলা হতে পারে, আগেই প্রশাসন কে সতর্ক করল কমিশন
Admin - April 13, 2019 -
West Bengal, ট্রেন্ডিং লোকসভা ভোট, ব্রেকিং নিউজ, রাজ্যের নিউজ
রামনবমী তে ঝামেলা হতে পারে, আগেই প্রশাসন কে সতর্ক করল কমিশন
Today Bengali News : রামনবমীতে ( Ram Navami) ঝামেলা হতে পারে ভেবেই, আগেই রাজ্যের প্রশাসন কে সর্তক করল, নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত স্পর্ষকাতর এলাকায়, রামনবমীর জন্যে স্পেশাল নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সমস্ত জেলার প্রশাসন কে সর্তক থাকার নির্দেশ দিয়েছে কমিশন ( Election Commission)
নিরাপত্তা তে আরও জোরদার করতে আরও বাহিনী চায় রাজ্য সরকার। আসানসোল ও বারাকপুরে বাহিনীর জন্যে আবেদন জানিয়েছে রাজ্য। প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে আরও বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন [ Election Commission ]।
Today Bengali News : রামনবমীতে ( Ram Navami) ঝামেলা হতে পারে ভেবেই, আগেই রাজ্যের প্রশাসন কে সর্তক করল, নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত স্পর্ষকাতর এলাকায়, রামনবমীর জন্যে স্পেশাল নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সমস্ত জেলার প্রশাসন কে সর্তক থাকার নির্দেশ দিয়েছে কমিশন ( Election Commission)
নিরাপত্তা তে আরও জোরদার করতে আরও বাহিনী চায় রাজ্য সরকার। আসানসোল ও বারাকপুরে বাহিনীর জন্যে আবেদন জানিয়েছে রাজ্য। প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে আরও বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন [ Election Commission ]।